ব্যবহার
টপিক্যাল চেতনানাশকারী হিসেবে লিডােকেইন নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয়- নাক, কান ও গলার ছােট ছােট অস্ত্রোপচারের সময় ব্যথারােধক হিসেবে। দাঁতের চিকিৎসার সময় ব্যথা বা অস্বস্তি প্রতিরােধে (যেমন- ইঞ্জেকশন দেবার আগে) কেন্দ্রীয় চেতনানাশের সময় কাশি প্রতিরােধ করতে বাচ্চা প্রসবের চূড়ান্ত ধাপে পেরিনিয়ামের কাটা ও সেলাইয়ের পূর্বে ব্যথা রােধ করতে।Lidocaine Hydrochloride (Spray) এর দাম কত? Lidocaine Hydrochloride (Spray) এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Lidocaine Hydrochloride (Spray) |
জেনেরিক | লিডােকেইন হাইড্রোক্লোরাইড |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Lidocaine Hydrochloride (Spray) খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
প্রতি স্প্রে ১০ মি.গ্রা. লিডােকেইন সরবরাহ করে। সর্বোচ্চ মাত্রা হচ্ছে ২০ স্প্রে (২০০ মি.গ্রা.) দাঁতের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা হচ্ছে ১-৫ স্প্রে। মুখের প্রতি কোয়ার্টারে ২টি করে স্প্রে দিতে হবে। ৩০ মি. সময়ে সর্বোচ্চ ৩টি স্প্রে দেয়া যাবে। সাইনাসের প্রসিডিউরে ৩টি স্প্রে ব্যবহৃত হয়। গলা ও বায়ুনালীর ক্ষেত্রে ২০ স্প্রে পর্যন্ত প্রয়ােজন হতে পারে। বাচ্চা প্রসবের সময় ২০ স্প্রে পর্যন্ত প্রয়ােজন হতে পারে। ৩-১২ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ডােজ কমাতে হবে। ৩ বৎসরের ছােট শিশুদের ক্ষেত্রে লিডােকেইন স্প্রে নির্দেশিত নয়।