Mazine এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Mazine

সিলভার সালফাডিয়াজিনের বিস্তৃত অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকলাপ রয়েছে। এটি অনেক গ্রাম-নেতিবাচক এবং গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়াঘটিত এবং সেইসাথে খামিরের বিরুদ্ধে কার্যকর। পোড়া ক্ষত পৃষ্ঠের উপর সিলভার সালফাডিয়াজিন ক্রিম প্রয়োগ করার পরে যৌগটি রূপালী আয়নগুলির একটি আধার কাজ করে। সিলভার আয়ন ব্যাটেরিয়াতে ব্যাকটেরিয়াঘটিত প্রভাব ফেলে। রৌপ্য ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে এবং DNA এর সাথে আবদ্ধ হয়, যার ফলে প্রতিলিপিগুলিকে বাধা দেয়।

ব্যবহার

১। পােড়ার ক্ষতে ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতিরােধক হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয়।

২। পােড়র ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরণের ক্ষতে যেখানে সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে জীবাণুরােধী হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয়।

Mazine এর দাম কত? Mazine এর দাম

Mazine in Bangla
Mazine in bangla
বাণিজ্যিক নাম Mazine
জেনেরিক সিলভার সালফাডায়াজিন
ধরণ Cream, Tube
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Topical Antibiotic preparations
উৎপাদনকারী Global Pharmaceuticals
উপলভ্য দেশ Pakistan, Philippines
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Mazine খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • অগ্নিদগ্ধ ক্ষতটি ভালভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুবার প্রায় ১/১৬ ইঞ্চি বা ১.৫ মি.মি. পুরুত্বের প্রলেপ দিতে হবে। ত্বকটিতে সব সময় বার্না লাগিয়ে রাখতে হবে।
  • যদি কোন কারণে ক্ষত স্থান হতে ক্রীম সরে যায়, তবে সেখানে পুনরায় বার্না প্রয়ােগ করতে হবে।
  • রােগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে।
  • ক্ষতের সন্তোষজনক ক্ষয়পূরণ বা গ্রাফটিং করা যাবে এমন অবস্থায় না আসা পর্যন্ত বার্না প্রয়ােগ করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

কিছু কিছু রােগীর ক্ষেত্রে ক্ষণস্থায়ী লিউকোপেনিয়ার রিপাের্ট পাওয়া গিয়েছে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ত্বকের নেক্রোসিস, ইরাইথিমা মাল্টিফর্ম, ত্বকের অবর্ননীয়তা, জ্বলার অনুভূতি, র্যাশ এবং আন্তঃকোষীয় নেফ্রাইটিস দেখা দিতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: Mazineের সাথে এনজাইম্যাটিক ডেব্রিডিং এজেন্ট, ওরাল হাইপােগ্লাইসেমিক ওষুধ, ফেনিটোইন এবং সিমিটিডিনের পারস্পরিক ক্রিয়া পাওয়া যায়।

সতর্কতা

  • সাধারন - যকৃৎ ও বৃক্কের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হলে ওষুধটির নিষ্কাশণ কমে যায়, ফলে দেহে এর সঞ্চয়ন বৃদ্ধি পায়। এক্ষেত্রে চিকিৎসায় সুফল বিবেচনা করে ওষুধ বন্ধ বা চালিয়ে যেতে হবে।
  • ত্বকীয় আমিষ বিশেষক এজাইমের সাথে ব্যবহার করলে, বার্না এজাইমের কার্যকারিতা নষ্ট করতে পারে।

ল্যাবরেটরী পরীক্ষা - শরীরের অনেক অংশ পুড়ে গেলে সেক্ষেত্রে বার্না ব্যবহার করলে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সিরাম সালফা মাত্রা থেরাপিউটিক লেভেল ৪ মি.গ্রা.% হতে ১২ মি.গ্রা. % পৌছে। এ সময় রােগীর সিরাম সালফা মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে। তাছাড়া রেনাল কার্যক্রম সতর্কভাবে পর্যবেক্ষণ এবং মূত্রে সালফা ক্রিষ্টাল আছে কিনা দেখতে হবে।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

Mazine-এর প্রেগন্যান্সি ক্যাটাগরী হচ্ছে বি। গর্ভাবস্থায় বিশেষ করে প্রসবকালীন সময়ে কেবল মাত্র বিশেষ বিবেচনায় ব্যবহার করতে হবে। Mazine মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায় নাই। তবুও যেহেতু সালফোনামাইড সমূহ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় সেহেতু স্তন্যদানকালীন সময়ে ওষুধটি বিশেষ প্রয়ােজন বিবেচনায় ব্যবহার করতে হবে।

বৈপরীত্য

  • যারা Mazine বা এই পণ্যে ব্যবহৃত কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে বার্না নির্দেশিত নয়।
  • গর্ভবতী মা (যারা বিশেষ করে সন্তান প্রসবের সময়ে পৌছেছে), অকালিক ভূমিষ্ট শিশু, সদ্য ভূমিষ্ট শিশু যাদের বয়স ২ মাসের নীচে তাদের ক্ষেত্রে বার্না নির্দেশিত নয়।

অতিরিক্ত সতর্কতা

শিশু: জীবনের প্রথম 2 মাসে অকাল শিশুদের বা নবজাতক শিশুদের ক্ষেত্রে ক্রিম ব্যবহার করা উচিত নয়৷

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share