Altabax এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Altabax

Retapamulin is a semisynthetic derivative of the compound pleuromutilin. In vitro activity of Retapamulin against isolates of Staphylococcus aureus as well as Streptococcus pyogenes has been demonstrated. Retapamulin selectively inhibits bacterial protein synthesis by interacting at a site on the 50S subunit of the bacterial ribosome through an interaction that is different from that of other antibiotics.This binding site involves ribosomal protein L3 and is in the region of the ribosomal P-site and peptidyl transferase center. By virtue of binding to this site, pleuromutilins inhibit peptidyl transfer, block P-site interactions and prevent the normal formation of active 50S ribosomal subunits. Retapamulin demonstrates no in vitro target-specific cross-resistance with other classes of antibiotics.

ব্যবহার

রিটাব্যাক প্রাপ্ত বয়স্ক ও ৯ মাসের বেশি বয়সের শিশুদের স্টেফাইলােককাস অরিয়াস (মেথিসিলিনের প্রতি সংবেদনশীল) বা স্ট্রেপটোক্ককাস পাইওজেন্স দ্বারা সৃষ্ট ইম্পেটিগাে চিকিৎসায় নির্দেশিত।

Altabax এর দাম কত? Altabax এর দাম

Altabax in Bangla
Altabax in bangla
বাণিজ্যিক নাম Altabax
জেনেরিক রিটাপামুলিন
ধরণ Topical ointment
পরিমাপ 1%,
দাম
চিকিৎসাগত শ্রেণি Topical Antibiotic preparations
উৎপাদনকারী
উপলভ্য দেশ United States,
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Altabax খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ১০০ বর্গ সে.মি. এবং ৯ মাসের বেশি বাচ্চাদের ক্ষেত্রে ত্বকের ২ শতাংশে রিটাব্যাক অয়েন্টমেন্ট পাতলা করে দিনে দুইবার করে ৫ দিন ব্যহার করতে হবে।
  • ত্বকে রিটাব্যাক অয়েন্টমেন্ট ব্যবহৃত অংশে পাতলা ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া

২ শতাংশেরও কম ব্যবহারকারীর ক্ষেত্রে প্রয়ােগকৃত স্থানে সামান্য চুলকানি হতে পারে।

সতর্কতা

ব্যবহারকালীন ত্বকে চুলকানি দেখা দিলে রিটাব্যাক দিয়ে চিকিৎসা বন্ধ করে দিতে হবে রিটাব্যাক খাবার উপযােগী নয়। তাছাড়া রিটাব্যাক মুখের ভিতর, নাকের ভিতর, চোখে কিংবা ভ্যাজাইনার ভিতর ব্যবহার করা যাবে না।

মিথস্ক্রিয়া

The effect of concurrent application of Retapamulin and other topical products to the same area of skin has not been studied.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগন্যান্সি ক্যাটাগরী “বি” মাতৃদুগ্ধেAltabax নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাইAltabax ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

বৈপরীত্য

Hypersensitivity.

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলাে থেকে দূরে, ৩০০ সে. তাপমাত্রার নিচে, শুষ্ক ও ঠাণ্ডা স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share