Flocare Az এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Flocare Az

এজেলাস্টাইন হাইড্রোক্লোরাইড বিচ্ছিন্ন টিস্যুতে হিস্টামিন H1-রিসেপ্টর বিরোধী কার্যকলাপ প্রদর্শন করে। প্রধান বিপাক, desmethylazelastine, এছাড়াও H1-রিসেপ্টর বিরোধী কার্যকলাপের অধিকারী। ফ্লুটিকাসোন প্রোপিওনেট হল একটি সিন্থেটিক ট্রাইফ্লোরিনেটেড কর্টিকোস্টেরয়েড যা প্রদাহ বিরোধী কার্যকলাপ সহ। Fluticasone Propionate অ্যালার্জিক রাইনাইটিস লক্ষণগুলিকে প্রভাবিত করে এমন সুনির্দিষ্ট প্রক্রিয়া জানা যায়নি। কর্টিকোস্টেরয়েডের একাধিক কোষের (যেমন, মাস্ট সেল, ইওসিনোফিল, নিউট্রোফিলস, ম্যাক্রোফেজ, এবং লিম্ফোসাইট ইত্যাদি) এবং মধ্যস্থতাকারীদের (যেমন, হিস্টামিন, ইকোস্যানয়েডস, লিউকোট্রিয়েনস এবং সাইটোকাইনস) এর উপর বিস্তৃত প্রভাব রয়েছে বলে দেখানো হয়েছে।

ব্যবহার

অ্যাজেলাটিন হাইড্রোক্লোরাইড + ফ্লুটিকাসােন প্রােপিওনেট ন্যাজাল স্প্রে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস এর লক্ষণসমূহের চিকিৎসায় নির্দেশিত। এটি ৬ বছর এবং এর বেশি বয়সী যাদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় অ্যাজেলাটিন এবং ফ্লুটিকাসােন ব্যবহারের প্রয়ােজন হয়, তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত।

Flocare Az এর দাম কত? Flocare Az এর দাম

Flocare Az in Bangla
Flocare Az in bangla
বাণিজ্যিক নাম Flocare Az
জেনেরিক অ্যাজেলাটিন হাইড্রোক্লোরাইড + ফ্লুটিকাসােন প্রােপিওনেট
ধরণ Nasal Spray
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Nasal Steroid Preparations
উৎপাদনকারী Lividus Pharmaceuticals
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Flocare Az খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

নির্দেশিত মাত্রা প্রতি নাসারন্ধ্রে ১টি করে স্প্রে দিনে ২ বার।

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হল ঘাণশক্তির পরিবর্তন হওয়া, নাক দিয়ে রক্ত পড়া এবং মাথা ব্যথা।

সতর্কতা

যে সমস্ত কাজে মানসিক সতর্কতার প্রয়ােজন হয়, ফ্লোনাসিন" ব্যবহার করার সময় সে সমস্ত কাজ এড়িয়ে চলা উচিৎ। যেহেতু ফ্লোনাসিনঞগ কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রকে দমিয়ে রাখে, সেহেতু অ্যালকোহল বা অন্যান্য ওষুধ যেগুলাে কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রকে দমিয়ে রাখতে পারে, সেগুলাে পরিহার করা উচিৎ। অতি উচ্চ মাত্রায় ব্যবহারে হাইপার কর্টিসিজম এবং এড্রেনাল সাপ্রেশন হতে পারে। এক্ষেত্রে ফ্লোনাসিন ন্যাজাল স্প্রের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে দিতে হবে।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার প্রেগন্যান্সি ক্যাটাগরি ‘সি’। গর্ভাবস্থায় অ্যাজেলাটিন এবং ফুটিকাসসান প্রােপিওনৌ ব্যবহারের পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। গর্ভাবস্থায় ভ্রনের উপর ক্ষতির চেয়ে মায়ের উপকারীতা বেশি হলেই শুধুমাত্র এই স্প্রে ব্যবহার করা উচিৎ।

অ্যাজেলাটিন এবং ফুটিকাসােন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা যানা যায়নি।

তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

৬ বছরের নিচের বয়সীদের ক্ষেত্রে অ্যাজেলাটিন এবং ফুটিকাসােন ব্যবহারে নিরাপত্তা এবং কার্যকারীতার বিষয়টি এখনও প্রতিষ্ঠিত নয়।

বৈপরীত্য

এই ওষুধের কোন জানা প্রতিনির্দেশনা নেই।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অ্যাজেলাটিনের মাত্রাধিক্যতায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঝিমুনি ছাড়া অন্য কোন গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। ফ্লটিকাসােন প্রােপিওনেট এর ক্রমাগত মাত্রাধিক্যতায় হাইপারকরটিসিজম এর লক্ষনসমূহ দেখা যেতে পারে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলাে থেকে দূরে, ২৫° সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। ঠান্ডা অথবা হিমায়িত করা থেকে বিরত থাকুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।


*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share