Gatix এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Gatix

The antibacterial action of gatifloxacin results from inhibition of DNA gyrase and topoisomerase IV. DNA gyrase is an essential enzyme that is involved in the replication, transcription and repair of bacterial DNA. Topoisomerase IV is an enzyme known to play a key role in the partitioning of the chromosomal DNA during bacterial cell division. The mechanism of action of fluoroquinolones including gatifloxacin is different from that of aminoglycoside, macrolide, and tetracycline antibiotics. Therefore, gatifloxacin may be active against pathogens that are resistant to these antibiotics and these antibiotics may be active against pathogens that are resistant to gatifloxacin. There is no crossresistance between gatifloxacin and the aforementioned classes of antibiotics. Cross resistance has been observed between systemic gatifloxacin and some other fluoroquinolones. Resistance to gatifloxacin in vitro develops via multiple-step mutations.

ব্যবহার

জীবাণুমুক্ত চোখের ড্রপস্ নিম্নলিখিত জীবাণুগুলাে দ্বারা সংঘটিত ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের চিকিৎসায় নির্দেশিত:

এরােবিক গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়াঃ

  • করিনিব্যাকটেরিয়াম প্রােপিনকাম
  • স্টেফাইলােকক্কাস অরিয়াস
  • স্টেফাইলােকক্কাস এপিডারমাইডিস
  • স্ট্রেপটোকক্কাস মাইটিস
  • স্ট্রেপটোকক্কাস নিউমােনিয়া

এরােবিক গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়াঃ হিমােফিলাস ইনফ্লুয়েঞ্জা, এছাড়াও ইহা কেরাটাইটিস, ব্লেফারাইটিস, অপারেশনের পূর্ববর্তী এবং পরবর্তী চিকিৎসায় নির্দেশিত।

Gatix এর দাম কত? Gatix এর দাম

Gatix in Bangla
Gatix in bangla
বাণিজ্যিক নাম Gatix
জেনেরিক গ্যাটিফ্লক্সাসিন (Ophthalmic Solution)
ধরণ Tablet
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Ophthalmic antibacterial drugs
উৎপাদনকারী Invision Medi Sciences Pvt Ltd
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Gatix খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস এবং ব্লেফারাইটিসের চিকিৎসায় নির্দেশিত মাত্রাবিধিঃ ১ম ও ২য় দিনঃ জেগে থাকা অবস্থায় প্রতি ২ ঘন্টা পরপর ১ ফোটা করে ৮ বার পর্যন্ত দিতে হবে। ৩য় থেকে ৭ম দিন পর্যন্তঃ জেগে থাকা অবস্থায় ১ ফোঁটা করে ৪ বার পর্যন্ত দিতে হবে।
  • কেরাটাইটিসের ক্ষেত্রেঃ ১ম ৪ ঘন্টায় আক্রান্ত চোখে ১৫ মিনিট পরপর ১ ফোটা করে দিতে হবে। এরপর দিনে ৪ বার করে ১০ দিন দিতে হবে।
  • অপারেশনের পূর্ববর্তী চিকিৎসার ক্ষেত্রেঃ ১ম ২ দিন ১ ফোটা করে দিনে ৪ বার দিতে হবে এবং অপারেশনের ১ ঘন্টা আগে ১০ মিনিট পরপর ১ ফোটা করে দিতে হবে।
  • অপারেশনের পরবর্তী চিকিৎসার ক্ষেত্রেঃ ১ ফোটা করে দিনে ৪ বার ৭ দিন পর্যন্ত দিতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

প্রয়ােগের পরে কনজাংটিভার জ্বালাপােড়া, অতিরিক্ত অক্ষরণ, কেরাটাইটিস এবং প্যাপিলারি কনজাংটিভাইটিস হতে পারে। এছাড়াও কেমােসিস, কনজাংটিভাল হিমােরেজ, শুষ্ক চোখ, চোখের ডিসচার্জ, চোখ জ্বালাপােড়া, চোখ ব্যাথা, চোখের পাতা ফুলে যাওয়া, মাথা ব্যাথা, চোখ লাল হওয়া, দৃষ্টির তীক্ষ্ণতা হ্রাস পাওয়া এবং অস্বাভাবিক স্বাদের অনুভূত হওয়া।

সতর্কতা

অন্যান্য এন্টিইনফেকটিভের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করলে অসংবেদনশীল জীবাণু যেমন ছত্রাক অতিমাত্রায় বংশবিস্তার করতে পারে। যদি রােগীর ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের কোন লক্ষণ থাকে সেক্ষেত্রে তাদের কন্ট্রাক্ট লেন্স ব্যবহার না করাই উত্তম। চোখ, আঙ্গুল,এবং অন্যান্য উৎসের সংস্পর্শে এপ্লিকেটর টিপ যাতে সংক্রমিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

মিথস্ক্রিয়া

Specific drug interaction studies have not been conducted with gatifloxacin eye drops. However, the systemic administration of some quinolones has been shown to elevate plasma concentrations of theophylline, interfere with the metabolism of caffeine, and enhance the effects of the oral anticoagulant warfarin and its derivatives, and has been associated with transient elevations in serum creatinine in patients receiving systemic cyclosporine concomitantly.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগন্যান্সি ক্যাটাগরী “সি”। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা করা হয়নি। তবে যদি নবজাতকের সমস্যার চেয়ে গর্ভবতী মায়ের উপকার বেশি হয় সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

স্তন্যদানকালে ব্যবহারঃ গ্যাটিফ্লক্সাসিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। সুতরাং যদি নবজাতকের সমস্যার চেয়ে স্তন্যদানকারী মায়ের উপকার বেশি হয়। সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

শিশুদের ক্ষেত্রে ব্যবহারঃ ১ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। তবে ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে গ্যাটিফ্লক্সাসিন একমাস বয়সের কম শিশুদের দেয়া যায়।

বয়স্কদের ক্ষেত্রে ব্যবহারঃ এসব রােগীদের ক্ষেত্রে অন্যান্য প্রাপ্তবয়স্ক রােগীদের মতই নিরাপত্তা ও কার্যকারিতা পাওয়া যায়।

বৈপরীত্য

গ্যাটিফ্লক্সাসিন, অন্যান্য কুইনােলােন অথবা এই ওষুধের কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা হতে পারে এমন রােগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়।

অতিরিক্ত সতর্কতা

Geriatric Use: No overall differences in safety or effectiveness have been observed between elderly and younger patients.

তীব্র ওভারডোজ

An overdose of this medication is unlikely to threaten life.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Store in a cool and dry place, away from light. Keep out of reach of children.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share