Kezitil Powder For Oral Suspension এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Kezitil Powder For Oral Suspension

সেফিউরক্সিম একটি দ্বিতীয় প্রজন্মের সেফালােস্পােরিন ব্যাকটেরিসাইডাল এন্টিবায়ােটিক যা অধিকাংশ বিটা-ল্যাকটামেজ নিঃসরণকারী শ্রেণীসহ বিস্তৃত ব্যাপ্তিতে গ্রাম-পজিটিভ

ও গ্রাম-নেগেটিত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। সংবেদনশীল জীবাণু দ্বারা সংক্রমিত রােগের চিকিসায় এটি ব্যবহৃত হয়।

ব্যবহার

নাক, কান, গলার বিভিন্ন সংক্রমণ ও প্রদাহে, ফুরানকিউলােসিস, পায়ােডারমা, ইপেটিগাে, বৃক্ক, মুত্রনালি এবং মূত্রথলীর সংক্রমণ, গনােকক্কাল ইউরেথ্রাইটিস, সারভিসাইটিস এবং লাইম ডিজিজ।

  • ফ্যারিনজাইটিসটিনসিলাইটিসঃ স্ট্রেপটোকক্কাস গামােজিনিস দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • একিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া ও স্ট্রেপটোকক্কাস নিউমোনি, হিমােফিলাস ইনফ্লুয়েঞ্জি (নন-ৰিটা ল্যাকটামেজ উৎপন্নকারী প্রজাতি), মরাক্সেল কেটারলিজ (বিটা
  • ল্যাকটামেজ উৎপন্নকারী প্রজাতিসহ) বা স্ট্রেপটোকক্কাস পায়জিনিস দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • একিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারী সাইনুসাইটিস ও স্ট্রেপটোকক্কাস নিউমােনি, হিমােফিলাস ইনফ্লুয়েঞ্জি (নন-বিটা ল্যাকটামেজ উৎপন্নকারী প্রজাতি) দ্বারা সৃষ্ট সংক্রমণে।।
  • শসনতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ নিউমােনিয়া সহঃ স্ট্রেপটোকক্কাস নিউমােনি, হিমােফিলাস ইনফ্লুয়েতি (নন-বিটা ল্যাকটামেজ উৎপন্নকারী প্রজাতি), ক্লেবসিয়ে প্রজাতি,
  • স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস (পেনিসিলিনেজ ও নন-পেনিসিলিনেজ উৎপন্নকারী প্রজাতিসহ), স্ট্রেপটোককাস পায়ােজিনিস, ইসকেরিচিয়া কোলাই দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • একিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন অফ ক্রনিক ব্রংকাইটিস এবং সেকেন্ডারী ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ একিউিট ব্রংকাইটিস ও স্ট্রেপটোকক্কাস নিউমােনি,
  • হিমােফিলাস ইনফ্লুম্নেজি (বিটা ল্যাকটামেজ নেগেটিভ প্রজাতি) বা হিমােফিলাস প্যারাইনজুয়েঞ্জি (বিটা ল্যাকটামেজ নেগেটিভ প্রজাতি) দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • চর্ম ও চর্ম সংক্রান্ত সংক্রমণ ও স্ট্যাফাইলােকক্কাস অরিয়াস (পেনিসিলিনেজ ও নন-পেনিসিলিনেজ উৎপন্নকারী প্রজাভিসহ) স্ট্রপটোকক্কাস পায়ােজিনিস , ইসকেরিচিয়া
  • কোলাই, ক্লেবসিয়ে প্রজাতি, এন্টারােব্যাকটার প্রজাতি দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • মুত্রতন্ত্রের সংক্রমণ ইসকেমিচিয়া কোলাই বা ক্লেবসিয়ে নিউমােনি দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ স্ট্যাফাইলোকক্কাস অম্বিয়াস (পেনিসিলিনেজ ও নন-পেনিসিলিনেজ উৎপন্নকারী প্রজাভিসহ) দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • গনােরিয়াঃ নেইসেরিয়া গনােরি (পেনিসিলিনেজ ও নন-পেনিসিলিনেজ উৎপন্নকারী প্রজাতিসহ) দ্বারা সৃষ্ট পুরুষ এবং মহিলার সাধারণ ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া
  • গনােরিয়া সংক্রমণে।
  • আর্লি লাইম ডিজিজ (ইরাইমামিনস) : বরেলিয়া বার্গডৱফেরী দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • সেপ্টিসিমিয়া ও স্ট্যাফাইলােকক্কাস অরিয়াস (পেনিসিলিনেজ ও নন-পেনিসিলিনেজ উৎপন্নকারী প্রজাতিসহ) স্ট্রেপটোকক্কাস নিউমােনি, ইসকেরিচিয়া কোলাই, হিমােফিলাস
  • ইনয়েঞ্জি (এ্যামপিসিলিন রেজিষ্ট্যান্ট প্রজাতি সহ) এবং ক্লেবসিয়ে প্রজাতি দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • মেনিনজাইটিস ও স্ট্রেপটোকক্কাস নিউমােনি, হিমােফিলাস ইনফ্লুয়েঞ্জি (এমপিসিলিন রেজিষ্ট্যান্ট প্রজাতি সহ), নেইসেরিয়া মেনিনজাইটিস, স্টেফাইলােকক্কাস অরিয়াস
  • (পেনিসিলিনেজ ও নন-পেনিসিলিনেজ উৎপন্নকারী প্রজাতিসহ) দ্বারা সৃষ্ট সংক্রমণে।
  • সার্জিক্যাল প্রােফাইলেক্সিস ও এবডােমিনাল, পেলভিক, অর্থোপেডিক, কার্ডিয়াক, পালমােনারী, এসােফেজিয়াল এবং ভাস্কুলার অপারেশন সমূহ যেখানে সংক্রমণের ঝুঁকি
  • বেশী থাকে সেখানে প্লোফাইলেকটিক এন্টিবায়োটিক হিসেবে

Kezitil Powder For Oral Suspension এর দাম কত? Kezitil Powder For Oral Suspension এর দাম

Kezitil Powder For Oral Suspension in Bangla
Kezitil Powder For Oral Suspension in bangla
বাণিজ্যিক নাম Kezitil Powder For Oral Suspension
জেনেরিক সেফিউরক্সিম এক্সেটিল
ধরণ Tablet
পরিমাপ 125mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Second generation Cephalosporins
উৎপাদনকারী Baroque Pharmaceuticals Pvt Ltd
উপলভ্য দেশ India, Nigeria
সর্বশেষ সম্পাদনা August 9, 2024 at 5:44 pm

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Kezitil Powder For Oral Suspension খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  1. প্রাপ্তবয়স্ক : প্রায় সব সংক্রমণে ২৫০ মি.গ্রা. করে দিনে ২ বার সেবন করলে কার্যরকর ফল পাওয়া যায়।
  2. মৃদু থেকে মাঝারি ধরণের নিম্নশ্বাস নালীর সংক্রমণে যেমন-ব্রঙ্কাইটিসে ২৫০ মি.গ্রা করে দিনে ২ বার দিতে হয়।
  3. অধিকতর তীব্র শ্বাসনালীর সংক্রমণে অথবা যদি নিউমোনিয়া লক্ষ্য করা যায়, তাহলে ৫০০ মি.গ্রা. করে দিনে ২ বার দেয়া উচিত।
  4. মূত্রনালীর সংক্রমণে সাধারণত ১২৫ মি.গ্রা. করে দিনে ২ বার যথেষ্ট।
  5. পাইলোনেফ্রাইটস-এ ২৫০ মি.গ্রা. করে দিনে ২ বার দিতে হবে।
  6. একক মাত্রায়১ গ্রাম সেফিউরক্সিম জটিল নয় এমন গনোরিয়া চিকিৎসায় কার্যকর।
  7. পূর্ণ বয়স্ক এবং ১২ বছরের অধিক বাচ্চাদের লাইম ডিজিজে ৫০০ মি.গ্রা. করে দিনে ২ বার করে ২০ দিন খেতে হবে।

শিশুঃ

  1. সাধারণ মাত্রা হচ্ছে ১২৫ মি.গ্রা. করে দিনে ২ বার অথবা ১০ মি.গ্রা/কেজি/প্রতিদিন ২ বার করে সর্বোচ্চ ২৫০ মি.গ্রা।
  2. মধ্যকর্ণের প্রদাহে ২ বছর বয়সের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ১২৫ মি.গ্রা করে দৈনিক ২ বার অথবা ১০ মি.গ্রা/কেজি/প্রতিদিন ২ বার করে দৈনিক সর্বোচ্চ ২৫০ মি.গ্রা।
  3. ২ বছরের বয়সের উপরের বাচ্চাদের ক্ষেত্রে ২৫০ মি.গ্রা. করে প্রতিদিন ২ বার অথবা ১৫ মি.গ্রা./কেজি/প্রতিদিন ২ বার করে দৈনিক সর্বোচ্চ ৫০০ মি.গ্রা.।
  4. তিন মাসের উর্ধ্ব বয়সের বাচ্চাদের ক্ষেত্রে কোন অভিজ্ঞতা নেই। ঔষুধের সর্বোচ্চ পরিশোষণের জন্য খাদ্য গ্রহণের পর সেফিউরিক্সম সেবন করতে হবে।

সর্বোত্তম শোষণের জন্য খাবারের পরে সেফুরোক্সাইম গ্রহণ করা উচিত।

750 মিলিগ্রাম ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য: ইনজেকশন বিপির জন্য 3 মিলি জল যোগ করুন এবং ছড়িয়ে দেওয়ার জন্য আলতোভাবে ঝাঁকান।

750 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস ইনজেকশনের জন্য: বিপি ইনজেকশনের জন্য 6 মিলি জল যোগ করুন এবং ছড়িয়ে দেওয়ার জন্য আলতোভাবে ঝাঁকান।

1.5 গ্রাম ইন্ট্রাভেনাস ইনজেকশনের জন্য: যোগ করুন ইনজেকশন BP এর জন্য 16 মিলি জল এবং বিচ্ছুরণের জন্য আলতো করে ঝাঁকান।

সাসপেনশনের জন্য: জল যোগ করার আগে বোতলটি ভালভাবে ঝাঁকান তারপর বোতলে 35 মিলি সিদ্ধ এবং ঠান্ডা জল (প্রদত্ত কাপের সাহায্যে) যোগ করুন। তারপর পাউডারটি সঠিকভাবে দ্রবীভূত না হওয়া পর্যন্ত বোতলটি নাড়াতে থাকুন।

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণতঃ সেফিউরক্সিম সহনীয়। তদুপরি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, গেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে। অন্যান্য ব্রড-স্পেকট্রাম এন্টিবায়টিকের মত সেফিউরক্সিম দীর্ঘদিন সেবন করা হলে অসংবেদনশীল জীবাণুগুলাের অতি বৃদ্ধি ঘটতে পারে। বিরলভাবে (<০.২%) বৃক্কের অকার্যকাৰ্বিতা, এনাফাইলেক্সিস, এ্যানজিওইডিমা, রাইটিস, র‍্যাশ ও সেরাম সিকনেস যেমন- আর্টিকেরিয়া দেখা দিতে পারে।

সতর্কতা

দীর্ঘদিন ব্যবহারে সেফিউরক্সিমের প্রতি সংবেদনশীল নয় এমন জীবাণু সমূহের অতিমাত্রায় বৃদ্ধি ঘটতে পারে।

অন্যান্য এন্টিবায়োটিকের মতোই সেফিউরিক্সম দীর্ঘদিন ব্যবহারে, সেফিউরিক্সমের প্রতি সংবেদনশীল নয় এমন জীবাণুসমূহের (ক্যানডিডা, এন্টারোকক্কাই, ক্লসটিডিয়াম ডিফিসাইল) অতিমাত্রায় বৃদ্ধি ঘটতে পারে। এসব ক্ষেত্রে সেফিউরক্সিম সেবন বন্ধের প্রয়োজন হতে পারে।

মিথস্ক্রিয়া

কোনও বিপজ্জনক মিথস্ক্রিয়া রিপোর্ট করা হয় নি।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থার শেষ ভাগে মূত্রনালী এবং অন্যান্য সংক্রমণে সেফিউরক্সিমের নিরাপদ ব্যবহার রয়েছে। স্তন্যদানকালে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।

বৈপরীত্য

সেফালােস্পােরিন গ্রুপের এন্টিবায়ােটিক এর প্রতি সংবেদনশীল রােগীদের সেফিউরক্সিম দেয়া উচিত নয়।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অতিমাত্রার ক্ষেত্রে সেরিব্রাল ইরিটেশন এবং খিচুনি হতে পারে। বৃক্কের অকার্যকারিতা ছাড়া এ ধরণের সমস্যা দেখা দেয় না।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

প্রবেনির্সিডের সাথে একত্রে ব্যবহার সময়ের প্রেক্ষিতে সেফিউরক্সিম-এর ঘনত্ব ৫০% বৃদ্ধি করে। যে সমস্ত ঔষধ গ্যাস্ট্রিক এসিডিটি হ্রাস করে সেগুলো সেফিউরক্সিম এর বায়াএভেইলিবিলিটি হ্রাস করে এবং খাবারের পর শোষণের প্রভাব নির্মূল করতে পারে।

সংরক্ষণ

ট্যাবলেট: আলো এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে সঞ্চয় করুন।

সাসপেনশন: হালকা এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত 25 ডিগ্রি সেলসিয়াসের নীচে স্টোর করুন।

ইনজেকশন: হালকা এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত 25 ডিগ্রি সেলসিয়াসের নীচে স্টোর করুন। পুনর্গঠিত সমাধানটি অবিলম্বে ব্যবহার করুন। পুনর্গঠিত সমাধানটি ঘরের তাপমাত্রায় 2 ঘন্টা এবং 2 ডিগ্রি - 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রেফ্রিজারেটে 12 ঘন্টা স্থিতিশীল থাকে।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share