Crustol
কোট্রিমাজল একটি বিস্তৃত বর্ণালীর ছত্রাকনাশক, যা ডার্মাটোফাইটসের বিভিন্ন প্রজাতি, ঈস্ট এবং ম্যালেসেজিয়া ফুরফুর দ্বারা সৃষ্ট ত্বকীয় সংক্রমণে ব্যবহৃত হয়। কোট্রিমাজল ছত্রাকের কোষপ্রাচীরের একটি প্রধান স্টেরল এরগােস্টেরলের উৎপাদন ব্যহত করে। ফলে ছত্রাকের কোষপ্রাচীরের স্থায়ীত্ব নষ্ট হয় এবং ছত্রাকের মৃত্যু ঘটে। বিটামিথাসন ডাইপ্রপিওনেট একটি কর্টিকোস্টেরয়েড, যার প্রদাহরােধী, চুলকানীরােধী এবং রক্তনালীর সংকোচনের ক্ষমতা রয়েছে। কিন্তু কর্টিকোস্টেরয়েডের প্রকৃত কার্যকারিতা এখনাে অজানা।
ব্যবহার
টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া করপােরিস জাতীয় প্রদাহ সংক্রমণে নির্দেশিত।
Crustol এর দাম কত? Crustol এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Crustol |
জেনেরিক | বেটামিথাসন + ক্লোট্রিমাজল |
ধরণ | Cream |
পরিমাপ | 0.05% W/05% W/w 1.0% 0% W/w W |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Betamethasone & Combined preparations |
উৎপাদনকারী | Kremoint Pharm Pvt Ltd |
উপলভ্য দেশ | India, Nigeria |
সর্বশেষ সম্পাদনা | September 19, 2023 at 7:00 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Crustol খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
- টিনিয়া ক্রুরিস ও টিনিয়া করপােরিসের জন্য সকালে এবং বিকালে দুই সপ্তাহের জন্য ব্যবহার করতে হবে।
- টিনিয়া পেডিসে দিনে দুইবার হিসাবে চার সপ্তাহ ব্যবহার করতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
প্যারেসথেসিয়া, র্যাশ, ইডিমা এবং সেকেন্ডারী ইনফেকশন।
সতর্কতা
মিথস্ক্রিয়া
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার কোন তথ্য পাওয়া যায়নি।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
গর্ভাবস্থায় নিরাপত্তার পর্যাপ্ত তথ্য নেই। পশুদের ক্ষেত্রে ক্লোট্রিমাজল এর কোন টেরাটোজেনিক প্রতিক্রিয়া নেই। কিন্তু এর অধিক মাত্রায় সেবন ভ্রুণের জন্য ক্ষতিকর। গর্ভবর্তী পশুদের ক্ষেত্রে ত্বকীয় কর্টিকোস্টেরয়েডের ব্যবহার ভ্রুণের বিকাশে অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে। সুতরাং গর্ভবর্তী মায়েদের ক্ষেত্রে ক্ষতির তুলনায় উপকার বিবেচনা করে Crustolপরিমিত মাত্রায় ব্যবহার করা উচিত।
Crustolমাতৃদুগ্ধে নি:সৃত হয় কিনা তা জানা যায়নি। সুতরাং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অয়েন্টমেন্টটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
বৈপরীত্য
ক্লোট্রিমাজল, বেটামিথাসন, অন্যান্য কর্টিকোস্টেরয়েড বা ইমিডাজল অথবা এই ঔষধের অন্যান্য উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। যদি অয়েন্টমেন্ট ব্যবহারে স্পর্শকাতরতা বা অতি সংবেদনশীলতা দেখা দেয়, তবে ব্যবহার বন্ধ করতে হবে এবং উপযুক্ত চিকিৎসা দিতে হবে। অয়েন্টমেন্টটি মুখের রোজাসিয়া, এক্নি ভালগারিস, পেরিওরাল, ডার্মাটাইটিস, পেরিএ্যানাল এবং জেনিটাল প্রুরাইটিস, ন্যাপকিন ইরাপসন এবং ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনেও প্রতিনির্দেশিত।
- এই ওষুধের প্রতি সংবেদনশীলদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
- মুখের রােজাসিয়া, এনি ভালগারিস, পেরিওরাল ডার্মাটাইটিস, পেরিএ্যানাল এবং জেনিটাল রাইটিস, ন্যাপকিন ইরাপসন এবং ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনে ব্যবহার করা যাবে না।
- ত্বকে ব্যবহার্য কর্টিকোস্টেরয়েড সিস্টেমিক শােষণের ফলে এইচপিএ এক্সিস সাপ্রেশন ঘটাতে পারে।
- শিশুদের ক্ষেত্রে একই মাত্রায় ব্যবহার অধিক সিস্টেমিক বিষক্রিয়ার সৃষ্টি করে।
অতিরিক্ত সতর্কতা
শিশুদের ক্ষেত্রে ব্যবহার : ১২ বছরের নীচের শিশুদের ক্ষেত্রে ক্রীমটির নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত নয়।
তীব্র ওভারডোজ
অল্প মাত্রার মাত্রাধিক্য সাধারণত হয়না এবং হলেও হুমকি হিসাবে দেখা দেয় না। নির্দেশিত সময়ের অধিক সময় ব্যাপি অয়েন্টমেন্টটির ব্যবহার নির্দেশিত নয়।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
কোন তথ্য পাওয়া যায়নি।
সংরক্ষণ
ফ্রিজে রাখবেন না। ৩০ ডিগ্রী সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন।