Cereton Injection 10 mg/2 ml এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Cereton Injection 10 mg/2 ml

Vinpocetine increases cerebral metabolism; it increases glucose and O2 consumption; improves cerebral hypoxia tolerance; shifts glucose metabolism to the energetically more favourable aerobic pathway, but it increases the anaerobic pathway as well; it elevates the ATP concentration and the ATP/AMP ratio in the brain, and elevates the cerebral norepinephrine, dopamine and serotonin levels.

Vinpocetine considerably improves cerebral microcirculation by inhibiting platelet aggregation, reducing the pathologically increased blood viscosity, and increases erythrocyte deformability. It also promotes O2 transport into the tissues by reducing the O2 affinity of erythrocytes.

It selectively and intensely increases cerebral blood flow and the share of the brain in cardiac output, it reduces cerebral vascular resistance without affecting systemic circulation (blood pressure, heart rate, cardiac output, total peripheral resistance). It does not elicit steal phenomenon; on the contrary, it primarily improves the blood supply of the injured and ischaemic area while it remains unchanged in the intact areas (inverse steal effect). It further increases blood flow which is already increased as a result of hypoxia.

ব্যবহার

  • রক্তসংবহনজনিত দুর্ঘটনা: সেরেব্রাল থ্রম্বােসিসজনিত ইসকেমিক স্ট্রোক, সেরেব্রাল এমবােলিজম, রক্তসংবহনজনিত তীব্র সমস্যা, উচ্চরক্তচাপ জনিত সমস্যা, হৃৎপিন্ডের কঠিন সমস্যা, স্নায়ু দূর্বলতা, পূর্ণ স্ট্রোক, ডিমেনসিয়া, আর্টেরিওফ্লেরােসিস, উচ্চ রক্তচাপের এনসেফালােপ্যাথী, অ্যাপপলেকটিক অবস্থার পরে যখন রক্তক্ষরণ হয় ইত্যাদি।
  • বার্ধক্য : নানা মানসিক সমস্যা, রক্তসংবহনের সমস্যা, স্মৃতিশক্তি লােপ পাওয়া, চিন্তাশক্তি শ্লথ হওয়া, কোনাে কাজে মনােযােগহীনতা, ঝিমুনী, মুড সমস্যা, বাকহীনতা, অনিদ্রা ও রজঃনিবৃত্তির সময় ভেসােভেজিটেটিভ লক্ষণ দূরীকরণে।
  • চক্ষুরােগ : আর্টেরিওফ্লেরােসিসের কারণে চোখের করয়েড ও রেটিনার রক্তসংবহনজনিত সমস্যা। ভ্যাসােস্পাজম ম্যাকুলার উপশিরা চিন্তা ও ধমনীর রক্ততঞ্চন ও এমবােলিজম ও গ্লুকোমা অথবা এ জাতীয় সমস্যা।
  • কর্ণরােগ :সংবহনজনিত সৃষ্ট সমস্যায় কানে সমস্যা, যা কিনা প্রেসবাইয়াকুসিস থেকে হতে পারে। মেনিয়ারস্ ডিজিজ, ককলিয়ার সমস্যা, কানে শোশোঁ শব্দ করা ও মাথার ঝিমুনি।

Cereton Injection 10 mg/2 ml এর দাম কত? Cereton Injection 10 mg/2 ml এর দাম 2 ml ampoule: ৳ 40.12 (1 x 5: ৳ 200.60)

Cereton Injection 10 mg/2 ml in Bangla
Cereton Injection 10 mg/2 ml in bangla
বাণিজ্যিক নাম Cereton Injection 10 mg/2 ml
জেনেরিক ভিনপােসিটিন
ধরণ Injection
পরিমাপ 10 mg/2 ml
দাম 2 ml ampoule: ৳ 40.12 (1 x 5: ৳ 200.60)
চিকিৎসাগত শ্রেণি Cerebral vasodilator & Neurosensory oxygenator drugs
উৎপাদনকারী General Pharmaceuticals Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Cereton Injection 10 mg/2 ml খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ১-২ ট্যাবলেট দিনে তিনবার।
  • লক্ষণমাত্রায় ১টি করে ট্যাবলেট দিনে তিনবার ।

পার্শ্বপ্রতিক্রিয়া

ক্ষণস্থায়ী রক্তচাপ হ্রাস ও দ্রুত হৃদস্পন্দন হতে পারে।

সতর্কতা

স্নায়ুজনিত চোখের এবং কানের উপরােলেখিত সমস্যার তীব্র অবস্থায় পেরেন্টেরাল চিকিৎসার পরে মুখে খাবার ট্যাবলেট চলতে থাকবে।

মিথস্ক্রিয়া

Slight changes in prothrombin time have been noted in those adding Vinpocetine to Warfarin dosing. The changes appear minimal. There are no other interactions reported so far. Therefore, it can be applied in combinations.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় এ ওষুধ খাওয়া নিষেধ।

বৈপরীত্য

Vinpocetine is contraindicated in pregnancy and lactation. Hypersensitivity to its components is also contraindicated.

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

অন্য কোন ওষুধের সাথে এর কোন ইন্টার্যাকশন আছে বলে তথ্য নেই ।

সংরক্ষণ

Store in a cool and dry place, protected from light and moisture

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share