Fekom এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Fekom

Fekom সুনির্দিষ্টভাবে পেরিফেরাল H1 রিসেপ্টর-এর কার্যকারিতা রোধ কারী একটি এন্টিহিস্টামিন। মুখে সেবনের পর এটি দ্রুত পরিশোষিত হয় এবং ২-৩ ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌঁছায়। দৃশ্যত, এটি ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে না।

ব্যবহার

সিজনাল এলার্জিক রাইনাইটিস ক্রণিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া।

সিজনাল এলার্জিক রাইনাইটিস: ফেক্সোফেনাডিন প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা এর বেশি বয়সের শিশুদের সিজনাল এলার্জিক রাইনাইটিস জনিত সকল উপসর্গসমূহকে দুর করে। হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাকের ও গলার চুলকানি, ত্বকের চুলকানি এবং চোখ লাল হওয়া উপশমে নির্দেশিত।

ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া:ফেক্সোফেনাডিন ৬ মাস বয়স থেকে শুরু করে বয়স্ক, সব বয়সের রোগীর ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দুর করতে নির্দেশিত।

Fekom এর দাম কত? Fekom এর দাম

Fekom in Bangla
Fekom in bangla
বাণিজ্যিক নাম Fekom
জেনেরিক ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড
ধরণ Tablet
পরিমাপ 60mg, 120mg, 180mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Non-sedating antihistamines
উৎপাদনকারী Karachi Chemical Industries
উপলভ্য দেশ Pakistan
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Fekom খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ট্যাবলেট: প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য দৈনিক দুইটি করে ৬০ মি.গ্রা. ট্যাবলেট অথবা দৈনিক একটি করে ফেক্সো ১৮০ মি.গ্রা. ট্যাবলেট।
  • ৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য দৈনিক দুইবার করে ৩০ মি.গ্রা. ফেক্সোফেনাডিন অথবা দৈনিক একটি ৬০ মি.গ্রা. ট্যাবলেট।
  • ওরাল সাসপেনশন: ২-১১ বছর বয়সের শিশুদের জন্য দৈনিক ২ বার করে ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) সাসপেনশন সেব্য।
  • ২-১১ বছর বয়সের শিশুদের জন্য দৈনিক ২ বার করে ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) সাসপেনশন সেব্য।
  • ৬ মাস থেকে ২ বছরের কম বয়সের শিশুদের জন্য দৈনিক ২ বার করে ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি.) সাসপেনশন সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া

ফেক্সোফেনাডিন খেলে ঘুম ঘুম ভাব সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়না এবং এটা ডোজ এর সাথে সম্পর্কযুক্ত নয়। তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে ভাইরাল ইনফেকশনের মত উপসর্গ যেমন, ঠান্ডা, বমি বমি ভাব, ডিসমেনোরিয়া, ক্লান্তিভাব, মাথা ব্যাথা এবং গলায় চুলকানি।

সতর্কতা

বয়স্ক রোগী এবং বৃক্কীয় কার্যকারিতা হ্রাসপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বণ করতে হবে।

মিথস্ক্রিয়া

ইরাইথ্রোমাইসিন বা কিটোকোনাজলের সাথে যুগপৎ ব্যবহারে Fekomের প্লাজমা ঘনত্ব বৃদ্ধি পায়। এ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনিসিয়াম হাইড্রোক্সাইড আছে এমন সব এন্টাসিডের সাথে যুগপৎ ব্যবহারে Fekomের পরিশোষণ হ্রাস পায়।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ফেক্সোফেনাডিন এর নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি। গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়ােজনীয়তা সঠিকভাবে পর্যালােচনা করা প্রয়ােজন।

এটি মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ফেক্সোফেনাডিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

বৈপরীত্য

ফেক্সোফেনাডিন বা এর কোন উপাদান এর প্রতি সংবেদনশীল হলে ওষুধটি নির্দেশিত নয়।

অতিরিক্ত সতর্কতা

বিশেষ ঝুঁকি গোষ্ঠীর গবেষণায় (বয়স্ক, কিডনি বা হেপাটিকভাবে প্রতিবন্ধী রোগী) ইঙ্গিত দেয় যে এই রোগীদের ক্ষেত্রে Fekomের ডোজ সামঞ্জস্য করার প্রয়োজন নেই।

তীব্র ওভারডোজ

অত্যধিক মাত্রার ক্ষেত্রে, কোনো শোষিত ওষুধ অপসারণের জন্য মানক ব্যবস্থা গ্রহণ করা উচিত। লক্ষণীয় এবং সহায়ক চিকিত্সা সুপারিশ করা হয়। Fekomের তীব্র ওভারডোজের কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

ইরাইথ্রোমাইসিন অথবা কিটোকোনাজল এর সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিনের প্লাজমা ঘনত্ব বেড়ে যায়। এ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম সহ এন্টাসিড এর সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিন এর শােষণ মাত্রা কমে যায়। কিছু ফলের রস ফেক্সোফেনাডিন এর কার্যকারিতা কমিয়ে দেয়।

সংরক্ষণ

নিয়ন্ত্রিত ঘরের তাপমাত্রা 20-25 ডিগ্রি সেলসিয়াসে ফেক্সোফেনাডাইন সংরক্ষণ করুন। সমস্ত ওষুধ শিশুদের নাগালের হাত থেকে দূরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share