Apdine এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Apdine

Povidone is an almost colorless, clear aqueous solution administered in the form of drops. After topical application Povidone eye drops spreads rapidly over the conjunctiva and cornea forming a lubricating and protective film. The composition of this eye drops, containing the active compound Povidone and the electrolytes magnesium, potassium and sodium, is very similar to natural tears

ব্যবহার

কেরাটোকনজাংটিভাইটিস সিক্কাসহ চোখের শুষ্কতাজনিত লক্ষণসমূহের চিকিৎসায় নির্দেশিত। এছাড়া চোখের অপর্যাপ্ত আর্দ্রতা ও অস্থায়ী টিয়ার ফিল্মে টিয়ার ফ্লুইডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

Apdine এর দাম কত? Apdine এর দাম

Apdine in Bangla
Apdine in bangla
বাণিজ্যিক নাম Apdine
জেনেরিক Povidone Iodine (Eye Drop)
ধরণ Ointment
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Drugs for Dry eyes
উৎপাদনকারী Apex Laboratories Private Limited
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Apdine খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

এক ফোটা করে দিনে চার বার, রােগের তীব্রতা অনুসারে প্রয়ােজনীয় মাত্রায় কনজাংটিভাল স্যাকে দিতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

কখনও কখনও মৃদু ও সাময়িক চোখজলা ও আঁঠালাে অনুভূতি দেখা দিতে পারে। কদাচিৎ জ্বালাপােড়া ও সংবেদনশীল বিক্রিয়া দেখা দিতে পারে।

সতর্কতা

  • ওষুধটি ব্যবহারে যদি কারাে দৃষ্টিতে ঝাপসা ভাব দেখা দেয় তবে তাদের গাড়ী ও ভারী যন্ত্রপাতি চালনা থেকে বিরত থাকা উচিত যতক্ষণ না পর্যন্ত দৃষ্টি স্পষ্ট হয়। ইহা ব্যবহারকালে কন্টাক্ট লেন্স খুলে রাখতে হবে এবং নূন্যতম ৩০ মিনিট পরে কন্টাক্ট লেন্স স্থাপন করতে হবে।
  • প্রথম বার মুখ খােলার পর এক মাসের বেশি সময় ব্যবহার করা যাবে না।
  • ওষুধের পারস্পরিক ক্রিয়া গ্লুকোমা ও চোখের অন্যান্য রােগের চিকিৎসায় বাহ্যিক ব্যবহার্য ওষুধের সাথে অন্ততঃ ৫ মিনিট বিরতি দিয়ে ব্যবহার করতে হবে। প্রােটিয়ার সবশেষে ব্যবহার করতে হবে।

মিথস্ক্রিয়া

In case of any additional local ocular treatment e.g. glaucoma therapy there should be an application interval of at least 5 minutes between the two medications. Protear always should be the last medication instilled.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ওষুধটি ব্যবহারের নিরাপদ কিনা সে সম্পর্কে পর্যাপ্ত কোন তথ্য জানা নেই। অতি আবশ্যক না হলে ব্যবহার করা উচিত নয়।

বৈপরীত্য

এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Store at room temperature. It is desirable that the contents should not be used more than 4 weeks after first opening of the bottle.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share