ব্যবহার
ডার্মাটোফাইটস্-এর কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস (যেমন-ট্রাইকোফাইটন প্রজাতি)। ইষ্ট-এর কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস (যেমন-ক্যানডিডা প্রজাতি)। মােল্ডস এবং অন্যান্য ছত্রাক এর কারণে ডার্মাটোমাইকোসিস। এই সব ছত্রাক দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত ত্বকীয় রােগ। উপরোক্ত নির্দেশনার অন্তর্ভুক্ত ত্বকের সংক্রমণের কিছু উদাহরণ: ইন্টারডিজিটাল মাইকোসিস (যেমন- অ্যাথলেটস ফুট), প্যারােনাইকিয়া (নখের মাইকোসিস সহ), ত্বকের ভাজের ভিতরে মাইকোসিস, ক্যানডিডা ভালভাইটিস, ক্যানডিডা ব্যালানিটিস, পিটাইরিয়াসিস ভারসিকলার এবং ইরাইথ্রেসমা।Afun Cream 1% এর দাম কত? Afun Cream 1% এর দাম 10 gm tube: ৳ 35.11
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Afun Cream 1% |
জেনেরিক | ক্লোট্রিমাজল (টপিক্যাল) |
ধরণ | Cream |
পরিমাপ | 1% |
দাম | 10 gm tube: ৳ 35.11 |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | Square Pharmaceuticals Ltd. |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | October 19, 2023 at 6:27 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Afun Cream 1% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
ক্লোট্রিমাজল ক্রীম: আক্রান্ত স্থান ও তার চার পাশে দৈনিক ২-৩ বার পাতলা করে ঘষে লাগাতে হবে। যেহেতু অত্যন্ত কার্যকর, তাই হাতের তালুর আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণ ক্রীম আক্রান্ত স্থানের জন্য যথেষ্ট। চিকিৎসার সম্পূর্ণ সাফল্যের জন্য, ক্লোট্রিমাজল ক্রীমের নির্ভরযােগ্য ও কার্যকরী দীর্ঘ সময়ের প্রয়ােগ খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসার সময়কাল পরিবর্তনশীল, এটি রােগের ব্যাপ্তি এবং আক্রান্ত স্থানসহ অন্যান্য কারণের উপর নির্ভর করে।চিকিৎসার নির্দেশিত সময়কাল- ডার্মাটোমাইকোসিস: ৩-৪ সপ্তাহ ক্যানডিডা ভালভাইটিস এবং ক্যানডিডা ব্যালানিটিস: ১-২ সপ্তাহ ইরাইথ্রেসমা এবং পিটাইরিয়াসিস ভারসিকলার: প্রায় ৩ সপ্তাহ পায়ে ছত্রাকের সংক্রমণে, পুনরাবৃত্তি প্রতিরােধে, রােগের সব ধরনের লক্ষণসমূহ চলে যাওয়ার পরেও ২ সপ্তাহের জন্য চিকিৎসা অব্যাহত রাখতে হবে। ধৌতকরণের পরে, পুঙ্খানুপুঙ্খভাবে পা শুকনাে রাখতে হবে (বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যের স্থানসমূহ)। ক্লোট্রিমাজল ক্রীম গন্ধহীন, ধুয়ে ফেলা যাবে এবং জামা-কাপড়ে দাগ ফেলে না।ক্লোট্রিমাজল টপিক্যাল সল্যুসন: এটি প্রভাবিত জায়গাগুলিতে অল্প পরিমাণে প্রয়োগ করুন এবং প্রতিদিন দুই থেকে তিনবার আলতো করে ঘষুন।