মমনিড

Each capsule contains-

  • Elemental Iron 50 mg (as Carbonyl Iron)
  • Folic Acid 0.50 mg
  • Thiamine Mononitrate 2 mg
  • Riboflavin 2 mg
  • Pyridoxine Hydrochloride 1 mg
  • Nicotinamide 10 mg,
  • Vitamin C (as Ascorbic Acid) 50 mg
  • Zinc Sulphate Monohydrate 61.80 mg

This is a haematinic preparation with vitamins and minerals.

  • Carbonyl Iron is more effective and safer choice of Iron supplementation as it has higher bioavailability, low toxicity and better GI tolerance.
  • Folic acid is required to maintain normal healthy development of the neural tube and is vital for cell division from a single cell to a fully developed baby.
  • Vitamin B Complex is required for the growth and development of unborn babies.
  • Vitamin C plays a role in the structure of collagen in the fetal membrane.
  • Zinc is a critical nutrient for fetal growth & development, central nervous system development & function and ensures better maternal & infant health.

ব্যবহার

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রণ, ফলিক এসিড, ভিটামিন বি-কমপেক্স, ভিটামিন সি এবং জিংকের ঘাটতি পূরণে জিফ ফোর্ট ক্যাপসুল নির্দেশিত। জিফ ফোর্ট ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের ভিটামিন ও মিনারেল এর ঘাটতি জনিত সমস্যায়ও নির্দেশিত।

মমনিড এর দাম কত? মমনিড এর দাম

মমনিড in Bangla
Momneed in bangla
বাণিজ্যিক নাম মমনিড
জেনেরিক কর্বোনিল আয়রণ + ফলিক এসিড + ভিটামিন বি কমপেক্স + ভিটামিন সি + জিংক সালফেট মনােহাইড্রেট
ধরণ ক্যাপসুল
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Iron, Vitamin & Mineral Combined preparation
উৎপাদনকারী Acme Laboratories Limited
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

মমনিড খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

প্রাপ্তবয়স্কদের দৈনিক ১ (এক) টি ক্যাপসুল খাবারের আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া

আয়রণের চিকিৎসায় গাঢ় রং যুক্ত মল স্বাভাবিক, এছাড়া বমি বমি ভাব এবং কখনও কখনও পরিপাকতন্ত্রীয় জ্বালাপােড়া যেমন-ক্ষুধামন্দা, বমি, অস্বাচ্ছন্দ্য, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দেখা দিতে পারে। এ ধরণের টাইমড় রিলিজ ক্যাপসুল বিশেষভাবে তৈরী করা, যাতে করে পরিপাকতন্ত্রে অস্বাচ্ছন্দ্য বােধ হবার সম্ভাবনা কমে যায়।

সতর্কতা

Special care should be taken in patients with Iron overload states, such as haemochromatosis, haemolytic anaemia or red blood cell aplasia. Failure to response to the treatment requires further investigations to exclude other causes of anaemia. In patients with renal failure there may be the risk of Zinc accumulation.

মিথস্ক্রিয়া

Carbonyl Iron decreases the absorption of tetracycline antibiotics, quinolone antibiotics, levodopa, levothyroxine, methyldopa and penicillamine. Folic Acid interacts with antiepileptics, so plasma concentrations of phenobarbital, phenytoin and primidone are possibly reduced.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

যদি সম্ভব হয় গর্ভাবস্থার প্রথম তিন মাস যে কোন প্রকার ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। সঠিকভাবে আয়রণের ঘাটতি নিশ্চিত হলেই কেবল মাত্র প্রথম তিন মাসে আয়রণ গ্রহণ করা যেতে পারে। গর্ভাবস্থার শেষ দিনগুলিতে আয়রণের ঘাটতি প্রতিরােধে এবং খাদ্যের অপর্যাপ্ততায় জিংক এবং ফলিক এসিডের ব্যবহার যুক্তিযুক্ত।

বৈপরীত্য

যাদের এই জাতীয় ওষুধে সংবেদনশীলতা আছে অথ বা যারা আয়রণের মাত্রাতিরিক্ততায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

Symptoms of Carbonyl Iron include decreased energy, nausea, abdominal pain, tarry stool, weak, rapid pulse, fever, coma, seizures.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

টেট্রাসাইক্লিন, কুইনােলােন, লেভােডােপা, লেভােথাইরক্সিন, মিথাইলডােপা, পেনিসিলামিন, ফেনােবারবিটাল, ফিনাইটোইন এবং প্রাইমিডন।

সংরক্ষণ

Store in a cool and dry place, keep away from light and moisture. Keep all medicines out of the reach of children.


*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share