Clindest এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Clindest

Clindest নিম্নলিখিত অনুজীবের বিরুদ্ধে কার্যকর। গ্রাম-পজিটিভ এরােবিক ব্যাকটেরিয়া - স্ট্যাফাইলােকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমােনি, স্ট্রেপ্টোকক্কাস পায়ােজেনেস, স্ট্যাফাইলােকক্কাস এপিডামিডি, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগাল্যাকটি, স্ট্রোককাস আনাজিনােসাস, স্ট্রেপ্টোকাল বালিস, স্ট্রেপ্টোককাস মাইটিস।

গ্রাম-পজিটিভ এবং গ্রাম-নেগেটিভ এনাকােধিক ব্যাকটেরিয়া - প্রিভােটেলা মেলানিনােজেনিকা, ফুসােব্যাকটেরিয়াম নেক্রোফোরাম, ফুৰ্যোকটেরিয়াম নিউক্লিয়েটাম, পেপটাস্ট্রেপ্টোকক্কাস অ্যানারােৰিয়াস, ঐজিয়াম পারফ্রিনজেন, প্রিভােটেল ইন্টারমিডিয়া, প্রিভোলাে বিভিয়া, প্রােপাইওনিব্যাকটেরিয়াম একনি, মাইক্রোমােনাস পেপটোস্ট্রেস্টোকক্কাস) মাইক্রোস, ফিনেলজিয়া (পেপটাস্ট্রেপ্টোকক্কাস) ম্যাগনা, অ্যাকটিনােমাইসিস ইসরোল, ট্রডিয়াম ক্লসটিজিওফরম, ইটব্যাকটেরিয়াম লেনট।

শ্বসনতন্ত্রের সংক্রমণসমূহ যেমন-

  • ব্রঙ্কাইটিস, এম্ফাইসিমা, নিউমোনিয়া এবং ফুসফুস এ এবসেস
  • তলপেট এর সংক্রমণ যেমন- পেরিটোনাইটিস,ইন্ট্রা-এবডোমিনাল এবসেস।
  • ব্রণসহ ত্বক ও নরম কলার সংক্রমণ।
  • মহিলাদের যোনীতন্ত্রের সংক্রমণ যেমন পেলভিক সংক্রমণ, এন্ডোমেট্রাইটিস, ননগনোকক্কাল টিউবোওভারিয়ান এবসেস পেল্ভিক সেলুলাইটিস এবং সার্জারি পরবর্তি ভ্যাজাইনাল কাফ এর সংক্রমন।
  • অস্টিওমাইলাইটিস, সেপটিক অর্থাইটিস।
  • অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ যেমন- অস্টিওমাইলাইটিস,সেপটিক আর্থ্রাইটিস।
  • দাঁতের সংক্রমণ যেমন- পেরিওডেন্টাল এ্যাবসেস, পেরিওডোন্টাইটিস।

ব্যবহার

Clindestের প্রতি সংবেদনশীল অ্যান-অ্যারােবিক ব্যাকটেরিয়া অথবা গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়া যেমন- স্ট্রেপ্টোকক্কি, স্টেফাইলােকক্কি এবং নিউমােকক্কি দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় Clindest ব্যবহৃত হয়। যেমন- উর্ধ্ব শ্বসনতন্ত্রের সংক্রমণ, নিম্ন শ্বসনতন্ত্রের সংক্রমণ, ত্বক ও কোমল কলার সংক্রমণ, অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণ, পেলভিক সংক্রমণ, উদরের অভ্যন্তরীন সংক্রমণ, সেপ্টিসেমিয়া, এন্ডােকার্ডাইটিস, দাঁতের সংক্রমণ এবং মাল্টি ড্রাগ রােসিসট্যান্ট প্লাজমােডিয়াম ফ্যালসিপােরাম সংক্রমণে কুইনাইন ও এমােডিকুইনের সাথে বিকল্প সহযােগী চিকিৎসা হিসাবে।

Clindest এর দাম কত? Clindest এর দাম

Clindest in Bangla
Clindest in bangla
বাণিজ্যিক নাম Clindest
জেনেরিক ক্লিন্ডামাইসিন
ধরণ Capsule
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Miscellaneous Antibiotics
উৎপাদনকারী Ester Formulations
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Clindest খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • প্রাপ্ত বয়স্ক তীব্র সংক্রমণ: ১৫০ মি.গ্রা. থেকে ৩০০ মি.গ্রা. প্রতি ৬ ঘন্টা পরপর।
  • অতি তীব্র সংক্রমণ: ৩০০ মি.গ্রা. থেকে ৪৫০ মি.গ্রা. প্রতি ৬ ঘন্টা পরপর।
  • শিশুদের জন্য তীব্র সংক্রমণ: ৮ থেকে ১৬ মি.গ্রা./কেজি/দিন ৩-৪টি সমবিভক্ত মাত্রায়।
  • অতি তীব্র সংক্রমণ: ১৬ থেকে ২০ মি.গ্রা./কেজি/দিন ৩-৪টি সমবিভক্ত মাত্রায়।

Clindest লোশন 1%:চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখ বা আক্রান্ত স্থান হালকা গরম পানি বা সাবান দিয়ে পরিষ্কার করুন। ত্বক শুকিয়ে যাওয়ার পর, আক্রান্ত স্থানে লোশনের পাতলা ফিল্ম লাগান প্রতিদিন দুবার, সকালে এবং সন্ধ্যায়।

লোশন ব্যবহার করার পর তিন ঘণ্টার মধ্যে ধুয়ে ফেলবেন না। চিকিত্সার সময়কাল সাধারণত 6 সপ্তাহ বা চিকিত্সকের পরামর্শ অনুসারে।

তবে, সর্বাধিক উপকারের জন্য 8 থেকে 12 সপ্তাহের চিকিত্সার প্রয়োজন হতে পারে।

Clindest 2% ভ্যাজাইনাল প্রস্তুতি:একটি আবেদনকারী পূর্ণ (প্রায় 5 গ্রাম) একটি টানা 7 দিন ধরে ঘুমানোর সময় অন্তঃসত্ত্বাভাবে। যে রোগীদের জন্য একটি সংক্ষিপ্ত চিকিত্সা কোর্স বাঞ্ছনীয়, একটি 3 দিনের পদ্ধতি কার্যকর বলে দেখানো হয়েছে৷

পার্শ্বপ্রতিক্রিয়া

Clindest ব্যবহারের ফলে যে ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় সেগুলাে হচ্ছে- পেট ব্যথা, অন্ননালীর প্রদাহ, অন্ননালীর আলসার, বমিভাব, ডায়রিয়া, রাইটিস, স্কিন র্যাশ ও আর্টিকারিয়া।

সতর্কতা

যেসব রােগীদের পরিপাকতন্ত্রের রােগ বিশেষতঃ কোলাইটিস এর ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে Clindest ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।

মিথস্ক্রিয়া

Clindamycin enhance the action of other neuromuscular blocking agents. Therefore, it should be used with caution in patients receiving such agents. Antagonism has been demonstrated between clindamycin and erythromycin in vitro. Because of possible clinical significance, these two drugs should not be administered concurrently.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায়: প্রেগনেন্সি ক্যাটাগরি-বি: Clindest মানবদেহের প্লাসেন্টা অতিক্রম করে। বারবার ব্যবহারের পরে এমনিওটিক ফ্লুইডে এ ওষুধের মাত্রা মায়ের মাত্রার ৩০%। সুনির্দিষ্ট প্রয়ােজনীয়তা থাকলেই কেবল মাত্র Clindest গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত।

স্তন্যদানকালে: মাতৃদুগ্ধে Clindest উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছে। সুতরাং স্তন্যদানকালে এ ওষুধটির সুনির্দিষ্ট প্রয়ােজনীয়তা না থাকলে নির্দেশিত নয়।

নবজাতক ও শিশুদের ক্ষেত্রে: নবজাতক ও শিশুদের ক্ষেত্রে Clindest ব্যবহারকালে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা যাচাই করা উচিত।

বৈপরীত্য

Clindest অথবা লিঙ্কোমাইসিন অথবা এ ওষুধের যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

মুখে সেব্য Clindest এর ক্ষেত্রে মাত্রাধিক্যের ঘটনা বিরল। মাত্রাধিক্যের ফলে যেসব প্রতিক্রিয়া দেখা যায় তা স্বাভাবিক মাত্রার পার্শ্ব প্রতিক্রিয়ার অনুরূপ। এছাড়াও অপ্রত্যাশিত কিছু প্রতিক্রিয়াও দেখা যেতে পারে। রক্ত হতে Clindest দূরীকরণে হিমােডায়ালাইসিস ও পেরিটোনিয়াল ডায়ালাইসিস অকার্যকর।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

Clindest নিউরােমাসকুলার ব্লকিং ওষুধের কার্যকারিতা বৃদ্ধি করে। সেজন্য এ ধরণের ওষুধের সাথে ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ল্যাবরেটরী পরীক্ষায় দেখা গেছে যে, Clindest ও এরিথ্রোমাইসিন পরস্পরের কার্যকারিতা প্রতিহত করে। ক্লিনিক্যাল গুরুত্ব বিবেচনা করে এ দুটি ওষুধ এক সাথে ব্যবহার করা উচিত নয়।

সংরক্ষণ

২০-৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। হিমায়ন বা হিমায়িত করবেন না।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share