ব্যবহার
Ivana Tablet 150 mg মহিলা এবং পুরুষদের অস্টিওপোরোসিস প্রতিরোধে ও চিকিৎসায় নির্দেশিত।Ivana Tablet 150 mg এর দাম কত? Ivana Tablet 150 mg এর দাম 1 tablet kit: ৳ 995.00
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Ivana Tablet 150 mg |
জেনেরিক | ইবান্ড্রোনিক এসিড |
ধরণ | Tablet |
পরিমাপ | 150 mg |
দাম | 1 tablet kit: ৳ 995.00 |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | Renata Limited |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Ivana Tablet 150 mg খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Ivana Tablet 150 mg ট্যাবলেট মাসে একটি করে খেতে হয়। Ivana Tablet 150 mg খাওয়ার জন্য এমন একটি দিন বেছে নিন যা আপনার জন্য মনে রাখা সুবিধাজনক (যেমন মাসের প্রথম দিন)। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।অস্টিওপোরোসিসের চিকিৎসা এবং প্রতিরোধে প্রতিমাসে একটি Ivana Tablet 150 mg ১৫০ মি.গ্রা. ট্যাবলেট সেব্য।যকৃতের রোগীদের ক্ষেত্রে: প্রয়োগ মাত্রায় কোন পরিবর্তন করার প্রয়োজন নেই।কিডনীর রোগীদের ক্ষেত্রে: সামান্য থেকে মাঝারি ধরনের কিডনীর সমস্যায় (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৩০ মি.লি./মিনিট বা এর বেশী হলে) প্রয়োগ মাত্রায় কোন পরিবর্তন করার প্রয়োজন নেই।বয়স্কদের ক্ষেত্রে: প্রয়োগমাত্রায় কোন পরিবর্তন করার প্রয়োজন নেই। সর্বোচ্চ শোষণ এবং কার্যকারিতার জন্য Ivana Tablet 150 mg ১৫০ মি.গ্রা. ট্যাবলেট নির্ধারিত দিনে সকালে ঘুম থেকে উঠে খাদ্য ও অন্য ওষুধ খাওয়ার কমপক্ষে ১ ঘন্টা আগে এক গ্লাস সাধারণ খাবার পানি দিয়ে খেতে হবে। Ivana Tablet 150 mg খাওয়ার ১ ঘন্টার মধ্যে শোয়া যাবে না। এসময়টুকু বসে বা দাঁড়িয়ে বা স্বাভাবিক কাজ করে বা হেঁটে কাটানো যেতে পারে। কোন মাসের ডোজ বাদ পড়লে পরবর্তী ট্যাবলেট খাওয়ার দিনটি যদি অন্তত ৭ দিন পরে থাকে তবে মনে পড়ার পরের দিন সকালেই Ivana Tablet 150 mg ১৫০ মি.গ্রা. ট্যাবলেট খেতে হবে এবং পরবর্তী ট্যাবলেট নির্ধারিত দিনেই খেতে হবে। কিন্তু পরবর্তী ট্যাবলেট খাওয়ার দিনটি ৭ দিনের মধ্যে হলে, ভুলে যাওয়া ডোজটি না খেয়ে পরবর্তী নির্ধারিত দিনেই ট্যাবলেটটি খেতে হবে। এক সপ্তাহে দুটি Ivana Tablet 150 mg ১৫০ মি.গ্রা. ট্যাবলেট খাওয়া যাবে না।