Monamra Md এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Monamra Md

মন্টিলুকাস্ট একটি সিলেকটিভ এবং মুখে সেব্য লিউকোট্রিন রিসেপ্টর প্রতিবন্ধক যা সিজটিনাইল লিউকোট্রিন সিজএলটি-১ রিসেপ্টরকে বাধা দেয়। সিজটিনাইল লিউকোট্রিনস এবং লিউকোট্রিন রিসেপ্টরের ক্রিয়া এজমার প্রক্রিয়ার সাথে জড়িত যেমন, শ্বাসপথে ইডিমা, অনৈচ্ছিক পেশির সংকোচন এবং কোষের পরিবর্তিত ক্রিয়াজনিত প্রদাহ প্রক্রিয়া যা এজমার লক্ষনসমুহের জন্য দায়ী।

ব্যবহার

সহযােগী থেরাপী হিসাবে এ্যাজমার চিকিৎসায় নির্দেশিত। ১০ মি.গ্রা. ট্যাবলেট এ্যাজমা এবং সিজনাল এলার্জিক রাইনাইটিস জনিত উপসর্গ দুরীকরনের নির্দেশিত এক্সারসাইজ- ইনডিউসড় ব্রংকোকনস্ট্রিকসন-এর কারণে সৃষ্ট এ্যাজমা প্রতিরােধেও মনটিন নির্দেশিত।

Monamra Md এর দাম কত? Monamra Md এর দাম

Monamra Md in Bangla
Monamra Md in bangla
বাণিজ্যিক নাম Monamra Md
জেনেরিক মন্টিলুকাস্ট সোডিয়াম
ধরণ Tablet
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Leukotriene receptor antagonists
উৎপাদনকারী Amra Remedies
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Monamra Md খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ১৫ বছর বয়ােপ্রাপ্ত এবং বয়স্ক- ১০ মি.গ্রা. ১ টি ট্যাবলেট প্রতিদিন সন্ধ্যায়।
  • ৬-১৪ বছরের শিশু- ৫ মি.গ্রা. চুষে খাওয়ার ট্যাবলেট প্রতিদিন সন্ধ্যায়।
  • ২-৫ বছরের শিশু- ৪ মি.গ্রা. চুষে খাওয়ার ট্যাবলেট প্রতিদিন সন্ধ্যায়।

পার্শ্বপ্রতিক্রিয়া

মাথা ব্যথা, ফুসকুড়ি, বদহজম, মাথা ঝিম্ ঝিম্ ভাব, পেটে ব্যথা, লিভার ট্রান্সঅ্যামাইনেজ এর বৃদ্ধি, ডায়রিয়া, সাইনুসাইটস, মধ্যকর্ণের প্রদাহ ইত্যাদি।

সতর্কতা

পূর্ব সতর্কতা: তীব্র এজমার আক্রমনে মন্টিলুকাস্ট নির্দেশিত নয়। যেসব রোগীর অ্যাসপিরিনের প্রতি সংবেদনশীলতার ঘটনা জানা আছে, তাদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট সেবনের সময় অ্যাসপিরিন বা অন্যান্য এনএসএআইডি সেবন এড়িয়ে চলা উচিত।

মিথস্ক্রিয়া

মন্টিলুকাস্ট সাধারণত অত্যন্ত সুসহনীয়। পার্শ প্রতিক্রিয়া সমুহ যা সাধারণত মৃদু ধরণের, তার মধ্যে রয়েছে পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্য, শুকনো মুখ, তৃষ্ণা, এনাফাইলেক্সিস, এনজিওএডেমা এবং ত্বকের প্রতিক্রিয়া সহ বিভিন্ন ধরণের অতি সংবেদনশীলতা, দুর্বলতা, মাথা ঘোরানো, স্পর্শ কাতরতা, অস্থিরতা, মাথা ব্যাথা, নিদ্রাজনিত সমস্যা, অনিদ্রা, তন্দ্রাচ্ছন্রতা, দুঃস্বপ্ন।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগন্যান্সি ক্যাটাগরি-বি। গর্ভবতী মহিলাদের উপর মন্টিলুকাস্টের পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত পরীক্ষা হয়নি। সেজন্য গর্ভাবস্থায় কেবলমাত্র সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে মন্টিলুকাস্ট ব্যবহার করা উচিত।

স্তন্যদানকালে: মন্টিলুকাস্ট মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। তাই দুগ্ধদানকালে মন্টিলুকাস্ট সেবনে সাবধানতা অবলম্বন করা উচিত।

বৈপরীত্য

মন্টিলুকাস্ট কিংবা এর যেকোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীর জন্য ইহা প্রতিনির্দেশিত। স্টাটাস এ্যাজমাটিকাসে নির্দেশিত নয়।

অতিরিক্ত সতর্কতা

পেডিয়াট্রিক ব্যবহার: মন্টেলুকাস্টের নিরাপত্তা এবং কার্যকারিতা 1 থেকে 14 বছর বয়সের মধ্যে হাঁপানি এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত শিশু রোগীদের মধ্যে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে। শিশু রোগীদের রৈখিক বৃদ্ধির উপর মন্টেলুকাস্টের দীর্ঘস্থায়ী প্রশাসনের প্রভাবের মূল্যায়ন করা দীর্ঘমেয়াদী ট্রায়াল পরিচালিত হয়নি।

জেরিয়াট্রিক ব্যবহার: মন্টেলুকাস্টের ক্লিনিকাল গবেষণায় মোট বিষয়ের মধ্যে, 3.5% 65 বছর বা তার বেশি বয়সী এবং 0.4% 75 বছর বা তার বেশি বয়সী। এই বিষয় এবং অল্পবয়সী বিষয়গুলির মধ্যে নিরাপত্তা বা কার্যকারিতার কোন সামগ্রিক পার্থক্য পরিলক্ষিত হয়নি। কিন্তু কিছু বয়স্ক ব্যক্তির বৃহত্তর সংবেদনশীলতা উড়িয়ে দেওয়া যায় না।

তীব্র ওভারডোজ

লক্ষণগুলি: পেটে ব্যথা, উদ্বেগ, তৃষ্ণা, মাথা ব্যথা, বমিভাব এবং সাইকোমোটার হাইপার্যাকটিভিটি। মাত্রাধিক্যের ক্ষেত্রে প্রয়োজনীয় সাপোর্টিভ চিকিৎসা প্রদান করতে হবে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

এসপিরিন-এর প্রতি সংবেদনশীলতা রয়েছে এমন রােগীদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট গ্রহনকালীন সময়ে এসপিরিন বা ননস্টেরয়ডাল এ্যান্টি-ইনফ্লামেটরী ওষুধ গ্রহন থেকে বিরত থাকতে হবে।

সংরক্ষণ

অনুর্ধ্ব ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুকনো জায়গায় ঔষধটি সংরক্ষন করতে হবে।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share