আজোনেট

আজোনেট একটি বিস্তৃত বর্ণালীর ছত্রাকনাশক, যা ডার্মাটোফাইটসের বিভিন্ন প্রজপাতি, ঈষ্ট দ্বারা সৃষ্ট ত্বকীয় সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। আজোনেট ছত্রাকের কোষঝিল্লির এশটি প্রধান স্টেরল এরগোস্টেরলের উৎপাদন ব্যাহত করে। ফলে ছত্রাকের কোষঝিল্লির স্থায়ীত্ব নষ্ট হয় এবং ছত্রাকের মৃত্যু ঘটে। আজোনেট ভ্যালরেট এশটি কর্টিকোস্টেরয়েড, যার প্রদাহরোধী চুলকানীরোধী এবং রক্তনালীর সংকোচন ক্ষমতা রয়েছে। কিন্তু কট্রিকোস্টেরয়েডের প্রকৃত কার্যকারিতা এখনো অজানা।

ব্যবহার

এ্যাটোপিক একজিমা, নিউমুলার একজিমা, কন্টাক্ট ডার্মাটাইটিস, নিউরােডার্মাটাইটিস, এনােজেনিটাল ও সেনাইল রাইটাস, লাইকেন প্ল্যানাস এবং সােরিয়াসিস।

আজোনেট এর দাম কত? আজোনেট এর দাম

আজোনেট in Bangla
Azonate in bangla
বাণিজ্যিক নাম আজোনেট
জেনেরিক বেটামিথাসন
ধরণ ক্রিম
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Corticosteroid
উৎপাদনকারী Adips Laboratories Ltd
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

আজোনেট খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

আক্রান্ত স্থানে দিনে একবার অথবা দুইবার পাতলা প্রলেপ দিতে হবে। টিনিয়া ক্ররিস ও টিনিয়া করপোরিসের জন্য সকালে এবং বিকালে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে। টিনিয়া পেডিসে দিনে দুইবার হিসাবে চার সপ্তাহ ব্যবহার করতে হবে। টিনিয়া পেডিসে দিনে দুইবার হিসাবে চার সপ্তাহ ব্যবহার করতে হবে। বেটনোভেট অয়েন্টমেন্ট চার সপ্তাহের অধিক ব্যবহারের জন্য নির্দেশিত নয়।

Oral

-Allergic and inflammatory disorders, Congenital adrenal hyperplasia:

  • Adult: As betamethasone Na phosphate: 0.5-5 mg daily in divided doses, depending on the severity of the disease and clinical response. Recommended regimen: Short-term treatment: 2-3 mg daily for the first few days, then gradually decrease by 0.25 or 0.5 mg every 2-5 days, depending on response. Rheumatoid arthritis: 0.5-2 mg daily. Other conditions: 1.5-5 mg daily for 1-3 wk, then gradually reduce to Min effective dose.
  • Child: Dose is proportional to adult dose (e.g. 1 yr 25% of adult dose; 7 yr 50% of adult dose; 12 yr75% of adult dose). Treatment is limited to the Min dosage for the shortest possible time.

Eye/Ear/Nasal Drops: Adults and children-

  • Eye: 1 or 2 drops to each affected eye every 1 or 2 hours until control is achieved, then the frequency may be reduced.
  • Ear: 2 or 3 drops to each affected ear every 2 or 3 hours until control is achieved, then the frequency may be reduced.
  • Nose: 2 or 3 drops instilled into each nostril 2 or 3 times daily.

পার্শ্বপ্রতিক্রিয়া

মৃদু থেকে মাঝারি ধরনের জ্বলুনী, ত্বকের শুষ্কতা, চুলকানি, অস্বস্তি, ফলিকুলাইটিস ইত্যাদি। কদাচিৎ ত্বকে সুঁচ ফোটার মত অনুভূতি, গরমবােধ, ল্যামিনার স্কেলিং, পেরিলেসনাল স্কেলিং, ফলিকুলার র্যাশ, ত্বকের এ্যাট্রফি, ইরাইথেমা, আর্টিকারিয়া, ভেসিকুলেশন, টেলানজিয়েকটাসিয়া, একনিফর্ম প্যাপিউলস এবং হাইপ্যারেস্থেসিয়া পরিলক্ষিত হয়।

সতর্কতা

ত্বকে ব্যবহার্য কর্টিকোস্টেরয়েড সিস্টেমিক শোষণের ফলে এইচ.পিএ এ্যাক্সিসের সাপ্রেশন ঘটাতে পারে। যদি সাপ্রেশন দেখা যায়, তাহলে ঔষধ ব্যবহার বন্ধ করতে হবে বা প্রয়োগের মাত্রা কমিয়ে দিতে হবে। চিকিৎসাকালীন সময়ে ত্বকে ব্যবহার্য কর্টিকোস্টেরয়েডের সিস্টেমিক শোষণের ফলে কিছু কিছু রোগীর কুসিং সিনড্রম, হাইপার গ্লাইসেমিয়া এবং গ্লুকোসোরিয়া হতে পারে।

মিথস্ক্রিয়া

ক্লিনিকাল পরীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী অয়েন্টমেন্টটির পাশর্^-প্রতিক্রিয়া র মধ্যে রয়েছে ১.৯% রোগীরক্ষেত্রে প্যারেসথেসিয়া ১% এর কম রোগীর ক্ষেত্রে র্যাশ ইডিমা এবং সেকেন্ডারী ইনফরমেশন। অন্যান্য পাশর্^প্রতিক্রিয়ার মধ্যে ১.৬% রোগীর ক্ষেত্রে জ¦ালা পোড়া ও শুষ্ক ত্বক এবং ১% এর কম রোগীর ক্ষেত্রে স্টিনজিং দেখা দেয়।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ফয়েন্টমেন্টটির নিরাপত্তার পর্যাপ্ত তথ্য নেই। পশুদের ক্ষেত্রে ক্লোট্রিমাজল এর কোন টেরাটোজেনিক প্রতিক্রিয়া নেই। কিন্তু এর অধিক মাত্রায় সেবন ভ্রুণের জন্য ক্ষতিকর। গর্ভবর্তী পশুদের ক্ষেত্রে ত্বকীয় কর্টিকোস্টেরয়েডের ব্যবহার ভ্রুণের বিকাশে অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে। সুতরাং গর্ভবর্তী মায়েদের ক্ষেত্রে ক্ষতির তুলনায় উপকার বিবেচনা করে অয়েন্টমেন্টটি পরিমিত মাত্রায় ব্যবহার করা উচিত।

অয়েন্টমেন্টটি মাতৃদুগ্ধে নি:সৃত হয় কিনা তা জানা যায়নি। সুতরাং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অয়েন্টমেন্টটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।শিশুদের ক্ষেত্রে ব্যবহার১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে অয়েন্টমেন্টটির নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত নয়।

বৈপরীত্য

আজোনেট বা অন্যান্য কর্টিকোস্টেরয়েড অথবা এই প্রস্তুতির যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, ত্বকের ভাইরাল সংক্রমণ, টিউবারকুলােসিস, এনি রােজাসিয়া, ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ, পেরিওরাল ডার্মাটাইটিস এবং আলসারেটিভ কন্ডিশনস্।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

দীর্ঘমেয়াদী নিবিড় সাময়িক ব্যবহার পদ্ধতিগত প্রভাবের দিকে নিয়ে যেতে পারে

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

অল্প মাত্রার মাত্রাধিক্য সাধারণত হয়না এবং হলেও হুমকি হিসাবে দেখা দেয় না। নির্দেশিত সময়ের অধিক সময় ব্যাপি অয়েন্টমেন্টটির ব্যবহার নির্দেশিত নয়।

সংরক্ষণ

25 ডিগ্রি সেলসিয়াসের নিচে স্টোর করুন। টপিকাল: 2-30 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share