Maglo এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Maglo

This formulation contains a fixed ratio of 1:6 parts of Artemether and Lumefantrine. The site of antiparasitic action of both components is the food vacuole of the malarial parasite, where they are thought to interfere with the conversion of haem, a toxic intermediate produced during haemoglobin breakdown, to the non-toxic haemozoin (malaria pigment). Lumefantrine is thought to interfere with the polymerisation process, while Artemether generates reactive metabolites as a result of the interaction between its peroxide bridge and haem iron. Both Artemether and Lumefantrine have a secondary action involving inhibition of nucleic acid and protein synthesis within the malarial parasite.

ব্যবহার

প্রাজমােডিয়াম ফ্যালসিপেরাম জনিত ম্যালেরিয়া বা বিভিন্ন ধরনের মিশ্র ম্যালেরিয়া যেখানে প্লাজমােডিয়াম ফ্যালসিপেরাম-ও দায়ী সে ধরনের ক্ষেত্র এবং ক্ষেত্রে বিশেষে জরুরী ভিত্তিতে ম্যালেরিয়া চিকিৎসায় লুমারটেম নির্দেশিত।

Maglo এর দাম কত? Maglo এর দাম

Maglo in Bangla
Maglo in bangla
বাণিজ্যিক নাম Maglo
জেনেরিক আরটিমিথার + লুমেফেনট্রিন
ধরণ Suspension
পরিমাপ 15mg/5ml, 90mg/5ml
দাম
চিকিৎসাগত শ্রেণি Anti-malarial drugs
উৎপাদনকারী Consolidated Chemical Laboratories (pvt) Ltd,
উপলভ্য দেশ Pakistan
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Maglo খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ম্যালেরিয়া রােগীদের সাধারণত খাদ্য গ্রহনে অনীহা দেখা যায়।
  • তাই লুমারটেম এর সাথে সাথে রােগীদের চর্বিজাত বা তরল (যেমন-দুধ) খাবার খাওয়ানাে উচিত।
  • ওষুধ খাবার এক ঘন্টার মধ্যে বমি হলে ওষুধটি আবার খাওয়াতে হবে।
  • লুমারটেম এর কাঙ্খিত ফল পেতে হলে তিনদিনে মােট ৬ বার খেতে হবে।
  • ৩৫ কেজির উর্ধ্বে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য: প্রাথমিক রােগ নির্ণয়ের সময় ৪টি ট্যাবলেট তারপর আট ঘন্টা পর আরও ৪টি ট্যাবলেট খাওয়াতে হবে। অতঃপর পরবর্তী দুইদিন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ৪টি করে ট্যাবলেট খাওয়াতে হবে (মােট ২৪টি ট্যাবলেট)।
  • ৫-১৫ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে: প্রাথমিক রােগ নির্ণয়ের সময় ১টি ট্যাবলেট তারপর আট ঘন্টা পর আরও ১টি ট্যাবলেট খাওয়াতে হবে। অতঃপর পরবর্তী দুইদিন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ১টি করে ট্যাবলেট খাওয়াতে হবে (মােট ৬টি ট্যাবলেট) ১৫-২৫ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে।
  • প্রাথমিক রােগ নির্ণয়ের সময় ২টি ট্যাবলেট তারপর আটঘন্টা পর আরও ২টি ট্যাবলেট খাওয়াতে হবে। অতঃপর পরবর্তী দুইদিন প্রতিদিন সকালে ও সন্ধ্যায়।
  • ২টি করে ট্যাবলেট খাওয়াতে হবে। (মােট ১২টি ট্যাবলেট)।
  • ২৫-৩৫ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে: প্রাথমিক রােগ নির্ণয়ের সময় ৩টি ট্যাবলেট তারপর আটঘন্টা পর আরও তিনটি ট্যাবলেট খাওয়াতে হবে। অতঃপর পরবর্তী দুইদিন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনটি করে ট্যাবলেট খাওয়াতে হবে (মােট ১৮টি ট্যাবলেট)।

পার্শ্বপ্রতিক্রিয়া

লুমারটেম সুসহনীয় এবং পাশ প্রতিক্রিয়ার মাত্রা সাধরণত স্বল্প থেকে মাঝারী ধরনের হতে পারে। বিশেষ সতর্কতা : লুমারটেম ম্যালেরিয়া প্রতিরােধক হিসাবে ব্যবহার করা যাবে না। তাছাড়া সেরিব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

সংবেদনশীলতার ক্ষেত্রে; তীব্র ম্যালেরিয়ায় যাদের ক্ষেত্রে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা দেখা যায়।

মিথস্ক্রিয়া

Dose adjustment of this combination is considered unnecessary when administered in association with ketoconazole. The likelihood of interactions with other drugs is minimal in view of its short duration of administration and wide therapeutic index. From study it was found that, the risk of QTc-prolongation associated with IV quinine was enhanced by prior administration of this combination.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবস্থায় প্রথম ৩ মাসে এটি নির্দেশিত নয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। তবে কেবল মাত্র যদি সুফল ঝুঁকির তুলনায় বেশী হয় তখনই ওষুধ গ্রহণের ২৮ দিনের মধ্যে স্তন্যদান করা যাবে।

বৈপরীত্য

Hypersensitivity to any of the ingredients or excipients; Patients with severe malaria according to WHO definition; First trimester of pregnancy; Patients with a family history of congenital prolongation of the QTc interval or sudden death or with any other clinical condition known to prolong the QTc interval such as patients with a history of symptomatic cardiac arrythmias with clinically relevant bradycardia or with severe cardiac disease; Patients with known disturbance of electrolyte balance e.g. hypokalaemia or hypomagnesemia; Patients taking any drug which is metabolized by the cytochrome enzyme CYP2D6 (e.g. flecainide, metoprolol, imipramine, amitriptyline, clomipramine).

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

In cases of suspected overdosage, symptomatic and supportive therapy should be given as appropriate. ECG and electrolytes (e.g. potassium) should be monitored.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Keep out of the reach of children. Store in a cool and a dry place protected from light.


*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share