বিলেভ
লিভোসিন একটি কৃত্রিম উপায়ে তৈরী ব্রড স্টেকট্রাম তৃতীয় প্রজন্মের ফ্লোরোকুইনোলন। ইহা: topoisomerase IV এবং DNA gyrase কে inhibit করার মাধ্যমে DNA replication এবং transcription বাঁধা দেয়।
ব্যবহার
লিভোসিন নিম্নবর্ণিত সংক্রমনে নির্দেশিত:১. তীব্র ম্যাক্সিলারী সাইনাসের প্রদাহ।২. শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী প্রদাহের হঠাৎ প্রকোপ বৃদ্ধি।৩. কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া।৪. ত্বক এবং নরম কলার জটিল সংক্রমন।৫. ত্বক এবং নরম কলার জটিল নয় এমন সংক্রমন।৬. মুত্রনালীর জটিল সংক্রমন।৭. মুত্রনালীর জটিল নং এমন সংক্রমন।৮. তীব্র পাইলোনেপ্রাইটিস।
বিলেভ এর দাম কত? বিলেভ এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | বিলেভ |
জেনেরিক | লিভোফ্লক্সাসিন (Oral) |
ধরণ | ট্যাবলেট |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | 4-Quinolone preparations |
উৎপাদনকারী | Lancer Health Care Pvt Ltd |
উপলভ্য দেশ | India |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
বিলেভ খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
১. তীব্র ম্যাক্সিলারী সাইনাসের প্রদাহে প্রতিদিন ৫০০ মি.গ্রাম ১০-১৪ দিন।
২. শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী প্রদাহের হঠাৎ প্রকোপ বৃদ্ধিতে প্রতিদিন ২৫০-৫০০ মি.গ্রাম ৭-১০ দিন ।
৩. কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ায় প্রতিদিন ৫০০ মি.গ্রাম ১০-১৪ দিন ।
৪. ত্বক এবং নরম কলার জটিল সংক্রমনে প্রতিদিন ৭৫০ মি.গ্রাম ৭-১৪ দিন ।
৫. ত্বক এবং নরম কলার জটিল নয় এমন সংক্রমনে প্রতিদিন ৫০০ মি.গ্রাম ৭-১০ দিন ।
৬. মুত্রনালীর জটিল সংক্রমনে প্রতিদিন ২৫০ মিগ্রা. ৭-১০ দিন ।
৭. মুত্রনালীর জটিল নয় এমন সংক্রমনে প্রতিদিন ২৫০ মি.গ্রা. ৩ দিন ।৮. তীব্র পাইলোনেপ্রাইটিসে প্রতিদিন ২৫০ মিগ্রা. ১০ দিন ।
টাইফয়েড জ্বর: টাইফয়েড জ্বরে লিভোসিন ৫০০ মিগ্রা. দিনে ১ বার ১৪ দিন অত্যন্ত কার্যকরী।
পার্শ্বপ্রতিক্রিয়া
লিভোসিন সাধারণত সহনীয়। পার্শ প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি করা, ক্ষুধামন্দা, পেটের ব্যাথা, ডায়রিয়া, মাথা ব্যাথা, মাথা ঘোরা, দুর্বলতা। কদাচিৎ কাঁপুনি, দুশ্চিন্তা, হৃদপিন্ডের অস্বাভাবিক দ্রুত কার্য, নি¤œ রক্তচাপ, হাইপোগ্লাইসেমিয়া, ফুসফুস তন্ত্রের প্রদাহ, র্যাবডোমায়োলাইসিস ইত্যাদি।
সতর্কতা
উচ্চ ঘনত্ব বিশিষ্ট মুত্র সৃষ্টি হওয়া প্রতিরোধে লিভোসিন সেবনকারীদের পর্যাপ্ত পানি পান করতে হবে। বৃক্কের কার্যক্ষমতা কমে গেলে সেবনমাত্রা সংশোধন করতে হবে। লিভোসিন গ্রহনকারীদের মধ্যে ০.১% এরও কম রোগীদের ক্ষেত্রে প্রত্যক্ষ সূর্যালোকে মাঝারি থেকে তীব্র ফটোটক্সিসিটি লক্ষ্য করা গিয়েছে। অতিরিক্ত সূর্যালোক এড়িয়ে চলতে হবে। যদি কোনো রোগীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসুস্থতা জানা থাকে অথবা সম্ভাবনা থাকে যা কোন রোগের হঠাৎ আক্রমনের সম্ভাবনা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে সতর্কতার সাথে লিভোসিন ব্যবহার করতে হবে।
মিথস্ক্রিয়া
অ্যান্টাসিড, আয়রন এবং শোষণকারী: লেভোফ্লক্সাসিনের শোষণ হ্রাস করে
NSAIDs: সিএনএস উদ্দীপনার ঝুঁকি বাড়াতে পারে
< ওয়ারফারিন: রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
গর্ভাবস্থায় যদি ভ্রুণের প্রতি ঝুঁকির চাইতে উপকারীতা বেশি হয়, কেবলমাত্র তখনই লিভোসিন ব্যবহার করা যাবে।
দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার:দুগ্ধপোষ্য শিশুদের প্রতি লিভোসিন এর বিরুপ প্রতিক্রিয়া থাকায় দুগ্ধদানকারী মায়েদের প্রতি ঔষধের গুরুত্ব অনুযায়ী দুগ্ধদান বন্ধ অথবা ঔষধ সেবন বন্ধ করতে হবে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: লিভোসিন ৬ মাস থেকে তদুর্ধ্ব বয়সের বাচ্চাদের দেয়া যেতে পারে কিন্ত ১৪ দিনের বেশি নিরাপদে ব্যবহার সুপ্রতিষ্ঠিত নয়।
বৈপরীত্য
লিভোফ্লক্সাসিন, কুইনোলন অথবা এই ঔষধের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের চিকিৎসায় লিভোসিন নির্দেশিত নয়।
অতিরিক্ত সতর্কতা
শিশুদের মধ্যে ব্যবহার করুন: ক্লিনিকাল স্টাডি থেকে, এটা স্পষ্ট যে Levofloxacin 6 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে৷ কমিউনিটি অর্জিত নিউমোনিয়া (CAP) শিশুদের জন্য সাধারণ ডোজ হল-< /p>
- 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু: 10 mg/kg b.i.d. (প্রতিদিন 500 মিলিগ্রাম পর্যন্ত) 10 দিনের জন্য।
- 5 বছর থেকে 16 বছর বয়সী শিশু: 10 মিগ্রা/কেজি q.d. (প্রতিদিন 500 মিলিগ্রাম পর্যন্ত) 10 দিনের জন্য।
পুনরাবৃত্ত বা ক্রমাগত তীব্র ওটিটিস মিডিয়া (AOM) শিশুদের জন্য স্বাভাবিক ডোজ হল 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের: 10 প্রতিদিন mg/kg (সর্বোচ্চ ডোজ: 500 mg/day) দিনে দুবার 10 দিনের জন্য দেওয়া হয়।
তীব্র ওভারডোজ
লেভোফ্লক্সাসিন তীব্র বিষাক্ততার জন্য কম সম্ভাবনা প্রদর্শন করে। যাইহোক, একটি তীব্র ওভারডোজের ঘটনাতে, পেট খালি করা উচিত। রোগীদের পর্যবেক্ষণে রাখা উচিত এবং উপযুক্ত হাইড্রেশন বজায় রাখা উচিত।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
ম্যাগনেশিয়াম অথবা এ্যালুমিনিয়াম যুক্ত এন্টাসিড, সুক্রালফেট, ধাতব ক্যাটায়ন, দন্ডযুক্ত মাল্টি ভিটামিন অন্ত্রে লিভোসিন এর শোষনকে ব্যাহত করতে পারে যা সংবহনতন্ত্রে লিভোসিন এর প্রত্যাশিত মাত্রাকে কমিয়ে দিতে পারে। উপরোক্ত ঔষধগুলো লিভোসিন সেবনের কমপক্ষে ২ ঘন্টা আগে অথবা পরে সেবন করতে হবে।
সংরক্ষণ
শুষ্ক এবং স্বাভাবিক তাপমাত্রায় রাখুন এবং আলো থেকে দুরে থাকুন। শিশুদের নাগালের বাহিরে রাখুন।
https://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=CHEBI:63598
http://www.hmdb.ca/metabolites/HMDB0001929
http://www.genome.jp/dbget-bin/www_bget?drug:D08120
http://www.genome.jp/dbget-bin/www_bget?cpd:C07660
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=149096
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?sid=46505134
https://www.chemspider.com/Chemical-Structure.131410.html
http://www.bindingdb.org/bind/chemsearch/marvin/MolStructure.jsp?monomerid=50366826
https://mor.nlm.nih.gov/RxNav/search?searchBy=RXCUI&searchTerm=82122
https://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=63598
https://www.ebi.ac.uk/chembldb/index.php/compound/inspect/CHEMBL33
https://zinc.docking.org/substances/ZINC000000538273
http://bidd.nus.edu.sg/group/cjttd/ZFTTDDRUG.asp?ID=DAP000160
http://www.pharmgkb.org/drug/PA450214
https://www.ebi.ac.uk/pdbe-srv/pdbechem/chemicalCompound/show/LFX
http://www.rxlist.com/cgi/generic2/quixin.htm
https://www.drugs.com/cdi/levofloxacin-drops.html
http://www.pdrhealth.com/drug_info/rxdrugprofiles/drugs/flo1181.shtml
https://en.wikipedia.org/wiki/Levofloxacin