Atmosril এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Atmosril

The precise mechanism by which Atomoxetine produces its therapeutic effects in Attention Deficit Hyperactivity Disorder (ADHD) is unknown. But, it is thought to be related to selective inhibition of the pre-synaptic nor-epinephrine transporter. Atomoxetine is well-absorbed after oral administration and is minimally affected by food. It is eliminated primarily by oxidative metabolism through the cytochrome P450 2D6 (CYP2D6) enzymatic pathway.

ব্যবহার

মনােযােগ ঘাটতি/অতিশয় উদ্দীপ্ত (ADHD)।

Atmosril এর দাম কত? Atmosril এর দাম

Atmosril in Bangla
Atmosril in bangla
বাণিজ্যিক নাম Atmosril
জেনেরিক এটোমক্সোটিন হাইড্রোক্লোরাইড
ধরণ Tablet
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি CNS stimulant drugs
উৎপাদনকারী Gentech Healthcare Ltd
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Atmosril খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • শিশু/অপ্রাপ্ত বয়স্ক (৭০ কেজি পর্যন্ত): প্রাথমিক মাত্রা ০.৫ মি.গ্রা./কেজি যা ৩ দিন পর ১.২ মি.গ্রা./কেজি; সকালে একক বা সমবিভক্ত মাত্রায় দুই বারে গ্রহণ করতে হয় (সকালে ও বিকালে); দিনে ১.৪ মি.গ্রা./কেজি বা সর্বোচ্চ ১০০ মি.গ্রা. গ্রহণ করা যেতে পারে।
  • শিশু ও অপ্রাপ্ত বয়ষ্ক (৭০ কেজির ওপর): প্রাথমিকভাবে দিনে ৪০ মি.গ্রা. যা ৩ দিন পর ৮০ মি.গ্রা. সকালে একক মাত্রায় বা সকালে ও বিকালে বিভক্ত মাত্রায় গ্রহণ করতে হয়।
  • ২ থেকে ৪ সপ্তাহ পর। মাত্রা সর্বোচ্চ ১০০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানাে যায়।
  • মাত্রাধিক্যের সাথে কার্যকারিতা বাড়তে থাকার প্রমাণনেই।

দীর্ঘমেয়াদী মাত্রা: ঠিক কত সময়ের জন্য গ্রহণ করতে হবে তা সঠিকভাবে নিরূপিত হয়নি। তবে এটা ঠিক যে ইহা দীর্ঘমেয়াদী গ্রহণযােগ্য। তবে দীর্ঘমেয়াদী সেবনের ক্ষেত্রে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

Decreased appetite; headache; nausea; increased BP & heart rate; Insomnia; dry mouth in adults; Somnolence; abdominal pain; vomiting in children.

সতর্কতা

Atomoxetine should be used with caution in patients with a history of seizures. Atomoxetine can affect heart rate and blood pressure. It is recommended that the heart rate and blood pressure be measured before treatment is started and periodically during treatment to detect possible clinically important increases. Most patients taking Atomoxetine experience a modest increase in heart rate

মিথস্ক্রিয়া

Albuterol, CYP2D6 inhibitors & antihypertensive agents interact with Atomoxetine.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

Pregnancy Category C. Either studies in animals have revealed adverse effects on the fetus (teratogenic or embryocidal or other) and there are no studies in women and animals are not available. Drugs should be given only if the potential benefit justifies the potential risk to the fetus.

বৈপরীত্য

এটোমােক্সেটিনের প্রতি অতি সংবেদনশীলতা। মনাে-এ্যামাইনাে অক্সিডেজ ইনহিবিটর, রক্তচাপ, হৃদস্পন্দন, অ্যালার্জী, যকৃতের সমস্যা।

অতিরিক্ত সতর্কতা

Pediatric use: The pharmacokinetics of Atomoxetine have not been evaluated in children under 6 years of age.

তীব্র ওভারডোজ

The most commonly reported gastrointestinal symptoms including somnolence, dizziness, tremor, and abnormal behaviour. Hyperactivity and agitation have also been reported. Signs and symptoms consistent with mild to moderate sympatheticnervous system activation (e.g. tachycardia, blood pressure increased, mydriasis, dry mouth) were also observed. Most events were mild to moderate. In some cases of overdose involving Atomoxetine, seizures and very rarely QT prolongation have been reported. There is limited clinical trial experience with Atomoxetine overdose. No fatal overdoses occurred in clinical trials.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

অ্যালবিউটেরল, CYP2D6 ইনহিবিটর, অ্যান্টিহাইপারটেনিসভ প্রভৃতির সাথে সতর্কতার সাথে দিতে হয়।

সংরক্ষণ

Store in a cool and dry place, protected from light and moisture.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share