ব্যবহার
ইউলিপ্রিস্টল এসিটেট অরক্ষিত দৈহিক মিলন অথবা গর্ভনিরােধক ব্যবস্থার ব্যর্থতার ১২০ ঘন্টার (৫ দিন) মধ্যে জরুরী গর্ভনিরােধকের জন্য নির্দেশিত।
Lily Tablet 30 mg এর দাম কত? Lily Tablet 30 mg এর দাম 1 tablet pack: ৳ 195.00
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Lily Tablet 30 mg খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
গর্ভনিরােধক ব্যবস্থার ব্যর্থতা অথবা অরক্ষিত দৈহিক মিলনের পর যত দ্রুত সম্ভব ১টি ৩০ মি.গ্রা. ইউলিপ্রিস্টল এসিটেট ট্যাবলেট খালি অথবা ভরা পেটে খেতে হবে, তবে ১২০ ঘন্টার পরে নয়। খাবার ৩ ঘন্টার মধ্যে বমি হলে আরেকটি ট্যাবলেট খেতে হবে। ঋতুচত্রের যে কোন সময় খাওয়া যাবে।
১৮ বছরের নিচে: ইউলিপ্রিস্টল এসিটেট এর ব্যবহারে নিরাপত্তা ও কার্যকারিতার তেমন কোন তথ্য নেই।লিভার ইম্পেয়ারমেন্ট: লিভার রােগের জন্য ইউলিপ্রিস্টল এসিটেট ব্যবহারের কোন গবেষণা করা হয়নি।রেনাল ইম্পেয়ারমেন্ট: রেমাল রােগের জন্য ইউলিপ্রিস্টল এসিটট ব্যবহারের কোন গবেষণা করা হয়নি।
পার্শ্বপ্রতিক্রিয়া
সম্ভাব্য পার্শ্ব-প্রতিক্রিয়া সমূহ- মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, মাসিকের সময় পেটে ব্যথার অনুভূতি, অবসন্নতা, ঝিমুনিভাব এবং স্তনে ব্যথার অনুভূতি।
সতর্কতা
গর্ভাবস্থা: ইউলিপ্রিস্টল এসিটেট বিদ্যমান গর্ভাবস্থা বিনষ্টকরনের জন্য নির্দেশিত নয়।এক্টপিক্ প্রেগন্যান্সি: এক্টপিক্ প্রেগন্যান্সির ইতিহাস রয়েছে এমন মহিলারাও জরুরী গর্ভানিরােধক ব্যবস্থা ব্যবহার করতে পারবে।একাধিকবার ব্যবহার: ইউলিপ্রিস্টল এসিটেট জরুরী গর্ভনিরােধক ব্যবস্থা হিসেবে মাঝে মাঝে ব্যবহার করা উচিৎ, নিয়মিত গর্ভনিরােধক পদ্ধতি হিসেবে নয়। একই ঋতুচক্রে একাধিকবার ইউলিপ্রিস্টল এসিটেটের ব্যবহারের ফলপ্রসূতার তেমন কোন তথ্য নেই। ফলে একই ঋতুচক্রে একাধিকবার ব্যবহার নির্দেশিত নয় ।পরবর্তী গর্ভধারন ক্ষমতা: ইউলিপ্রিস্টল এসিটেট ব্যবহারের পর পরই গর্ভবতী হবার ক্ষমতা ফিরে আসে। সুতরাং ব্যবহারের পরবর্তী দৈহিক মিলনে প্রতিবন্ধক পদ্ধতি (যেমন-কনডম) ব্যবহার করা উচিৎ।ঋতুচক্রের উপর প্রভাব: ইউলিপ্রিস্টল এসিটেট ব্যবহারের পর পরবর্তী ঋতুচক্র নির্দিষ্ট সময় থেকে কয়েকদিন আগে অথবা পরে হতে পারে। পরীক্ষায় ঋতুচক্র গড়ে ১.৫ দিন আগে হবার তথ্য রয়েছে। ৭% মহিলার ক্ষেত্রে ঋতুচক্র ৭ দিন আগে এবং ১৯% মহিলার ক্ষেত্রে ঋতুচক্র ৭ দিন পরে হতে দেখা গিয়েছে। পরবর্তী ঋাতুচক্র নির্দিষ্ট সময় হতে ৭ দিন পরেও না হলে প্রেগন্যান্সি পরীক্ষা করে নিতে হতে হবে। ৯% মহিলার ক্ষেত্রে ইন্ট্রামেন্স্ট্রুয়াল রক্তপাতের তথ্য রয়েছে।
মিথস্ক্রিয়া
ইউলিপ্রিস্টল এসিটেট নিম্নের ওষুধ সমূহের সাথে প্রতিক্রিয়া দেখায়- বারবিট্যুরেট, কার্বামাজিপিন, ফেনােবারবিটল, রিফারমপিসিন, ইট্রাকোনাজ্ল, কিটোকোনাজ্ল ইত্যাদি।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
গর্ভাবস্থা সন্দেহ অথবা নিশ্চিত হলে প্রতিনির্দেশিত। ইউলিপ্রিস্টল এসিটেট বুকের দুধে নিঃসৃত হয়, সুতরাং খাওয়ার ৭ দিন পর্যন্ত স্তন্যপান করানাে যাবে না।
বৈপরীত্য
ইউলিপ্রিস্টল এসিটেট এর সক্রিয় উপাদানের উপর সংবেদনশীলতা এবং গর্ভাবস্থায় প্রতিনির্দেশিত।
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
ইউলিপ্রিস্টল এসিটেট অতিমাত্রায় ব্যবহারের কোন উল্লেখযােগ্য তথ্য নেই। ৪ ওণ বেশী ইউলিপ্রিস্টল এসিটেট ব্যবহারেও কোন পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
আলাে থেকে দূরে শুল্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখবেন না। শিশুদের নাগালের বাহিরে রাখুন।