Alfacon 600 mg Tablet

প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে- ক্যালসিয়াম-৩-মেথাইল-২-অক্সোভ্যালিরেট (আলফা-কিটো এনালগ এর আইসোলিউসিন, ক্যালসিয়াম সল্ট): ৬৭ মিগ্রা ক্যালসিয়াম-৪-মেথাইল-২-অক্সোভ্যালিরেট (আলফা-কিটো এনালগ এর লিউসিন, ক্যালসিয়াম সল্ট): ১০১ মিগ্রা ক্যালসিয়াম-২-অক্সো-৩ ফিনাইলপ্রোপিওনেট (আলফা-কিটো এনালগ এর ফিনাইলঅ্যালানিন, ক্যালসিয়াম সল্ট): ৬৮ মিগ্রা ক্যালসিয়াম-৩-মিথাইল-২-অক্সোবিউটাইরেট (আলফা-কিটোএনালগ এর ভ্যালিন, ক্যালসিয়াম সল্ট): ৮৬ মিগ্রা ক্যালসিয়াম-ডিএল-২-হাইড্রোক্সি-৪-(মিথাইলথিও) বিউটাইরেট (আলফা-হাইড্রোক্সি এনালগ থেকে মেথিওনিন, ক্যালসিয়াম সল্ট): ৫৯ মিগ্রা এল-লাইসিন অ্যাসিটেট ইউএসপি (লাইসিন ৭৫ মিগ্রা সমতুল্য): ১০৫ মিগ্রা এল-থ্রিওনিন ইউএসপি: ৫৩ মিগ্রা এল-ট্রিপটোফেন ইউএসপি: ২৩ মিগ্রা এল-হিস্টিডিন ইউএসপি (হিস্টিডিন হাইড্রোক্লোরাইড মনোহাইড্রেট হিসেবে): ৩৮ মিগ্রা এল-টাইরোসিন ইউএসপি: ৩০ মিগ্রা

ব্যবহার

Alfacon 600 mg Tablet এর কাজ Alfacon 600 mg Tablet সেসব রোগীদের জন্য প্রযোজ্য যাদের প্রতিদিন ৪০ গ্রাম বা তার থেকে কম প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হয়। সাধারণত যাদের গ্লোমেরুলার ফিলট্রেশন রেট ২৫ মি.গ্রা./ মি. এর নিচে তাদের জন্য এমাইনো এসিড কিটোএনালোগস নির্দেশিত।

Alfacon 600 mg Tablet এর দাম কত? Alfacon 600 mg Tablet এর দাম

Alfacon 600 mg Tablet Alfacon 600 mg Tablet in Bangla
Alfacon 600 mg Tablet in bangla
বাণিজ্যিক নাম Alfacon 600 mg Tablet
জেনেরিক এমাইনো এসিড কিটোএনালগস্
ধরণ Tablet
পরিমাপ 600 mg
দাম
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Beacon Pharmaceuticals PLC
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Alfacon 600 mg Tablet খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

সাধারণভাবে খাবারের সময় দিনে ৩ বার ৪-৮টি ট্যাবলেট নিন। এই ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য (যাদের ওজন ৭০ কেজি বা তার বেশি) পুরোটা গিলে ফেলুন। ট্যাবলেট চিবিয়ে খাওয়া যাবে না। প্রাপ্তবয়স্কদের খাদ্যে ৪০ গ্রাম/দিন প্রোটিন বা তার কম থাকা উচিত Alfacon 600 mg Tablet খাবারের সাথে খেলে এর শোষণ এবং পরিপাক দ্রুত হয়। যতক্ষণ পর্যন্ত ইজিএফআর ৫ থেকে ২৫ মি.লি./ মিনিট থাকে ততক্ষণ রেনোলগ দেয়া যাবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

হাইপারক্যালসেমিয়া (খুবই বিরল), হাইপারক্যালসেমিয়া থাকলে ভিটামিন ডি নেয়ার পরিমাণ কমাতে হবে। দীর্ঘ দিন হাইপারক্যালসেমিয়া থাকলে এমাইনো এসিড কিটোএনালগস ও অন্য যে কোন ক্যালসিয়াম যুক্ত খাদ্যের সেবন মাত্রা কমাতে হবে।

সতর্কতা

সেরাম ক্যালসিয়াম প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে। পরিমাণমত ক্যালরি নিতে হবে। বংশগত ফিনাইলকিটোনিউরিয়া থাকলে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ Alfacon 600 mg Tablet এ ফিনাইলএলানিন রয়েছে। Alfacon 600 mg Tablet এর সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেয়া হলে ফসফেট এর মাত্রা লক্ষ রাখতে হবে।

মিথস্ক্রিয়া

ক্যালসিয়ামযুক্ত ওষুধের একযোগে ব্যবহার সিরাম ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে বা বাড়িয়ে দিতে পারে।অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দেয়ার ক্ষেত্রে, প্রয়োজনে এই ওষুধের ডোজ কমাতে হবে।যে ওষুধগুলি ক্যালসিয়ামের সাথে অল্প পরিমাণে দ্রবণীয় যৌগ তৈরি করে (যেমন, টেট্রাসাইক্লাইন, কুইনোলোন যেমন সিপ্রোফ্লক্সাসিন এবং নরফ্লক্সাসিন সেইসাথে আয়রন, ফ্লোরাইড বা এস্ট্রাস্টিনযুক্ত ওষুধ) Alfacon 600 mg Tablet এর সাথে একই সময় গ্রহণ করা উচিত নয় যাতে এই ওষুধগুলির শোষণে বাধা না পড়ে। Alfacon 600 mg Tablet এবং এইসব ওষুধ খাওয়ার মধ্যে অন্তত দুই ঘণ্টার ব্যবধান থাকতে হবে।কার্ডিওঅ্যাকটিভ গ্লাইকোসাইডের প্রতি সংবেদনশীলতা, এবং তা থেকে অ্যারিদমিয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সহযোগে প্রয়োগের ক্ষেত্রে সিরাম ফসফেটের মাত্রা পর্যবেক্ষণ করা প্রয়োজন ।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবতী নারীদের ক্ষেত্রে Alfacon 600 mg Tablet ব্যবহার এর কোন তথ্য নেই। বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিকাশে ক্ষতিকর প্রভাব দেখা গেছে তাই গর্ভবর্তী নারীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিৎ। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো পরীক্ষা করা হয় নি। গর্ভবতী নারীদের দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

বৈপরীত্য

Alfacon 600 mg Tablet এর কোন উপাদানের সাথে অতিসংবেদনশীলতা হাইপারক্যালসেমিয়া এমাইনো মেটাবলিজম ডিজঅর্ডার

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

৩০° সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে সংরক্ষণ থেকে বিরত থাকুন । আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share