ব্যবহার
এই ক্রীম সাময়িকভাবে ব্যথা এবং চুলকানি দূর করা সহ পোকার কামড়, অল্প পোড়া, সূর্যের আলোতে পোড়া, অল্প কাটা, আঁচড়, র্যাশ যা আইভি, ওক, সুমাক এর বিষ ক্রিয়ায় হয়ে থাকে সেগুলোতেও নির্দেশিত।Bendil Cream 2%+0.1% এর দাম কত? Bendil Cream 2%+0.1% এর দাম 5 gm tube: ৳ 22.00
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Bendil Cream 2%+0.1% |
জেনেরিক | ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড + জিঙ্ক এসিটেট |
ধরণ | Cream |
পরিমাপ | 2%+0.1% |
দাম | 5 gm tube: ৳ 22.00 |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | Alco Pharma Ltd. |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Bendil Cream 2%+0.1% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
পূর্ণ বয়স্ক এবং দুই বছরের অধিক: আক্রান্তস্থানে দিনে ৩ থেকে ৪ বার ব্যবহার করুন। ক্রীম ব্যবহারের আগে ত্বক পরিস্কার, ঠাণ্ডা ও শুষ্ক করে নিতে হবে। ব্যবহারের পূর্বে গরম পানি দিয়ে গোসল করা যাবে না। মৃদুভাবে ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রীম অদৃশ্য হয়। সমগ্র ত্বকের উপরিভাগে যেমন হাত ও পায়ের আঙ্গুলের ভাজে, নখের নিচে এবং হাত ও পায়ের তালুতে ভালভাবে ব্যবহার করুন।দুই বছরের নিচের শিশুদের ক্ষেত্রে: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখমন্ডল, ঘাড়, কান, মাথায় ব্যবহার করুন। চোখ, মুখ এবং নিকটবর্তী এলাকায় ব্যবহার থেকে বিরত থাকুন। ব্যবহারের ৮ ঘন্টা পর ধুয়ে ফেলুন। কোথাও ৮ ঘন্টার আগে ধুয়ে বা মুছে গেলে পুনরায় ব্যবহার করুন।