Filostat এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Filostat

Filostat এফডিএ অনুমোদিত যা নির্দিষ্টভাবে নন পিউরিন জ্যানথিন অক্সিডেজকে প্রতিরোধ করে এবং হাইপারইউরেসেমিয়ার সাথে বাতের চিকিৎসায় নির্দেশিত। এটি জ্যানথিন অক্সিডেজকে প্রতিরোধের মাধ্যমে সিরামে ইফরিক এসিডের পরিমাণ কমায়, যা ইফরিক এসিড তৈরীর জন্য দায়ী। জ্যানথিন অক্সিডেজ, হাইপোজ্যানথিনকে জ্যানথিন এবং পরে ইফরিক এসিডে রুপান্তরিত করে কিন্ত পিউরিন ও পাইরিমিডিন মেটাবলিজমে ব্যবহৃত এনজাইমের উপর কোন প্রভাব বিস্তার করেনা।

ব্যবহার

বাত রােগে পরিলক্ষিত হাইপারইউরিসেমিয়ার চিকিৎসায় নির্দেশিত। যেখানে হাইপারইউরিসেমিয়ার কোন লক্ষণ নেই সেখানে ইহা নির্দেশিত নয়।

Filostat এর দাম কত? Filostat এর দাম

Filostat in Bangla
Filostat in bangla
বাণিজ্যিক নাম Filostat
জেনেরিক ফেবুক্সোস্ট্যাট
ধরণ Tablet
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Drugs used in Gout
উৎপাদনকারী Riyadh Pharma
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Filostat খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

প্রথমে ৪০ মিগ্রা. ট্যাবলেট দিয়ে শুরু করতে হবে। যেসব রোগীর সিরামে ইফরিক এসিডের মাত্রা ২ সপ্তাহ পরে ৬ মিগ্রা./ডেসিলিটার এর নিচে নামে না তাদের ক্ষেত্রে Filostat ৮০ মিগ্রা. নিদেশিত। সর্বোচ্চ ১২০ মিগ্রা. পর্যন্ত ব্যবহার নির্দেশিত। বয়স্ক রোগীর ক্ষেত্রে Filostat এর মাত্রা সংশোধনের কোনো প্রয়োজন নেই। লিঙ্গ ভেদে এর মাত্রা সংশোধনের কোনো প্রয়োজন নেই। এটির সেবন খাদ্য এবং এন্টাসিডের সাথে সম্পর্কিত নয়।

কিডনী সমস্যা:নিম্ন থেকে মধ্য কিডনী সমস্যায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে Filostat এর মাত্রা সংশোধনের কোনো প্রয়োজন নেই। যদিও প্রকট কিডনী সমস্যার রোগীর ক্ষেত্রে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।

লিভারে সমস্যা:নিম্ন থেকে মধ্য লিভার সমস্যায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে এর মাত্রা সংশোধনের কোনো প্রয়োজন নেই।

পার্শ্বপ্রতিক্রিয়া

লিভারে সমস্যা, বমি বমি ভাব, অস্থিসন্ধিতে ব্যথা এবং চামড়াতে লাল দাগ হওয়া পার্শ্ব প্রতিক্রিয়ার অংশ।

সতর্কতা

কিছু কিছু রোগীর ক্ষেত্রে Filostat শুরুর প্রথমে বাতের ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন Filostat বন্ধ না করে এর সাথে ব্যাথার ঔষধ ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। হার্টের এবং স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। প্রকট কিডনী ও লিভার সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে Filostat ব্যবহারের পুর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। লিভার সঠিকভাবে কাজ করছে কিনা তা লক্ষ্য রাখতে হবে।

১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে Filostat ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি।

মিথস্ক্রিয়া

অ্যাজাথিওপ্রিন, মারকাপটোপিউরিন বা থিওফাইলিনের সাথে Filostatের একযোগে প্রয়োগ এই ওষুধের প্লাজমা ঘনত্বকে বাড়িয়ে তুলতে পারে যার ফলে মারাত্মক বিষাক্ততা দেখা দেয়।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থার জন্য ক্যাটাগরি ‘সি’ ওষুধ। গর্ভাবস্থায় ব্যবহারের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি তবে যখন ভ্রণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমানিত হবে তখনই ফেবুক্সোস্টাট দেয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

বৈপরীত্য

যে সকল রােগী অ্যাজাথিওপ্রিন, মারক্যাপটোপিউরিন বা থিওফাইলিন ব্যবহার করছে তাদের ক্ষেত্রে ফেবুক্সোস্টাট ব্যবহার করা যাবে না। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ফেবুক্সোস্টাট এর সাথে এযাথিওপ্রিন, মাৱক্যাপটোপিউরিন বা থিওফাইলিনের ব্যবহারে বিষক্রিয়ার সম্ভাবনা থাকে।

অতিরিক্ত সতর্কতা

পেডিয়াট্রিকের ব্যবহার: 18 বছরের কম বয়সী পেডিয়াট্রিক রোগীদের সুরক্ষা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি

তীব্র ওভারডোজ

Filostat সুস্থ দেহে সাত দিনে ৩০০ মি.গ্রা. পর্যন্ত ব্যবহারে বিষক্রিয়ার কোনো লক্ষন প্রকাশ পায়না।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

Filostat এর সাথে এজাথিওপ্রিন, মারক্যাপটোপিউরিন বা থিওপাইলিনের ব্যবহারে বিষক্রিয়ার সম্ভাবনা থাকে।

সংরক্ষণ

শিশুদের নাগালের বাইরে রাখুন। হালকা থেকে সুরক্ষিত একটি শীতল ও শুকনো জায়গায় রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share