ব্যবহার
শুষ্ক কাশি নিয়ন্ত্রণের জন্য Citric Acid Monohydrate নির্দেশিত।
Citric Acid Monohydrate এর দাম কত? Citric Acid Monohydrate এর দাম
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Citric Acid Monohydrate খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
বয়স ১-৫ বছরঃ ৫ মি.লি. দিনে ৪ বার পর্যন্তবয়স ৬-১২ বছরঃ ১০ মি.লি. দিনে ৪ বার পর্যন্তবয়স >১২ বছর এবং পূর্ণবয়স্কঃ ২০ মি.লি. দিনে ৩-৪ বার
পার্শ্বপ্রতিক্রিয়া
উল্লেখিত মিত্রায় ওষুধটি সেবন করলে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। যদি উল্লেখিত মাত্রা থেকে বেশি ওষুধ সেবন করা হয় তাহলে এখানে যে গ্লিসারল থাকে তা মাথা ব্যথা, বদহজম এবং ডায়রিয়ার কারণ হতে পারে।
সতর্কতা
রোগীর জন্মগত ফ্রুক্টোজ ইনটলারেন্স, গ্লুকোজ-গ্যালাক্টোজ অপুষ্টিজনিত এবং সুক্রেজ-আইসোম্যাল্টেজ এর অভাবজনিত সমস্যা থাকলে ওষুধটি গ্রহণ করা উচিত হবে না।
মিথস্ক্রিয়া
কোন ড্রাগ ইন্টার্যাকশান দেখা যায়নি।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
গর্ভাবস্থায় Citric Acid Monohydrate ব্যবহারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। Citric Acid Monohydrate এবং এর মেটাবোলাইট মাতৃদুগ্ধের সাথে নিঃসরিত হয় কিনা তা জানা যায়নি।
বৈপরীত্য
ওষুধটির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল হলে সেক্ষেত্রে প্রতিনির্দেশিত হবে।
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।