Allegra D Otc 24hr এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Allegra D Otc 24hr

Fexofenadine Hydrochloride is an antihistamine with selective peripheral H1 receptor antagonist activity. It does not cross the blood brain barrier.

Pseudoephedrine is an orally active sympathomimetic amine and exerts a decongestant action on the nasal mucosa. This is recognized as an effective agent for the relief of nasal congestion due to allergic rhinitis.

Pseudoephedrine is both an α-and β-adrenergic receptor agonist. It causes vasoconstriction via direct stimulation of α-adrenergic receptors of the respiratory mucosa. It also directly stimulates β-adrenergic receptors causing bronchial relaxation, increased heart rate and contractility.

ব্যবহার

ফেক্সো প্লাস ট্যাবলেট নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত: সিজনাল ও পেরিনিয়াল এলার্জিক সমস্যায় সৃষ্ট উপসর্গ সমূহ হতে মুক্তি পেতে প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উপরের শিশুদের ক্ষেত্রে নির্দেশিত। উপসর্গ সমূহের মধ্যে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাকে/ মুখের তালুতে/গলায়/চোখে চুলকানিভাব, নাক বন্ধ থাকা ইত্যাদি উল্লেখযােগ্য। যখনই এন্টি হিস্টামিনিক এবং নাক বন্ধরােধী কার্যকারিতা এক সাথে প্রয়ােজন, তখনই ওষুধটি গ্রহণ করা যেতে পারে।

Allegra D Otc 24hr এর দাম কত? Allegra D Otc 24hr এর দাম

Allegra D Otc 24hr in Bangla
Allegra D Otc 24hr in bangla
বাণিজ্যিক নাম Allegra D Otc 24hr
জেনেরিক ফেক্সোফেনাডিন + সুডােএফিড্রিন
ধরণ Oral tablet, extended release
পরিমাপ 180mg + 240mg, 60mg + 120mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Anti-histamine & decongestant
উৎপাদনকারী
উপলভ্য দেশ United States
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Allegra D Otc 24hr খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • প্রতিদিন ২টি করে ট্যাবলেট খালি পেটে পানির সাথে খেতে হবে।
  • খাবারের সাথে ওষুধটি গ্রহণ করা যাবে।
  • যে সকল রােগীর বৃক্কীয় সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে দৈনিক ১টি ট্যাবলেট গ্রহণ করতে হবে।
  • ট্যাবলেটটি চুষা কিংবা ভাঙ্গা যাবে না, পুরােটাই একসাথে খেতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে নিদ্রাহীনতা, মাথা ব্যথা, উদ্বিগ্নতা, মুখের শুষ্কতা, বমি বমি ভাব ইত্যাদি উল্লেখযােগ্য। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এবং সুডােএফিড্রিন হাইড্রোক্লোরাইড একে অন্যের সাথে কোন বিক্রিয়া করে না। অধিকন্তু,ফেক্সোফেনাডিন এর সাথে কিটোকোনাজল বা ইরাইথ্রোমাইসিন গ্রহণ করলে প্লাজমাতে ফেক্সোফেনাডিন এর মাত্রা বেড়ে যেতে পারে।

সতর্কতা

Hyperthyroidism; ischaemic heart disease, arrhythmia or tachycardia; occlusive vascular disorders e.g. arteriosclerosis, hypertension or aneurysms; DM and closed-angle glaucoma; renal impairment, prostatic enlargement. Pregnancy; lactation.

মিথস্ক্রিয়া

Fexofenadine Hydrochloride and Pseudoephedrine Hydrochloride do not influence the pharmacokinetics of each other when administered concomitantly. However, co-administration of Fexofenadine Hydrochloride with either ketoconazole or Erythromycin lead to increased plasma concentrations of Fexofenadine.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগনেন্সি ক্যাটাগরি-সি। গর্ভাবস্থায় কেবল বিশেষ বিবেচনায় গ্রহণযােগ্য। স্তন্যদানকালে ব্যবহার: সাবধানতা অবলম্বন করা উচিত।

বৈপরীত্য

ওষুধটির কোন উপাদানের প্রতি অতি মাত্রায় সংবেদনশীল হলে ইহা নির্দেশিত নয়।

অতিরিক্ত সতর্কতা

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয়।

তীব্র ওভারডোজ

For Fexofenadine: There is limited information, however, dizziness, drowsiness, and dry mouth etc. have been reported.

For Pseudoephedrine: headache, nausea, vomiting, sweating, thirst, tachycardia, pericardial pain, palpitations, difficulty in micturition, muscular weakness and tenseness, anxiety, restlessness, and insomnia etc have been reported.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Store at a cool and dry place, protected from light & moisture. Keep out of reach of children.


*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share