Dermocid C
ফুসিডিক এসিড এবং বিটামিথাসন ক্রিম এ ফুসিডিক এসিড এর শক্তিশালী টপিক্যাল এ্যান্টি-ব্যাকটেরিয়াল কার্যকারিতা ও বিটামিথাসন এর অ্যান্টি-ইনফ্লাম্যাটরি এবং অ্যান্টি-প্রুরাইটক (চুলকানীরোধী) কার্যকারিতাসমূহ একত্রে বিদ্যমান। বিটামিথাসন ভ্যালারেট একটি টপিক্যাল স্টেরয়েড। এটি ইনফ্লাম্যাটারি ডারমাটোসেস এর বিরূদ্ধে দ্রুত কার্যকরী। দুরারোগ্য চর্মরোগের ক্ষেত্রেও ফুসিডিক এসিড এবং বিটামিথাসন ক্রীমটি সফলভাবে কাজ করে। টপিক্যালি প্রয়েঅগ করা হলে ফুসিডিক এসিড স্ট্যাফাইলোকক্কাই, করিনিব্যাকটেরিয়া, নেইসেরিয়া এবং কিছু ক্লুসট্রিডিয়া ও ব্যাকটেরয়েডস এর বিরূদ্ধে কার্যকরী। বিটামিথাসন এর উপস্থিতি ফুসিডিক এসিড এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল কার্যকারিতায় কোন বিরূপ প্রভাব ফেলে না।
ব্যবহার
ইনফ্লাম্যাটরি ডার্মাটোসেস, যেগুলি ব্যাকটেরিয়া কর্তৃক আক্রান্ত বা আক্রান্ত হতে পারে এমন সব ক্ষেত্রে ফুসিডিক এসিড এবং বিটামিথাসন ক্রিম ব্যবহার করা যাবে। বিভিন্ন ইনফ্লাম্যাটরি ডার্মাটোসেস, যেমন- এটপিক একজিমা, ডিসকয়ড একজিমা, স্ট্যাসিস একজিমা, সেবরিক ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস, সেরিয়াসিস এবং ডিসকয়ড লুপাস ইরাইথ্রোমাটোসাস জাতীয় চর্মরোগ ফুসিডিক এসিড এবং বিটামিথাসন ক্রিম নির্দেশিত।
Dermocid C এর দাম কত? Dermocid C এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Dermocid C |
জেনেরিক | বিটামিথাসন + ফুসিডিক এসিড |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Betamethasone & Combined preparations |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Dermocid C খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
অনাবৃত ক্ষত : দিনে ২-৩ বার প্রয়োগ করতে হবে।
আবৃত ক্ষত : অল্প মাত্রায় প্রয়োগ যথেষ্ট।
পার্শ্বপ্রতিক্রিয়া
ত্বকে ব্যবহৃত অন্যান্য স্টেরয়েড এর মতোই ফুসিডিক এসিড এবং বিটামিথাসন ক্রিম এর দীর্ঘদিন উচ্চমাত্রায় ব্যবহার ত্বকের লোকাল অ্যাট্রিফিক পরিবর্তন ঘটায় যেমন : স্ট্রায়া, সুপারফিসিয়াল রক্তনালীর সংকোচন ও সম্প্রসারণ, বিশেষ করে যখন অবরোধক ব্যবহার করা হয় অথবা চামড়ার ভাঁজ এর সংক্রমণ। দীর্ঘদিন ধরে এবং উচ্চমাত্রায় ব্যবহারে সিস্টেমিক শোষণ হতে পারে যা হাইপারকরটিসিজম অথবা অ্যাড্রেনাল দমনে যথেষ্ট। নবজাতক ও শিশুদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করা উচিত।
সতর্কতা
দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ফুসিডিক এসিড এবং বিটামিথাসন ক্রিম এর ব্যবহার পরিহার করা উত্তম। বিশেষ করে মুখমন্ডলে, ফ্লেক্সার-এ, ত্বকের ভাঁজে এবংশিশু ও কিশোরদের ক্ষেত্রে। চোখের সন্নিকটে টপিক্যাল স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। চোখে প্রবেশ করলে গ্লুকোমা হতে পারে।
মিথস্ক্রিয়া
এই ক্রিমটি প্রদাহজনক ডার্মাটোসগুলিতে নির্দেশিত যেখানে ব্যাকটিরিয়া সংক্রমণ উপস্থিত বা সম্ভবত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইনফ্ল্যামেটরি ডার্মাটোসেস এটোপিক একজিমা, ডিসকয়েড একজিমা, স্ট্যাসিস একজিমা, সিবোরোহাইক ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস, সোরিয়াসিস এবং ডিসকয়েড লুপাস এরিথেটোসাস অন্তর্ভুক্ত করে।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
গর্ভাবস্থায় টপিক্যাল স্টেরয়েড বাহ্যিকভাবে ব্যাপকমাত্রায় ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানরত মায়েরা যদি বেশি পরিমাণে এই ফুসিডিক এসিড এবং বিামিথাসন ক্রিম ব্যবহার করে তাহলে বুকের দুধে নিঃসরণ সম্বন্ধে সাবধান হতে হবে।
বৈপরীত্য
অন্যান্য টপিক্যাল কর্টিকোস্টেরয়েডগুলির মতো ফুসিডিক এসিড এবং বিটামিথাসন ক্রিমটি ভাইরাস, টিউবারকুলার বা ছত্রাক আক্রান্ত ত্বকে, পেরিওরাল ডার্মাটাইটিস, একনি রোজিসিয়া ও আলসারজনিত রোগে ব্যবহার করা উচিত নয়। ফুসিডিক এসিড এবং বিটামিথাসন ক্রিম এর যেকোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না।
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
লক্ষণগুলি: কুশিংয়ের সিনড্রোম এবং অ্যাড্রিনোকোর্টিকাল অপ্রতুলতা।
পরিচালনা: লক্ষণীয় চিকিত্সা।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
30 ডিগ্রি সেন্টিগ্রেডে বা এর নিচে সঞ্চয় করুন। আলো থেকে রক্ষা করুন।