ব্যবহার

সাইক্লোপাইরক্স ওলামিন ক্রীম বাহ্যিক ভাবে উল্লেখিত ত্বকীয় প্রদাহে কার্যকরঃ ট্রাইকোফাইটন রাবরাম, ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস, এপিডারমোফাইটন ফ্লক্কোসাম, মাইক্রোস্পোরাম ক্যানিস দ্বারা সৃষ্ট টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া করপরিস এবং ম্যালাসেজিয়া ফারফার দ্বারা সৃষ্ট টিনিয়া ভারসিকলার। সিক্লোপিরক্স ওলামিন ক্রীম গ্রাম পজেটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। প্রদাহবিরোধী কার্যকারিতার জন্য সিক্লোপিরক্স ওলামিন একাই ছত্রাকজনিত মৃদু থেকে মাঝারী প্রদাহযুক্ত সংক্রমণের চিকিৎসার জন্য যথেষ্ট।

Cicloderm Cream 1% এর দাম কত? Cicloderm Cream 1% এর দাম 15 gm tube: ৳ 110.00

Cicloderm Cream 1% in Bangla
Cicloderm Cream 1% in bangla
বাণিজ্যিক নাম Cicloderm Cream 1%
জেনেরিক সাইক্লোপাইরক্স ওলামিন (ক্রিম)
ধরণ Cream
পরিমাপ 1%
দাম 15 gm tube: ৳ 110.00
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Popular Pharmaceuticals Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা October 19, 2023 at 6:27 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Cicloderm Cream 1% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

আক্রান্ত স্থান ও তার চার পাশে দৈনিক ২ বার করে ১৪ দিন আলতো ভাবে ঘষে লাগাতে হবে। চিকিৎসা শুরুর ১ সপ্তাহের মধ্যে ত্বকের চুলকানি ও অন্যান্য উপসর্গের উন্নতি দেখা যায়। যদি চিকিৎসা শুরুর চার সপ্তাহের মধ্যে রোগীর অবস্থার কোন উন্নতি লক্ষ্য করা না যায় তাহলে, রোগ নির্ণয় পুনর্বিবেচনা করতে হবে। টিনিয়া ভারসিকলারের ক্ষেত্রে সাধারণত চিকিৎসা শুরুর ২ সপ্তাহের মধ্যে অবস্থার উন্নতি লক্ষ্য করা যায়।বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার: ১০ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এর নিরাপত্তা ও কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি।

পার্শ্বপ্রতিক্রিয়া

বিভিন্ন গবেষণায় দেখা গেছে সিক্লোপিরক্স ওলামিনের তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খুব কম ক্ষেত্রে অল্প চুলকানি হতে পারে।

সতর্কতা

সাইক্লোপাইরক্স ওলামিন ক্রীম চোখে ব্যবহারযোগ্য নয় ।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগন্যান্সি ক্যাটাগরি-বি। এই ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা এখনও জানা যায়নি। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাই সিক্লোপিরক্স ওলামিন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

বৈপরীত্য

এই ক্রীমে ব্যবহৃত যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলো থেকে দূরে, ২৫°সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share