Fluorometholon এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Fluorometholon

Fluorometholone is a corticosteroid with an excellent anti-inflammatory action with no significant influence on the intraocular pressure. The anti-inflammatory activity of Fluorometholone is at least 40 times stronger than that of Hydrocortisone. Corticosteroids are thought to act by the introduction of phospholipase A2 inhibitory proteins. It is postulated that these proteins control the biosynthesis of potent mediators of inflammation such as prostaglandin and leukotrienes by inhibiting the release of their common precursor, arachidonic acid. Arachidonic acid is released from membrane phospholipids by phospholipase A2. In comparison with other corticosteroids Fluorometholone is more rapidly degraded in tissue and therefore has less effect on the intraocular pressure. The immunosuppressive action of Fluorometholone is less pronounced than that of Dexamethasone.

ব্যবহার

পালপিব্রাল ও বালবার কনজাংকটিভা, কর্ণিয়া এবং গ্লোবের এ্যান্টিরিয়র সেগমেন্টের স্টেরয়েড সংবেদনশীল প্রদাহে নির্দেশিত।

Fluorometholon এর দাম কত? Fluorometholon এর দাম

Fluorometholon in Bangla
Fluorometholon in bangla
বাণিজ্যিক নাম Fluorometholon
জেনেরিক ফ্লরােমিথােলন এসিটেট
ধরণ
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Ophthalmic Steroid preparations
উৎপাদনকারী
উপলভ্য দেশ
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Fluorometholon খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ১ ড্রপ করে কনজাংটিভাল স্যাকে দৈনিক ২-৪ বার দিতে হবে।
  • চিকিৎসার শুরুতে প্রথম ২৪-৪৮ ঘন্টার মধ্যে ওষুধের পরিমাণ অতিরিক্ত ২ ড্রপস্ পর্যন্ত সাবধানতার সাথে বৃদ্ধি করা যেতে পারে।
  • ব্যবহারের পূর্বে ভাল করে ঝাকিয়ে নিন।
  • চিকিৎসা বন্ধ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

পার্শ্বপ্রতিক্রিয়া

গ্লুকোমা সহ চোখের ভিতরের চাপ বৃদ্ধি পেতে পারে এবং মাঝে মাঝে চোখের স্নায়ু নষ্ট, পােস্টেরিয়র সাব ক্যাপসুলে ছানি পড়া, সেকেন্ডারি চোখের সংক্রমণ, গ্লোবের ছিদ্র এবং ক্ষত শুকাতে দেরী হতে পারে।

সতর্কতা

  • সংবেদনশীলতা অথবা অযাচিত বিক্রিয়ার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার বন্ধ করতে হবে।
  • স্টেরয়েড দীর্ঘদিন স্থায়ীভাবে ব্যবহারের ফলে কর্ণিয়ার ছত্রাকজনিত সংক্রমণ দেখা দিতে পারে সেহেতু পূর্ববর্তী কর্ণিয়া আলসারে অথবা এখন বহুদিন ধরে ব্যবহৃত স্টেরয়েডের ক্ষেত্রে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে।
  • চোখের বিভিন্ন রােগের এবং বহুদিন স্থায়ীভাবে স্টেরয়েড ব্যবহার করলে কর্ণিয়া ও স্কেরালের কোষে ছিদ্র হতে পারে।
  • হারপিস সিম্পেলক্সে আক্রান্ত রােগীর ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের সময় অতি সাবধানতা এবং প্রায়ই শিট ল্যাম্প মাইক্রোস্কোপের ব্যবহার প্রয়ােজন হতে পারে। প্রথম বার মুখ খােলার এক মাসের বেশি সময় পর ব্যবহার করা যাবে না।

মিথস্ক্রিয়া

Specific drug interaction studies have not been conducted with Fluorometholone ophthalmic suspension.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে বাহ্যিক স্টেরয়েড ব্যবহারের | নিরাপত্তার ক্ষেত্রে কোন ক্লিনিক্যাল পরীক্ষা নেই।

শিশুদের ক্ষেত্রে ব্যবহারঃ শিশুদের নিরাপত্তা এবং কার্যকারিতার ক্ষেত্রে কোন ক্লিনিক্যাল পরীক্ষা নেই।

বৈপরীত্য

তীব্র সুপারফিশিয়াল হারপিস সিমপ্লেক্স কেরাটাইটিস, ছত্রাকজনিত চোখের যে কোন রােগ, কর্ণিয়া ও কনজাংটিভার বেসিনা, ভ্যারিসেল্লা এবং অন্যান্য ভাইরাস জনিত রােগ, যক্ষাজনিত রােগ এই ওষুধের প্রতি অতি সংবেদনশীল।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Store in a cool, dry place and protected from light. Keep out of the reach of children. Discard the container 4 weeks after opening.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share