Curifex D
Fexofenadine Hydrochloride is an antihistamine with selective peripheral H1 receptor antagonist activity. It does not cross the blood brain barrier.
Pseudoephedrine is an orally active sympathomimetic amine and exerts a decongestant action on the nasal mucosa. This is recognized as an effective agent for the relief of nasal congestion due to allergic rhinitis.
Pseudoephedrine is both an α-and β-adrenergic receptor agonist. It causes vasoconstriction via direct stimulation of α-adrenergic receptors of the respiratory mucosa. It also directly stimulates β-adrenergic receptors causing bronchial relaxation, increased heart rate and contractility.
ব্যবহার
ফেক্সো প্লাস ট্যাবলেট নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত: সিজনাল ও পেরিনিয়াল এলার্জিক সমস্যায় সৃষ্ট উপসর্গ সমূহ হতে মুক্তি পেতে প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উপরের শিশুদের ক্ষেত্রে নির্দেশিত। উপসর্গ সমূহের মধ্যে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাকে/ মুখের তালুতে/গলায়/চোখে চুলকানিভাব, নাক বন্ধ থাকা ইত্যাদি উল্লেখযােগ্য। যখনই এন্টি হিস্টামিনিক এবং নাক বন্ধরােধী কার্যকারিতা এক সাথে প্রয়ােজন, তখনই ওষুধটি গ্রহণ করা যেতে পারে।
Curifex D এর দাম কত? Curifex D এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Curifex D |
জেনেরিক | ফেক্সোফেনাডিন + সুডােএফিড্রিন |
ধরণ | Tablet |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Anti-histamine & decongestant |
উৎপাদনকারী | Morepen Laboratories |
উপলভ্য দেশ | India |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Curifex D খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
- প্রতিদিন ২টি করে ট্যাবলেট খালি পেটে পানির সাথে খেতে হবে।
- খাবারের সাথে ওষুধটি গ্রহণ করা যাবে।
- যে সকল রােগীর বৃক্কীয় সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে দৈনিক ১টি ট্যাবলেট গ্রহণ করতে হবে।
- ট্যাবলেটটি চুষা কিংবা ভাঙ্গা যাবে না, পুরােটাই একসাথে খেতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে নিদ্রাহীনতা, মাথা ব্যথা, উদ্বিগ্নতা, মুখের শুষ্কতা, বমি বমি ভাব ইত্যাদি উল্লেখযােগ্য। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এবং সুডােএফিড্রিন হাইড্রোক্লোরাইড একে অন্যের সাথে কোন বিক্রিয়া করে না। অধিকন্তু,ফেক্সোফেনাডিন এর সাথে কিটোকোনাজল বা ইরাইথ্রোমাইসিন গ্রহণ করলে প্লাজমাতে ফেক্সোফেনাডিন এর মাত্রা বেড়ে যেতে পারে।
সতর্কতা
Hyperthyroidism; ischaemic heart disease, arrhythmia or tachycardia; occlusive vascular disorders e.g. arteriosclerosis, hypertension or aneurysms; DM and closed-angle glaucoma; renal impairment, prostatic enlargement. Pregnancy; lactation.
মিথস্ক্রিয়া
Fexofenadine Hydrochloride and Pseudoephedrine Hydrochloride do not influence the pharmacokinetics of each other when administered concomitantly. However, co-administration of Fexofenadine Hydrochloride with either ketoconazole or Erythromycin lead to increased plasma concentrations of Fexofenadine.
গর্ভাবস্থাকালীন ব্যবহার
প্রেগনেন্সি ক্যাটাগরি-সি। গর্ভাবস্থায় কেবল বিশেষ বিবেচনায় গ্রহণযােগ্য। স্তন্যদানকালে ব্যবহার: সাবধানতা অবলম্বন করা উচিত।
বৈপরীত্য
ওষুধটির কোন উপাদানের প্রতি অতি মাত্রায় সংবেদনশীল হলে ইহা নির্দেশিত নয়।
অতিরিক্ত সতর্কতা
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয়।
তীব্র ওভারডোজ
For Fexofenadine: There is limited information, however, dizziness, drowsiness, and dry mouth etc. have been reported.
For Pseudoephedrine: headache, nausea, vomiting, sweating, thirst, tachycardia, pericardial pain, palpitations, difficulty in micturition, muscular weakness and tenseness, anxiety, restlessness, and insomnia etc have been reported.
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
Store at a cool and dry place, protected from light & moisture. Keep out of reach of children.