Livoluk Kid
ল্যাকটুলোজ একটি সংশ্লেষিত ডাইস্যাকারাইড। ল্যাকটুলোজ কোলনে স্যাকারোলাইটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে বিপাক হয়ে কম আণবিক ভরের জৈব এসিড উৎপাদন করে (প্রধানত ল্যাকটিক এসিড), যা কোলনে pH কমিয়ে অসমোটিক কার্যকারিতার মাধ্যমে পানিকে ধরে রাখতে সহায়তা করে। ফলে পেরিসটালটিক কার্যকারিতা বৃদ্ধি পায়। ল্যাকটুলোজ অল্প পরিমাণে শোষিত হয়; তাই এটির থেরাপিউটিক কার্যকারিতা শোষিত উপাদান সমূহের ফার্মাকোকাইনেটিক-এর সাথে প্রাসঙ্গিক নয়।
ব্যবহার
১। কোষ্ঠ কাঠিন্য।
২। হেপাটিক এনসেফালােপ্যাথি (পাের্টাল সিস্টেমিক এনসেফালােপ্যাথি): হেপাটিক কোমা।
Livoluk Kid এর দাম কত? Livoluk Kid এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Livoluk Kid |
জেনেরিক | ল্যাকটুলােজ |
ধরণ | Solution |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Osmotic purgatives |
উৎপাদনকারী | Panacea Biotec Ltd |
উপলভ্য দেশ | India |
সর্বশেষ সম্পাদনা | September 19, 2023 at 7:00 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Livoluk Kid খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
কোষ্ঠ কাঠিন্য - প্রাথমিক অবস্থায় অসমােল্যাক্স সলিউশন দৈনিক দুইবার দেয়া যেতে পারে। পরবর্তীতে রােগীর প্রয়ােজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে; তবে সাধারনতঃ অসমােল্যাক্স নিম্নলিখিত মাত্রায় ব্যাবহার করা হয়:
- প্রাথমিক মাত্রা - প্রাপ্ত বয়স্ক - ১৫ মি.লি দৈনিক দুইবার।
- শিশু (৫-১০ বৎসর) - ১০ মি.লি দৈনিক দুইবার।
- শিশু (৫ বৎসরের নিচে) - ৫ মি.লি দৈনিক দুইবার।
- শিশু (১ বৎসরের নীচে) - ২.৫ মি.লি দৈনিক দুইবার।
- অমােল্যাক্স সলিউশন প্রয়ােজনবােধে পানি অথবা ফলের রসের সাথেও গ্রহন করা যেতে পারে।
- হেপাটিক এনসেফালােপ্যাথি - প্রাপ্ত বয়স্ক - প্রাথমিক অবস্থায় ৩০-৫০ মি.লি দৈনিক তিনবার দেয়া যেতে পারে। পরবর্তীতে রােগীর প্রয়ােজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে।
- শিশু : এই নির্দেশনায় শিশুদের জন্য অসমােল্যাক্স নির্দেশিত নয়।
- Livoluk Kidের নিজস্ব শরীরবৃত্তীয় কার্যপ্রক্রিয়ার জন্য এর ফলাফল পেতে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে।
পার্শ্বপ্রতিক্রিয়া
চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন পেট ফাঁপা এবং পায়ুপথে বায়ু নির্গমন হতে পারে। কয়েকদিন সেবনের পর উপরােক্ত লক্ষনসমূহ। সাধারনত: দূর হয়ে যায়। অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ডায়রিয়া হতে পারে যেমন- পাের্টাল সিস্টেমিক এনসেফালােপ্যাথি চিকিৎসায় ব্যাবহৃত মাত্রায়; তখন প্রয়ােজন অনুযায়ী মাত্রা সমন্বয় করতে হবে।
সতর্কতা
ল্যাকটুলোজ-এর প্রতি সহনশীল নয় এমন রোগীদের অতি সতর্কতার সাথে নিপ্রোল্যাক ব্যবহার করা উচিত। সাধারণত (প্রি) কোমা হেপাটিকাম-এর চিকিৎসায় এটির মাত্রা অনেক বেশি এবং ডায়বেটিস রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটির ব্যবহার বিবেচনা করতে হবে।
মিথস্ক্রিয়া
সাধারণত ল্যাকটুলোজ-এর গুরুত্বপূর্ণ কোন মিথষ্ক্রিয়তা লক্ষ্য করা যায় নাই। অপব্যবহারে পটাশিয়ামের স্বল্পতায় হৃদযন্ত্রের গ্লাইকোসাইডের ক্রিয়া বৃদ্ধি পেতে পারে।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
ব্যাপক ক্লিনিক্যাল পরীক্ষায় এবং প্রানীর উপর গবেষনায় দেখা গেছে গর্ভাবস্থায় দৈনিক নির্দেশিত মাত্রায় সেবন করলে ভ্রুনের ক্ষতির ঝুঁকি থাকে না। যদি গর্ভাবস্থায় ল্যাক্সেটিভের চিকিৎসা প্রয়ােজন হয়, তবে অমােল্যাক্স সেবন করা যাবে।
বৈপরীত্য
রক্তে গ্যালাকটোজের উচ্চমাত্রা থাকলে গ্রহন করা যাবে না (গ্যালাকটোসেমিয়া)। কোষ্ঠ কাঠিন্যের চিকিৎসায়ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথেও ইহা গ্রহন করা যাবে না। পরিপাকতন্ত্রের কোন রকম বাঁধা সৃষ্টির প্রমান পাওয়া গেলে Livoluk Kid গ্রহন করা উচিত নয়। Livoluk Kid অসহনীয়তার ক্ষেত্রে বিশেষ সতর্কতার সাথে সেবন করতে হবে।
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
There have been no reports of accidental overdosage. In the event of acute overdosage it is expected that diarrhoea and abdominal cramps would be the major symptoms.
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
Store between 15-30° C.
https://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=CHEBI:6359
http://www.hmdb.ca/metabolites/HMDB0000740
http://www.genome.jp/dbget-bin/www_bget?drug:D00352
http://www.genome.jp/dbget-bin/www_bget?cpd:C07064
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=11333
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?sid=46506757
https://www.chemspider.com/Chemical-Structure.10856.html
http://www.bindingdb.org/bind/chemsearch/marvin/MolStructure.jsp?monomerid=50377984
https://mor.nlm.nih.gov/RxNav/search?searchBy=RXCUI&searchTerm=6218
https://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=6359
https://www.ebi.ac.uk/chembldb/index.php/compound/inspect/CHEMBL296306
https://zinc.docking.org/substances/ZINC000003977952
http://www.pharmgkb.org/drug/PA164748762
http://www.rxlist.com/cgi/generic2/lactulose.htm
https://www.drugs.com/cdi/lactulose-crystals.html
http://www.pdrhealth.com/drug_info/nmdrugprofiles/nutsupdrugs/lac_0300.shtml
https://en.wikipedia.org/wiki/Lactulose