ব্যবহার

এই ক্রীম সাময়িকভাবে ব্যথা এবং চুলকানি দূর করা সহ পোকার কামড়, অল্প পোড়া, সূর্যের আলোতে পোড়া, অল্প কাটা, আঁচড়, র‍্যাশ যা আইভি, ওক, সুমাক এর বিষ ক্রিয়ায় হয়ে থাকে সেগুলোতেও নির্দেশিত।

ItchCare Cream 2%+0.1% এর দাম কত? ItchCare Cream 2%+0.1% এর দাম 10 gm tube: ৳ 35.00

ItchCare Cream 2%+0.1% in Bangla
ItchCare Cream 2%+0.1% in bangla
বাণিজ্যিক নাম ItchCare Cream 2%+0.1%
জেনেরিক ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড + জিঙ্ক এসিটেট
ধরণ Cream
পরিমাপ 2%+0.1%
দাম 10 gm tube: ৳ 35.00
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Incepta Pharmaceuticals Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা October 19, 2023 at 6:27 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

ItchCare Cream 2%+0.1% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

পূর্ণ বয়স্ক এবং দুই বছরের অধিক: আক্রান্তস্থানে দিনে ৩ থেকে ৪ বার ব্যবহার করুন। ক্রীম ব্যবহারের আগে ত্বক পরিস্কার, ঠাণ্ডা ও শুষ্ক করে নিতে হবে। ব্যবহারের পূর্বে গরম পানি দিয়ে গোসল করা যাবে না। মৃদুভাবে ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রীম অদৃশ্য হয়। সমগ্র ত্বকের উপরিভাগে যেমন হাত ও পায়ের আঙ্গুলের ভাজে, নখের নিচে এবং হাত ও পায়ের তালুতে ভালভাবে ব্যবহার করুন।দুই বছরের নিচের শিশুদের ক্ষেত্রে: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখমন্ডল, ঘাড়, কান, মাথায় ব্যবহার করুন। চোখ, মুখ এবং নিকটবর্তী এলাকায় ব্যবহার থেকে বিরত থাকুন। ব্যবহারের ৮ ঘন্টা পর ধুয়ে ফেলুন। কোথাও ৮ ঘন্টার আগে ধুয়ে বা মুছে গেলে পুনরায় ব্যবহার করুন।

পার্শ্বপ্রতিক্রিয়া

কিছু ক্ষেত্রে কন্টাক্ট ডার্মাটাইটিসের সাথে মৃদু ইরাইথেম্যাটাস ভেসিকুলার লেশন এবং প্যাপিউল দেখা যেতে পারে।

সতর্কতা

শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। দাহ্য, আগুন থেকে দূরে রাখুন। ডাইফেনহাইড্রামিন আছে এমন কোন ওষুধের সাথে ব্যবহার করা যাবে না এমন কি ডাইফেনহাইড্রামিন মুখেও সেবন করা যাবে না। চিকেনপক্স, হামের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবহারের সময় চোখের সংস্পর্শ থেকে বিরত থাকুন।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

পর্যাপ্ত তথ্য না থাকায় ব্যবহারের পূর্বে মেডিকেল পরামর্শ জরুরী। ক্ষতিকর টেরাটোজেনিক প্রতিক্রিয়া নাও দেখা যেতে পারে। যদিও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কিন্তু ত্বকীয় ব্যবহারের ফলে দুগ্ধে নিঃসরণের পরিমান সামান্য।

বৈপরীত্য

এর কোন উপাদান বা অন্য পাইরিথ্রোয়েডস যা পাইরিথ্রিনস এর প্রতি এলার্জি থাকলে প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০°সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখবেন না।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share