Austasalic এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Austasalic

Betamethasone is a glucocorticoid receptor agonist. This leads to changes in genetic expression once this complex binds to the GRE. The antiinflammatory actions of corticosteroids are thought to involve lipocortins, phospholipase A2 inhibitory proteins which, through inhibition arachidonic acid, control the biosynthesis of prostaglandins and leukotrienes. The immune system is suppressed by corticosteroids due to a decrease in the function of the lymphatic system, a reduction in immunoglobulin and complement concentrations, the precipitation of lymphocytopenia, and interference with antigen-antibody binding. Betamethasone binds to plasma transcortin, and it becomes active when it is not bound to transcortin.

Salicylic acid directly and irreversibly inhibits the activity of both types of cyclo-oxygenases (COX-1 and COX-2) to decrease the formation of precursors of prostaglandins and thromboxanes from arachidonic acid. Salicylate may competitively inhibit prostaglandin formation. Salicylate's antirheumatic (nonsteroidal anti-inflammatory) actions are a result of its analgesic and anti-inflammatory mechanisms. Salicylic acid is a key ingredient in many skin-care products for the treatment of acne, psoriasis, calluses, corns, keratosis pilaris, and warts. It works by causing the cells of the epidermis to slough off more readily, preventing pores from clogging up, and allowing room for new cell growth. Because of its effect on skin cells, salicylic acid is used in several shampoos used to treat dandruff.

ব্যবহার

পােসালিক লােশন হাইপারকেরাটোটিক এবং কর্টিকোস্টেরয়েডের প্রতি সংবেদনশীল শুষ্ক ডার্মাটোসেস এর চিকিত্সায় নির্দেশিত যেখানে কর্নিফাইড এপিথেলিয়ামকর্টিকোস্টেরয়েডের প্রবেশকে বাধাপ্রাপ্ত করে। স্যালিসাইলিক এসিডের ডিস্ক্যালিং কার্যকারিতা ডার্মিসের মধ্য দিয়ে কর্টিকোস্টেরয়েডের প্রবেশ্যতা বৃদ্ধি করে।

Austasalic এর দাম কত? Austasalic এর দাম

Austasalic in Bangla
Austasalic in bangla
বাণিজ্যিক নাম Austasalic
জেনেরিক বেটামিথাসন + স্যালিসাইলিক এসিড
ধরণ Ointment
পরিমাপ 064%w/w, 3%w/w
দাম
চিকিৎসাগত শ্রেণি Topical anti-inflammatory preparations
উৎপাদনকারী Bloom Pharmaceuticals (pvt) Ltd,
উপলভ্য দেশ Pakistan
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Austasalic খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • আক্রান্তস্থানে কয়েক ফোটা প্রােসালিক লােশন ব্যবহার করে মৃদুভাবে মালিশ করতে হবে।
  • এটি সাধারনত: দিনে দু’বার, সকালে এবং রাতে ব্যবহার করা উচিৎ।

পার্শ্বপ্রতিক্রিয়া

টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ব্যবহারের ফলে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলাে হলাে জ্বালাপােড়া, চুলকানি, বিরক্তিভাব, শুষ্কতা, ফলিকুলাইটিস, হাইপারট্রাইকোসিস, হাইপােপিগমেন্টেশন, পেরিওরাল ডার্মাটাইটিস এবং এলার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস।

সতর্কতা

এ প্রস্তুতি ব্যবহারের ফলে যদি জ্বালাপােড়া বা সংবেদনশীলতা সৃস্টি হয় তাহলে এর ব্যবহার বন্ধ করতে হবে। দেহের বিস্তৃত অংশে ব্যবহারের ফলে বেটামিথাসন এবং স্যালিসাইলিক এসিডের শােষণ বৃদ্ধি পায়। এ প্রস্তুতি দেহের ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এর নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়। ভ্রুণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি হলে ব্যবহার করার চিন্তা করা যেতে পারে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দীর্ঘসময়ব্যাপী, ব্যপক পরিমানে ব্যবহার করা উচিত নয়। কর্টিকোস্টেরয়েডের ত্বকীয় ব্যবহারের ফলে মাতৃদুগ্ধে এর উপস্থিতি সম্পকে পর্যাপ্ত কোন তথ্য পাওয়া যায়নি। তবে স্তন্যদানকালীন সময়ে এর ব্যবহার বন্ধ করা উচিত অথবা ব্যবহারকালীন সময়ে শিশুকে স্তন্যদান হতে বিরত রাখা উচিত।

বৈপরীত্য

বেটামিথাসন এবং স্যালিসাইলিক এসিড লােশন ভ্যাসিনিয়া, ভ্যারিসেলা, হারপিস সিমপ্লেক্স, ছত্রাকের সংক্রামন এবং ত্বকীয় টিউবারকুলােসিসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এ প্রস্তুতির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রােগীদের ক্ষেত্রে এর ব্যবহার প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

Overdose of topical corticosteroids can suppress pituitary-adrenal functions resulting in secondary adrenal insufficiency and produce manifestations of hypercorticism, including Cushing's disease. With topical preparations containing Salicylic Acid, overdose of it may result in symptoms of salicyclism.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ


*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share