হ্যালোভেট

অন্যান্য তুকীয় কর্টিকোস্টেরয়েডের মত হ্যালোভেট এর প্রদাহ নাশক, চুলকানি নাশক এবং রক্তনালী সংকোচন করার কার্যকারিতা রয়েছে। ত্বকীয় কর্টিকোস্টেরয়েডগুলাের প্রদাহ নাশক কার্যকারিতার সাধারণ ক্রিয়াকৌশল সঠিকভাবে জানা যায়নি। ধারণা করা হয় যে ফসফোলাইপেজ এ-২ ইনহিবিটরী প্রােটিন (লিপােকর্টিন) সমূহকে প্রভাবিত করে কর্টিকোস্টেরয়েডগুলাে তাদের কার্যকারিতা প্রদর্শন করে। লিপােকর্টিন সমূহ এরাকিডনিক এসিডের নিঃসরণকে বাধা প্রদানের মাধ্যমে বিভিন্ন প্রদাহ সৃষ্টিকারী উপাদানের (যেমন- প্রােস্টাগ্লানডিনস, লিওকোট্রাইইন্স) বায়ােসিনথেসিস নিয়ন্ত্রন করে। ফসফোলাইপেজ এ-২ এর মাধ্যমে মেমব্রেন ফসফোলিপিড থেকে এরাকিডনিক এসিড নিঃসৃত হয়।

ব্যবহার

হ্যালােবেট কর্টিকোস্টেরয়েড সংবেদনশীল ডার্মাটাইটিসের প্রদাহ নিরাময়ে এবং এর দ্বারা সৃষ্ট চুলকানি উপশমে নির্দেশিত।

হ্যালোভেট এর দাম কত? হ্যালোভেট এর দাম

হ্যালোভেট in Bangla
Halovate in bangla
বাণিজ্যিক নাম হ্যালোভেট
জেনেরিক হ্যালােবেটাসল প্রােপিওনেট
ধরণ অয়েন্টমেন্ট, লোশন, ক্রিম
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Other Topical corticosteroids
উৎপাদনকারী Glenmark Pharmaceuticals
উপলভ্য দেশ India,
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

হ্যালোভেট খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Apply a thin layer of Halobetasol Cream or Ointment to the affected skin once or twice daily, as directed by the physician, and rub in gently and completely. Halobetasol 0.05% is a super-high potency corticosteroid; therefore, treatment should be limited to two weeks, and amounts greater than 50 gm/week should not be used. As with other highly active corticosteroids, therapy should be discontinued when control has been achieved. If no improvement is seen within 2 weeks, reassessment of the diagnosis may be necessary. Halobetasol should not be used with occlusive dressings. Use in children under 12 years of age is not recommended.

পার্শ্বপ্রতিক্রিয়া

নিম্নোক্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলাে টপিক্যাল স্টেরয়েড ব্যবহারের ফলে মাঝে মাঝে দেখা দিতে পারে এবং অক্লসিভ ড্রেসিং ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলাে প্রায়শই দেখা যায়। বিশেষ করে অধিকতর শক্তিশালী স্টেরয়েড ব্যবহারের প্রতিক্রিয়াগুলাে নিম্নরূপ। জ্বলুনী, চুলকানী, শুষ্কতা, ফলিকুলাইটিস, একনি বা ব্রণজনিত ইরাপশন, হাইপােপিগমেনটেশন, পেরিওরাল ডার্মাটাইটিস, স্পর্শজনিত ত্বকের এলার্জি, চামড়ার ক্ষয়, সেকেন্ডারী ইনফেকশন, স্ট্রাই এবং মিলিয়ারিয়া ইত্যাদি।

সতর্কতা

ত্বকীয় কর্টিকোস্টেরয়েডের সিস্টেমিক শােষণের ফলে হাইপােথ্যালামিক পিটুইটারী এড্রেনাল এক্সিস সাপ্রেশন, কুশিং সিনড্রম, হাইপারগ্লাইসেমিয়া এবং গ্রকোসুরিয়া হতে পারে । যে সকল রােগী অধিকতর মাত্রায়, অধিক জায়গা জুড়ে অধিক শক্তিশালী স্টেরয়েড অকুসিভ ড্রেসিং সহ ব্যবহার করে আসছে তাদের ইউরিনারী ফ্রি কর্টিসল এবং এসিটিএইচ স্টিমুলেশন টেস্টের মাধ্যমে এইচপিএ এক্সিস সাপ্রেশনের পরিমান নির্ণয় করতে হবে। যদি এইচপিএ এক্সিস সাপ্রেশন হয় সেক্ষেত্রে ওষুধটির ব্যবহার বন্ধ করতে হবে, ব্যবহারের পরিমান কমাতে হবে অথবা এর চেয়ে কম শক্তিশালী রয়েড ব্যবহার করতে হবে।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগনেন্সী ক্যাটাগরি-সি। অধিক শক্তিশালী স্টেরয়েডগুলাে ল্যাবরেটরী প্রাণীদের ক্ষেত্রে ত্বকীয় ব্যবহারের ফলে টেরাটোজেনিক প্রভাব দেখা গেছে। এখন পর্যন্ত গর্ভবতী মহিলাদের উপর টেরাটোজেনিক, প্রভাবের কোন যথার্থ এবং সুনিয়ন্ত্রিত স্টাডি পাওয়া যায়নি। তারপরেও ভ্রণের ক্ষতি থেকে মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশী থাকলে কেবলমাত্র গর্ভাবস্থায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যেতে পারে। এসব ওষুধ অধিক পরিমানে এবং দীর্ঘ সময়ব্যাপী গর্ভবতী রােগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ত্বকীয় স্টেরয়েড ব্যবহারে সতর্ক হতে হবে।

বৈপরীত্য

এই ওষুধের প্রতি যেসব রােগীর অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

Use in children under 12 years of age is not recommended. Halobetasol Propionate Cream should not be used with occlusive dressings. As with other highly active corticosteroids, therapy should be discontinued when control has been achieved. If no improvement is seen within 2 weeks, reassessment of the diagnosis may be necessary.

Use in pediatric patients: Safety and effectiveness of Halobetasol Propionate cream & ointment in paediatric patients have not been established. Paediatric patients are at greater risk than adults of HPA axis suppression when they are treated with topical corticosteroids.

তীব্র ওভারডোজ

Topically applied Halobetasol propionate Cream can be absorbed in sufficient amounts to produce systemic effects.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Store below 30° C. Do not freeze. Keep all medicines out of reach of children.


*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share