Fixspor Dt এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Fixspor Dt

সেফিক্সিম একটি তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন জাতীয় এবং মুখে সেবনযোগ্য সেমিসিনথেটিক এন্টিবায়োটিক। এটি সহজেই অর্জিত প্লাজমা ঘনত্বে বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। বিটা-ল্যাকটামেজ এনজাইমের উপস্থিতিতেও সেফিক্সিম সুস্থিত। ফলে বিটা-ল্যাকটামেজ উপস্থিতির কারণে যে সকল জীবাণু পেনিসিলিন ও কিছু কিছু সেফালোস্পোরিনের প্রতি রেজিস্ট্যান্ট, সে সকল জীবাণুর বিরুদ্ধের সেফিক্সিম কার্যকরী। খাদ্যের সাথে অথবা খাদ্য ছাড়া যে কোন ভাবে সেবন করলে এটি প্রায় ৪০% থেকে ৫০% বিশোষিত হয়।

ব্যবহার

উর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্র নালীর সংক্রমণ, গননাকক্কাল ইউরেথ্রাইটিস, একিউট ওটাইটিস মিডিয়া।

সেফিক্সাইম এর প্রতি সংবেদনশীল জীবাণু দ্বারা আক্রান্ত নিম্নলিখিত তীব্র সংক্রমণসমূহে নির্দেশিত এগুলো হচ্ছে:

  1. উর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণসমূহ যেমন, ওটাইটিস মিডিয়া এবং অন্যান্য উর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণে যেে ক্ষেত্রে জীবাণুর ধরণ অথবা সাধারণভাবে ব্যবহৃত জীবাণু বিরোধী ঔষধ অকার্যকর অথবা গুরুতর সংক্রমণ যেখানে নিশ্চিত কার্যকারিতা প্রয়োজন অন্যথায় গুরুতর ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা দিতে পারে।
  2. শ্বাসনালীর সংক্রমণসমূহ যেমন- ব্রঙ্কাইটিস
  3. মূত্রনালীর সংক্রমণ যেমনঃ মূত্রাশয়ের প্রদাহ, ব্লাডার এবং ইউরেথ্রার প্রদাহ, জটিলতা বিহীন মূত্রস্থলীর প্রদাহ।
  4. জটিলতা বিহীন গনোরিয়া (সারভিক্যাল/ইউরেথ্রাল)।

Fixspor Dt এর দাম কত? Fixspor Dt এর দাম

Fixspor Dt in Bangla
Fixspor Dt in bangla
বাণিজ্যিক নাম Fixspor Dt
জেনেরিক সেফিক্সিম ট্রাইহাইড্রেট
ধরণ Tablet
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Third generation Cephalosporins
উৎপাদনকারী Invision Medi Sciences Pvt Ltd
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Fixspor Dt খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  1. প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উর্ধ্বে শিশুদের ক্ষেত্রে ঃ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে নির্দেশিত সেবনমাত্রা হচ্ছে প্রতিদিন ২০০-৪০০ মি.গ্রা (১ থেকে ২টি ক্যাপসুল) একত্রে অথবা দুইবার বিভক্ত মাত্রায় ৭-১৪ দিন পর্যন্ত সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে সেবন করতে হয়। জটিলতা বিহীন সারভিক্যাল/ইউরেথ্রাল গনোকক্কাল সংক্রমণের চিকিৎসায়, একক সেবন মাত্রায় সেফিক্সাইম ৪০০ মি.গ্রা. নির্দেশিত। প্রয়োজন হলে ৮০০ মি.গ্রা. একক সেবন মাত্রায় দেয়া যেতে পারে।
  2. ১২ বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ঃ সাধারণত দিনে ৮ মি.গ্রা./কেজি একক সেবন মাত্রায় অথবা দুইবার বিভক্ত মাত্রায় অথবা শিশুর বয়স অনুসারে সেবন করতে হবে।১/২ থেকে ১ বছর ঃ ৩.৭৫ মি.লি অভবা ৭৫ মি.গ্রা.।১ থেকে ৪ বছর ঃ ৫ মি.লি অথবা ১০০ মি.গ্রা.।৫ থেকে ১০ বছর ঃ ১০ মি.লি অথবা ২০০ মি.গ্রা.।১১ থেকে ১২ বছর ঃ ১৫ মি.লি অথবা ৩০০ মি.গ্রা.।১২বছরের উপরে ঃ প্রাপ্ত বয়স্কদের সেবন মাত্রা।অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া

ঔষধটি সাধারণত সুসহনীয়। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ হচ্ছে ডায়েরিয়া এবং মলের ধরণ পরিবর্তন, যা সাধারণত উচ্চ মাত্রায় ঔষধ সেবনের কারণে হয়ে থাকে। ডায়রিয়া গুরুতর হলে ঔষধ সেবন বন্ধ করতে হবে। কম পরিলক্ষিত অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ হচ্ছে বমিবমি ভাব, পেট ব্যথা, বদহজম, বমি, পেট ফাঁপা, মাথাব্যথা এবং মাথা ঝিমঝিম করা। র‌্যাস জাতীয় এলার্জি, চুলকানি, আমবাত, ঔষধ জনিত জ¦র এবং সন্ধি ব্যথা পরিলক্ষিত হয়। এই প্রতিক্রিয়াসমূহ খুব কম ক্ষেত্রেই দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিকভাবে প্রশমিত হয়।

সতর্কতা

যাদের অন্ত্রনালীর রোগ, বিশেষ করে বৃহদন্ত্রে প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ বৃক্কীয় অকার্যকারিতায় এবং যাদের অবিরাম এম্বুলেটরী পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং হিমোডায়ালাইসিস করতে হয় তাদের ক্ষেত্রে ঔষধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। শুধুমাত্র গুরুতর বৃক্কীয় অকার্যকারিতায় (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স <২০ মিঃলিঃ/মিঃ) মাত্রা পরিবর্তন করতে হয়, এ ক্ষেত্রে দৈনিক একক মাত্রা ২০০ মিঃগ্রাঃ এর অধিক অতিক্রম করা উচিৎ নয়।

মিথস্ক্রিয়া

কার্বামাজেপিন: যুগপৎ ব্যবহার কার্বামাজেপিন-এর প্লাজমা ঘনত্ব বৃদ্ধি করে। ওয়ারফেরিন এবং অন্যান্য এণ্টিকোয়াগোলেণ্ট: যুগপৎ ব্যবহার প্রোথ্রোম্বিন সময় বৃদ্ধি করে।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবর্তী মায়েদের উপর পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য গবেষণা পরিচালিত হয় নাই। ফলে একান্ত প্রয়োজন না হলে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেফিক্সাইম সেবন করা উচিত নয়।

বৈপরীত্য

সেফালোস্পোরিন এন্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে।

অনুপযােগিতা: যাদের সেফালােস্পােরিন জাতীয় ওষুধে অতিসংবেদনশীলতা আছে।

অতিরিক্ত সতর্কতা

শিশুদের মধ্যে ব্যবহার: 6 মাসের কম বয়সের বাচ্চাদের সেফিক্সিমের সুরক্ষা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। 12 বছরের কম বয়সী বা 50 কেজির চেয়ে কম ওজনের শিশুদের জন্য, সাধারণ ডোজ 8 মিলিগ্রাম / কেজি / দিন।

প্রবীণদের মধ্যে ব্যবহার: কোনও বিশেষ সতর্কতা প্রয়োজন। বার্ধক্য ডোজ সমন্বয় জন্য একটি ইঙ্গিত নয়।

রেনাল হ'ল ডোজ:

  • ক্রিয়েটিনাইন ছাড়পত্র: 20 মিলি / মিনিট বা তার বেশি: সাধারণ ডোজ
  • ক্রিয়েটিনাইন ছাড়পত্র: <20 মিলি / মিনিট বা দীর্ঘস্থায়ী অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস
  • হেমোডায়ালাইসিস: প্রতিদিনের ডোজ 200 মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়।

তীব্র ওভারডোজ

লক্ষণগুলি: হালকা থেকে মাঝারি বিরূপ জিআই এফেক্টস।

পরিচালনা: সহায়ক চিকিত্সা। গ্যাস্ট্রিক ল্যাভেজ দ্বারা খালি পেট।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

কোন তথ্য নেই।

সংরক্ষণ

30 ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে শীতল এবং শুকনো জায়গায় সঞ্চয় করুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share