Filbone

Filbone বিসফসফোনেট গ্রুপের ওষুধ। এটা শরীরে হাড় তৈরী ও ক্ষয়ের চক্র পরিবর্তন করে দেয়। এটা হাড় ক্ষয় রােধ করার মাধ্যমে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে যা হাড়ে ফাটল ধরা প্রতিরােধ করে।

ব্যবহার

পােস্ট মেনোেপােজাল মহিলাদের অস্টিওপােরােসিস প্রতিরােধে অস্টিওপােরােসিস এ আক্রান্ত পুরুষের হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে।

Filbone এর দাম কত? Filbone এর দাম

Filbone in Bangla
Filbone in bangla
বাণিজ্যিক নাম Filbone
জেনেরিক ইবানড্রোনিক এসিড
ধরণ Tablet
পরিমাপ 150mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Bisphosphonate preparations
উৎপাদনকারী Wilshire Laboratories (pvt) Ltd,
উপলভ্য দেশ Pakistan
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Filbone খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • অস্টিওপােরােসিস চিকিৎসায় প্রতি মাসে একটি ম্যাক্সবােন" ১৫০ মি.গ্রা. ট্যাবলেট সেব্য।
  • কিভাবে ম্যালবােন গ্রহণ করবেন? প্রতি মাসের একটি নির্দিষ্ট দিন সকালে ১টি ম্যাক্সবােন" ট্যাবলেট সেবন করতে হবে।
  • নিম্নলিখিত নির্দেশনা ম্যাক্সবােন" ট্যাবলেট সেবনকারী সকল রােগীদের জন্যে প্রযােজ্য।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
  • সকালে পানি ব্যতীত অন্য কোন কিছু খাওয়া অথবা পান করার পূর্বেই ম্যাক্সবােন ট্যাবলেট সেবন করুন।
  • অন্য কোন পানীয়ের সাথে ম্যাক্সবােন ট্যাবলেট সেবন করবেন না।
  • সম্পূর্ণ ম্যাক্সবােন ট্যাবলেটটি গিলে ফেলুন।
  • ট্যাবলেটটি চুষে খাবেন না অথবা এটি দ্রবীভূত করার জন্য মুখে রাখবেন না।
  • ম্যাক্সবােন ট্যাবলেট সেবনের পরে কমপক্ষে ৬০ মিনিট শােয়া যাবে না।
  • ভিটামিন, ক্যালসিয়াম অথবা এন্টাসিড সেবন করবেন না।
  • ট্যাবলেটটি সেবনের সময় ব্যতীত অন্য সময়ে ভিটামিন, ক্যালসিয়াম ও এন্টাসিড সেবন করুন।
  • যতদিন পর্যন্ত চিকিৎসক বলবেন ততদিন পর্যন্ত ম্যাক্সবােন ট্যাবলেট সেবন করুন।

Oral Administrations-

  • The tablet should preferably be taken on the same date each month.
  • To maximize absorption and clinical benefit, Ibandronic acid should be taken at least 60 minutes before the first food or drink or any oral medication or supplementation (including calcium).
  • To facilitate delivery to the stomach and reduce the potential for esophageal irritation, Ibandronic acid should be swallowed whole with a full glass of plain water.
  • The tablet should not be chewed or sucked.
  • Patients should not lie down for 60 minutes after takin Ibandronic acid . However, patients can sit down, walk, exercise or do the regular activities.
  • If the once-monthly dose is missed and the patient’s next scheduled Ibandronic acid day is more than 7 days away, the patient should be instructed to take one Ibandronic acid 150 mg tablet in the morning following the date that it is remembered. Then the patient should return to the original schedule.
  • If the next scheduled dose is within 7 days, patients should wait until the next dose? and then continue taking one tablet once-a-month as originally scheduled. Two 150 mg tablets should not be taken within the same week.

পার্শ্বপ্রতিক্রিয়া

প্রধান পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হচ্ছে হালকা জ্বর, বমিবমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, পেশীতে ব্যথা, মাথা ব্যথা, গ্যাস অথবা কোষ্ঠকাঠিন্য।

সতর্কতা

Hypocalcemia and other disturbances of bone and mineral metabolism should be effectively treated before starting therapy with Ibandronic Acid. Adequate intake of calcium and vitamin D is important in all patients.

মিথস্ক্রিয়া

It is likely that products containing calcium and other multivalent cations (such as aluminium, magnesium, iron) including milk, food, and antacids are likely to interfere with absorption of ibandronate. Therefore, patients must wait 60 minutes after taking Ibandronic Acid before taking other oral medications.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ম্যাক্সবােন খাওয়া উচিৎ নয়।

বিশেষ ক্ষেত্রে প্রয়ােগমাত্রা: বৃক্কীয় অসমকার্যকারী রােগী যাদের ক্রিয়েটিনিন নিষ্কাষণ ৩০ মি.লি/মিনিট বা এর বেশি হলে তাদের জন্য কোন মাত্রা সমন্বয়ের প্রয়ােজন নেই। যকৃত রােগীদের ক্ষেত্রে প্রয়ােগ মাত্রায় কোন পরিবর্তন করার প্রয়ােজন নেই। বয়ষ্কদের ক্ষেত্রে প্রয়ােগমাত্রায় কোন পরিবর্তন করার প্রয়ােজন নেই।

বৈপরীত্য

যদি আপনি ৩০ মিনিটের অধিক সময় বসে অথবা দাড়িয়ে থাকতে না পারেন যদি আপনার Filboneের প্রতি অতিসংবেদনশীলতা থাকে যদি আপনি গর্ভবতী অথবা ভবিষ্যতে গর্ভধারন করবেন বলে পরিকল্পনা করেন।

  • যদি আপনি দুগ্ধদান করেন অথবা ভবিষ্যতে দুগ্ধদানের পরিকল্পনা করেন।
  • পর্যাপ্ত পরিমান ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করতে হবে।

অতিরিক্ত সতর্কতা

Pediatric use: Safety and effectiveness in pediatric patients have not been established.

Geriatric Patients: No dose adjustment is necessary in the elderly.

Patients with Hepatic Impairment: No dose adjustment is necessary.

Patients with Renal Impairment: No dose adjustment is necessary for patients with mild or moderate renal impairment where creatinine clearance is equal to or greater than 30 ml/min.

তীব্র ওভারডোজ

No specific information is available on the treatment of overdose with ibandronic acid. However, oral overdose may result in hypocalcemia, hypophosphatemia, upset stomach, dyspepsia, esophagitis, gastritis. Milk or antacids should be given to bind Ibandronic Acid

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলাে থেকে দূরে, ৩০ সে. তাপমাত্রার নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share