ব্যবহার
Mebhydrolin Napadisylate নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- এ্যালার্জি এবং এর লক্ষণ সমূহ যেমন আর্টিকারিয়া বিভিন্ন প্রকার প্রুরাইটাস একজিমা চুলকানি ড্রাগ-র্যাশ পােকার কামড় এ্যালার্জি জনিত কনজাংটিভার প্রদাহ চর্মরােগ হে-ফিভার ভেসােমটর রাইনাইটিস্ এ্যালার্জিজনিত শ্বাসকষ্ট।Mebhydrolin Napadisylate এর দাম কত? Mebhydrolin Napadisylate এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Mebhydrolin Napadisylate |
জেনেরিক | মেবহাইড্রোলিন নাপাডিসাইলেট |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | September 24, 2024 at 5:38 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Mebhydrolin Napadisylate খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
প্রাপ্ত বয়স্ক ও ১০ বছরের উপরের শিশু: দৈনিক ২-৬ টি ট্যাবলেট।শিশু: ৫-১০ বছর: দৈনিক ২-৪ টি ট্যাবলেট। ২-৫ বছর: দৈনিক ১-৩ টি ট্যাবলেট। অনুর্ধ্ব ২ বছর: দৈনিক ১-২ টি ট্যাবলেট। উল্লেখ্য প্রতিবার একটি করে ট্যাবলেট দিনে কয়েকবার খেতে হবে। মেবহাইড্রোলিন ট্যাবলেট খাবারের সময় বা সামান্য পরে খেতে হয়। শিশুদের ক্ষেত্রে ট্যাবলেট গুড়াে করে খাবারের সাথে মিশিয়ে দেয়া যেতে পারে।