Diltoris Orange Flav এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Diltoris Orange Flav

Diltoris Orange Flav has a mucolytic activity through its free sulfhydryl group. It acts directly on the mucoproteins to open the disulfide bonds and thus lowers the viscosity of the mucous and facilitates its removal by the muco-cillary action and expectoration. Diltoris Orange Flav improves the phagocytic capacity of the alveolar macrophages, thus protecting lungs from a variety of insults. Diltoris Orange Flav is a precursor to glutathione, the most important intra & extra-cellular antioxidant (the safest & most convenient)

ব্যবহার

এ্যাসিটাইলসিস্টিন সহকারি চিকিৎসা হিসেবে অস্বাভাবিক, আঠালাে ও জমাট বাঁধা মিউকাস নিঃসরণ যাতীব্র ও দীর্ঘমেয়াদী ব্রঙ্কপালমােনারি ব্যাধি (নিউমােনিয়া, ব্রঙ্কাইটিস, ইফাইসিমা, ট্রাকিয়ব্রঙ্কাইটিস, হাঁপানি সংক্রান্ত ব্রঙ্কাইটিস, যক্ষ্মা ও এমাইলইডসিস) শ্লেষ্ম সংক্রান্ত এটেলেকটাসিস পালমােনারি জটিলতা সংক্রান্ত সিস্টিক ফাইব্রোসিস। পালমােনারি জটিলতা সংক্রান্ত বক্ষ ও কার্ডিওভাসকুলার সার্জারি এবং আঘাতমূলক বক্ষব্যাধিতে ব্যবহৃত হয়। সকল শ্বাসতন্ত্রের অসুখ যেখানে শ্লেষ্ম নির্গমন করা কঠিন উদাহরণ স্বরূপ ব্রংকাইটিস, স্বরনালীর প্রদাহ, সাইনাসের প্রদাহ, ট্রাকিয়াটিস, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসনালীর হাঁপানিতে ইহা কার্যকর। এছাড়া এ্যাসিটাইলসিস্টিন প্যারাসিটামল এর অতিমাত্রার চিকিৎসাতে ব্যবহৃত হয়। প্যারাসিটামল খাওয়ার ৮ ঘন্টার মধ্যে দেওয়া হলে বিকল্প চিকিৎসা অনুকুল হয়।

Diltoris Orange Flav এর দাম কত? Diltoris Orange Flav এর দাম

Diltoris Orange Flav in Bangla
Diltoris Orange Flav in bangla
বাণিজ্যিক নাম Diltoris Orange Flav
জেনেরিক Acetylcysteine
ধরণ Tablet
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Antidote preparations, Cough expectorants & mucolytics
উৎপাদনকারী Wockhardt Limited
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Diltoris Orange Flav খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • প্রাপ্তবয়স্ক ও ৬ বছরের ঊর্ধ্বে শিশু: ১টি ট্যাবলেট দিনে ১ বার (বিশেষ করে সন্ধ্যায়)।
  • স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য ৫-১০ দিন ব্যবহার করতে হবে।
  • প্যারসিটামলের অতিমাত্রায় প্রাথমিকভাবে ১৪০ মি.গ্রা./কেজি, তারপর ৭০ মি.গ্রা./কেজি প্রতি ৪ ঘন্টা পর ১৭টি ডােজ পর্যন্ত।
  • ১টি ট্যাবলেট এক গ্লাস পানিতে (২০০ মি.লি.) গুলিয়ে পান করুন।

পার্শ্বপ্রতিক্রিয়া

বুকজ্বালা, বমি, বমি ভাব ও ডায়রিয়া হতে পারে। শ্বাসনালীর খিচুনি, শ্বাসকষ্ট ও পেটের পীড়া হতে পারে। এছাড়া খুব কদাচিৎ চর্ম প্রতিক্রিয়া ও ইমিউন প্রতিক্রিয়া হতে পারে।

সতর্কতা

Diltoris Orange Flav should be given in caution in asthma patients.

মিথস্ক্রিয়া

After taking Diltoris Orange Flav orally it increases the bioavailability of Amoxicillin, but shows no effect on Doxycycline and reduces the absorption of Cefalexin. Diltoris Orange Flav seems to increase the effects of Nitroglycerin.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এ্যাসিটাইলসিস্টিন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে।

বৈপরীত্য

কার্যকরী উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে। ফিনাইলকিটোনিউরিয়া ও পেপটিক আলসার রােগীদের ভেতর প্রতিনির্দেশনা পরিলক্ষিত হয়।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

দূর্ঘটনামূলক অতিমাত্রায় বমি, বমি ভাব ও ডায়রিয়া হতে পারে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

এ্যাসিটাইলসিস্টিন খাওয়ার পর ইহা এমক্সিসিলিনের রক্তে প্রাপ্যতা বাড়ায় কিন্তু ডক্সিসাইক্লিন এর উপর কোন প্রভাব ফেলেনা এবং সেফালেক্সিন এর পরিশােষণ কমায়। এ্যাসিটাইলসিস্টিন নাইট্রোগ্লিসারিনের কার্যকারিতা বাড়ায় বলে মনে করা হয়।

সংরক্ষণ

আলাে ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ সে. তাপমাত্রার নীচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share