বুটিব্যাক

সেফটিবিউটেন হচ্ছে বুটিব্যাক-এর সল্ট যা মুখে সেব্য এক ধরনের সেমি-সিনথেটিক সেফালোসপরিন। সেফটিবিউটেন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর এর অপরিহার্য টার্গেট প্রোটিন এর সাথে সংযুক্ত হয়ে ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে। এইভাবে সংযুক্ত হয়ে এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সংশ্লেষণ বন্ধ করে দেয়।

ব্যবহার

সেফটিবিউটেন নিম্নবর্ণিত রােগের ক্ষেত্রে নির্দেশিত তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস। তীব্র ব্যাকটেরিয়াজনিত মধ্যকর্ণের প্রদাহ • শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ (ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস) • নিউমােনিয়া।

বুটিব্যাক এর দাম কত? বুটিব্যাক এর দাম

বুটিব্যাক in Bangla
Butibac in bangla
বাণিজ্যিক নাম বুটিব্যাক
জেনেরিক সেফটিবিউটেন ডাইহাইড্রেট
ধরণ পাউডার ফর সাসপেনশন, ক্যাপসুল
পরিমাপ 90mg/5ml, 400mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Third generation Cephalosporins
উৎপাদনকারী Drug International Ltd
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

বুটিব্যাক খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • দৈনিক ৪০০ মি.গ্রা., ১০ দিন।
  • শিশুদের জন্য: ৬ মাস এবং উর্দ্ধে: ৯ মি.গ্রা./কেজি/দৈনিক মাত্রায়, ১০ দিন।

পার্শ্বপ্রতিক্রিয়া

সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলাে হলাে ডায়রিয়া, বমি, বমিভাব, পেটে ব্যথা এবং মাথা ব্যথা।

সতর্কতা

অন্য ব্রড-স্পেক্ট্রাম এন্টিবায়োটিক ব্যবহারের ফলে জীবানুর অতিবৃদ্ধি বা প্রতিরোধের কারণে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হতে পারে। রোগীর সতর্ক পর্যবেক্ষন অপরিহার্য। চিকিৎসাকালীন সময়ে সুপার ইনফেকশন হলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা উচিত। বৃক্কীয় সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য সেবনমাত্রা সমন্বয় করতে হবে। গ্যাস্ট্রোইনটেসটাইনাল রোগীদের বিশেষ করে যাদের কোলাইটিস আছে তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ওষুধটি সেবন করা উচিত।

মিথস্ক্রিয়া

থিওফাইলিন এবং এন্টাসিড এর সাথে ব্যবহারে ফার্মাকোকাইনেটিক্স এর কোন পরিবর্তন হয় না। রেনিটিডিন সেফটিবিউটেনের Cmax এবং AUC বৃদ্ধি করে।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায়: প্রেগন্যান্সি ক্যাটাগরি-বি।

সেফটিবিউটেন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা এখনাে অজানা। সেহেতু স্তন্যদানকারী মাকে ওষুধ দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে।

বৈপরীত্য

সেফটিবিউটেন অথবা কোনাে সেফালােস্পােরিন গ্রুপের এন্টিবায়ােটিকের প্রতি অতিসংবেদনশীল তাদের জন্য এই ওষুধ প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

Use in children: Safety and efficacy of Ceftibuten in infants <6 months have not been established.

Adult Patients with Renal Impairment: Ceftibuten pharmacokinetics are not affected sufficiently to require dosage modifications unless creatinine clearance values are <50 mL/min. If creatinine clearance is from 49 to 30 mL/min, the daily dose should be decreased to 200 mg. With creatinine clearance values of 29 to 5 mL/min, the recommended daily dose is 100 mg.

If alteration of dosing frequency is preferred, a 400-mg dose of Ceftibuten may be administered every 48 hrs (every 2 days) to a patient with a creatinine clearance of 30-49 mL/min, and every 96 hrs (every 4 days) if creatinine clearance is 5-29 mL/min.

In patients undergoing hemodialysis 2 or 3 times weekly, a single dose of Ceftibuten 400 mg may be administered at the end of each hemodialysis session.

তীব্র ওভারডোজ

Overdose symptoms may include seizure (convulsions).

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

থিওফাইলিন এবং এন্টাসিড: সেফটিবিউটেন এর ফার্মাকোকাইনেটিকস কোন পরিবর্তন হয় না। রেনিটিডিন: ফার্মাকোকাইনেটিকস এর পরিবর্তন পরিলক্ষিত হয়।

সংরক্ষণ

আলাে থেকে দূরে, শুষ্ক স্থানে এবং ২৫° সে. তাপমাত্রার নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share