ব্যবহার
Diclofenac Sodium + Methyl Salicylate + Linseed Oil + Menthol এর কাজ বিভিন্ন প্রকার মাস্কুলোস্কেলেটাল কন্ডিশান যেমনঃ স্প্রেইন, স্ট্রেইন, টেন্ডিনাইটিস, বার্সাইটিস, হাত-ঘাড় ও কাঁধের ব্যথা, মাংশপেশীর ব্যথা, জয়েন্ট ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি এর দরুন সৃষ্ট ব্যথা, ফোলাভাব এবং প্রদাহ দ্রুত কমানোর জন্যে নির্দেশিত।Diclofenac Sodium + Methyl Salicylate + Linseed Oil + Menthol এর দাম কত? Diclofenac Sodium + Methyl Salicylate + Linseed Oil + Menthol এর দাম

সুচিপত্র
বাণিজ্যিক নাম | Diclofenac Sodium + Methyl Salicylate + Linseed Oil + Menthol |
জেনেরিক | ডাইক্লোফেনাক সোডিয়াম + মিথাইল স্যালিসাইলেট + লিনসীড ওয়েল + মেনথল |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Diclofenac Sodium + Methyl Salicylate + Linseed Oil + Menthol খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
খুব পাতলা আবরণ করে আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চার বার আবরণ দূরীভূত হওয়ার আগ পর্যন্ত আলতো করে ঘষে ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে ডাইক্লোফেনাক জেল এর ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।