Iron + Folic Acid + Vitamin A + Vitamin C + Zinc
১ গ্রাম পাউডারে আছে: ভিটামিন এ (ভিটামিন এ অ্যাসিটেট) ইউএসপি: ০.৩ মি.গ্রা. ভিটামিন সি (এসকরবিক এসিড) ইউএসপি: ৩০ মি.গ্রা. ফলিক এসিড ইউএসপি: ০.১৬ মি.গ্রা. আয়রন (ফেরাস ফিউমারেট) বিপি: ১২.৫ মি.গ্রা. জিংক (জিংক গ্লুকোনেট) ইউএসপি: ৫ মি.গ্রা.ব্যবহার
Iron + Folic Acid + Vitamin A + Vitamin C + Zinc এর কাজ শিশুর পুষ্টিহীনতার অনেকগুলো কারণের মধ্যে এনিমিয়া বা রক্তস্বল্পতা একটি অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে পাঁচ বছরের নিচের শিশুদের শতকরা ৫০ ভাগেরও বেশি রক্তস্বল্পতায় ভুগছে। ইহা রক্তস্বল্পতা পূরণ ও প্রতিরোধে কার্যকর। এটি এক ধরনের স্বাদ ও গন্ধহীন অনুপুষ্টি মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার।এই প্রিপারেসশনটি নিম্নোক্ত ক্ষেত্রে ব্যাবহার করা হয়- মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিগুলি প্রতিরোধ করে করে এবং শিশুদের সামগ্রিক পুষ্টির স্থিতি উন্নতি করে (৬-২৪ মাস)। মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক বৃদ্ধি করে। শিক্ষা, গেমস এবং স্পোর্টস ইত্যাদির মতো বিভিন্ন ক্রিয়ায় মনোযোগ বাড়ায় এবং মনোযোগ বৃদ্ধি করে। শেখার ক্ষমতা এবং মেমরি ফাংশন উন্নত করে। রোগ প্রতিরোধের বৃদ্ধি এবং সংক্রমণ হ্রাস করে। ক্ষুধা বাড়ে।Iron + Folic Acid + Vitamin A + Vitamin C + Zinc এর দাম কত? Iron + Folic Acid + Vitamin A + Vitamin C + Zinc এর দাম

সুচিপত্র
বাণিজ্যিক নাম | Iron + Folic Acid + Vitamin A + Vitamin C + Zinc |
জেনেরিক | আয়রণ + ফলিক এসিড + ভিটামিন এ + ভিটামিন সি + জিংক |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Iron + Folic Acid + Vitamin A + Vitamin C + Zinc খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
৬ মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের জন্য ইহা খুবই কার্যকরী। তবে WHO এর মতে, বাংলাদেশে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অপুষ্টিজনিত ঘাটতি পূরণ এবং রক্তস্বল্পতা দূরীকরণেও মনিমিক্স খুবই উপযোগী।ইহা খাবার নিয়ম: ইহা আধা শক্ত বা নরম খাবারের (ভাত, খিচুড়ি, সুজি ইত্যাদি) সাথে মিশিয়ে খাওয়াতে হবে। মনে রাখবেন, শিশু যে বেলায় বেশি খাবার খায় বা ক্ষুধার্ত থাকে সে বেলার খাবারের প্রথম দুই থেকে তিন লোকমার সাথে এক প্যাকেট মনিমিক্স মিশিয়ে খাওয়ানো উত্তম। এই পাউডার মেশানো সবটুকু খাবার শিশুকে আধা ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। দিনে এক প্যাকেট যে কোনো একবেলার মূল খাবারের সঙ্গে মিশিয়ে একটানা ২ মাস শিশুকে খাওয়াতে হবে, তারপর ৪ মাস বিরতি দিয়ে আবার ২ মাস খাওয়াতে হবে। এই নিয়মে শিশুর বয়স ৫৯ মাস হওয়া পর্যন্ত মনিমিক্সষ্ট খাওয়ানো চালিয়ে যেতে হবে।