Laten Tablet 3 mg এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Laten Tablet 3 mg

Laten Tablet 3 mg মানসিক যন্ত্রনায় নির্দেশিত অত্যন্ত কার্যকরী ঔষধ। স্বল্প মাত্রায় সেবনে এটি ক্ষেত্রবিশেষ দুশ্চিন্তা এবং মানসিক চাপ কমায়। অধিকমাত্রায় সেবনে এটি সিডেটিভ বৈশিষ্ট্য ও মাংসপেশীর শিথিলতা উদ্রেক করে।

ব্যবহার

উদ্বেগ এবং উদ্বেগজনিত অসুখ যেমন আবেগজনিত ডিস্টার্বেন্স, ফাংশনাল ডিস্টান্সে অব কার্ডিওভাসকুলার এবং রেসপিরেটরী সিস্টেম, ফাংশনাল ডিসটার্বেন্স ইন গ্যাস্ট্রোইন্টেসটিনাল সিস্টেম, ফাংশনাল ডিসটার্বেন্স অব জেনিটোইউরিনারী সিস্টেম এবং সাইকোসােমাটিক ডিসঅর্ডার।

Laten Tablet 3 mg এর দাম কত? Laten Tablet 3 mg এর দাম Unit Price: ৳ 3.00 (30s pack: ৳ 90.00)

Laten Tablet 3 mg in Bangla
Laten Tablet 3 mg in bangla
বাণিজ্যিক নাম Laten Tablet 3 mg
জেনেরিক ব্রোমাজিপাম
ধরণ Tablet
পরিমাপ 3 mg
দাম Unit Price: ৳ 3.00 (30s pack: ৳ 90.00)
চিকিৎসাগত শ্রেণি Benzodiazepine sedatives
উৎপাদনকারী Supreme Pharmaceutical Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Laten Tablet 3 mg খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

৩ মি.গ্রা. থেকে ১৮ মি.গ্রা. মাত্রা (বিভাজিত করে) প্রতিদিন ব্যবহার করা যেতে পারে।

ব্রোমাজেপাম ট্যাবলেট মৌখিক প্রশাসনের জন্য

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া যেমনঘুম ঘুম ভাব, নিদ্রা, ভারসাম্য লােপ এবং এটাক্সিয়া ইত্যাদি।

সতর্কতা

বেনজোডায়াজিপিন এবং বেনজোডায়াজিপিন এর মত এজেন্ট সেবনের ফলে এর প্রতি রোগীর দৈহিক ও মানসিক নির্ভরতা জন্মে। এই নির্ভরতা ঔষধের মাত্রা ও সেবনকালীন সময়ের উপর নির্ভর করে। এলকোহলসেবীদের ক্ষেত্রে এই নির্ভরতা বেশী দেখা যায়। এই ঔষধটি হঠাৎ করে সেবন বন্ধ করার ফলে প্রত্যাহার পরবর্তী অবাঞ্ছিত প্রতিক্রিয়া যেমনঃ মাথাব্যথা, পেশীতে ব্যথা, তীব্র উদ্বেগ, অস্থিরতা, বিভ্রান্তি, ক্রোধ প্রবণতা পরিলক্ষিত হয়। তাই ঔষধ প্রত্যাহার পরবর্তী অবাঞ্ছিত প্রতিক্রিয়া এড়ানোর জন্য ঔষধ সেবনের মাত্রা ধীরে ধীরে কমিয়ে, ঔষধ সেবন বন্ধ করতে হবে। মানসিক সমস্যাজনিত অনিদ্রার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে Laten Tablet 3 mg নির্দেশিত নয়। গাড়ী চালানোর সময় বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিৎ।

মিথস্ক্রিয়া

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ক্রিয়াশীল ঔষধের সাথে Laten Tablet 3 mg ব্যবহার করলে এটির সিডেটিভ কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে। এইসব ঔষধের মধ্যে রয়েছে এন্টিডিপ্রেসেন্টস, হিপনোটিক্স, নারকোটিক্স, এন্টিসাইকোটিক্স, সিডেটিভ্স, এন্টিইপিলেপটিক্স, সিডেটিভ এন্টিহিস্টামিন্স এবং এনেসথেটিক্স। Laten Tablet 3 mgের সাথে সিমেটিডিন পাশাপাশি সেবন করলে Laten Tablet 3 mgের অপনয়ন অর্ধজীবন বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকে। অবশ্যই এলকোহল এর সাথে Laten Tablet 3 mg সেবন বন্ধ করতে হবে, কারণ Laten Tablet 3 mg এলকোহলের সাথে সেবন করলে তন্দ্রাচ্ছন্নতার মাত্রা বাড়তে পারে।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। মাতৃদুগ্ধদানকালে সম্ভব হলে ব্যবহার এড়িয়ে চলা উচিত।

বৈপরীত্য

  • ক্রনিক পালমােনারী ইনসাফিসিয়েন্সি, ক্রনিক রেনাল ও যকৃতের রােগ এর ক্ষেত্রে মাত্রা কমাতে হতে পারে।
  • বেনজোডায়াজেপিনের প্রতি সংবেদনশীলতায়, মারাত্মক শ্বাসকষ্টে, ফোবিক এবং অবসেশনাল স্টেট, ক্রনিক সাইকোসিস এসব ক্ষেত্রে ব্যবহার করা না।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

লক্ষণগুলির মধ্যে তন্দ্রা, অ্যাটাক্সিয়া এবং ডিসারথ্রিয়া অন্তর্ভুক্ত থাকতে পারে, গুরুতর ক্ষেত্রে কোমা সহ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলো থেকে সুরক্ষিত, শীতল শুকনো জায়গায় সঞ্চয় করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share