ব্যবহার
ইম্যুনুকম্পিটেন্ট রোগীদের ট্রাইকোফাইটন রাবরাম-এর কারণে হাতের ও পায়ের আঙ্গুলে (লুনুলা ব্যতীত) হয়ে থাকা হালকা থেকে মাঝারি ধরণের ওনাইকোমাইকোসিসে সাইক্লোপাইরক্স নেইল ল্যাকার নির্দেশিত।Candirox Nail Lacquer 8% w/v এর দাম কত? Candirox Nail Lacquer 8% w/v এর দাম 3.3 ml bottle: ৳ 160.00
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Candirox Nail Lacquer 8% w/v |
জেনেরিক | সাইক্লোপাইরক্স ওলামিন (নেইল ল্যাকার) |
ধরণ | Nail Lacquer |
পরিমাপ | 8% w/v |
দাম | 3.3 ml bottle: ৳ 160.00 |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | Incepta Pharmaceuticals Ltd. |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | October 19, 2023 at 6:27 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Candirox Nail Lacquer 8% w/v খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
ধাপ ১: চিকিতসা শুরুর আগেই নেইল ক্লিপার অথবা নেইল ফাইলের মাধ্যমে যেকোন আলগা নখ অথবা নখবস্তু উঠিয়ে ফেলতে হবে। কারো যদি ডায়াবেটিস অথবা হাত-পায়ের আঙ্গুলে অসাড়তার সমস্যা থাকে, তবে নখ কাটা অথবা নখবস্তু উঠানোর আগে স্বাস্থ্যসেবাকর্মীর সাথে কথা বলতে হবে।ধাপ ২: সাইক্লোপাইরক্স নেইল ল্যাকার সকল সংক্রমিত নখের পুরো নখপ্লেটের উপর সরবরাহকৃত ব্রাশ অ্যাপ্লিকেটরের মাধ্যমে দিনে একবার (বিশেষভাবে ঘুমানোর সময় অথবা ধৌত করার আট ঘন্টা আগে) সমানভাবে লাগাতে হবে। সম্ভব হলে নখের নিচের অংশে তার নিচের ত্বকে লাগাতে হবে। মোজা পরার আগে কমপক্ষে ৩০ সেকেন্ড শুকাতে হবে।ধাপ ৩: প্রতিদিন পূর্বের প্রলেপের উপর সাইক্লোপাইরক্স নেইল ল্যাকার লাগাতে হবে। ধাপ ৪: সাইক্লোপাইরক্স নেইল ল্যাকার প্রতি সাত দিন পর পর অ্যালকোহল প্যাড (নেইল পলিশ রিমুভার) দিয়ে উঠাতে হবে। কাঁচি, নেইল ক্লিপার অথবা নেইল ফাইলের মাধ্যমে যতটুকু সম্ভব নষ্ট নখ উঠিয়ে ফেলতে হবে। এই চক্রটি (ধাপ ২ থেকে ধাপ ৪) চিকিৎসার পুরো সময় (৬ মাস থেকে ৪৮ সপ্তাহ) যাবৎ পুনরাবৃত্তি করতে হবে। শিশুদের ক্ষেত্রে ব্যবহার: সাইক্লোপাইরক্স নেইল ল্যাকার ১২ বছর বয়স অথবা এর অধিক বয়স্কদের ক্ষেত্রে নিরাপদ। শিশুদের ক্ষেত্রে কোন গবেষণা করা হয়নি।