Monamycin Cream 0.3% এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

ব্যবহার

জেন্টামাইসিন অয়েন্টমেন্ট আগুনে পোড়া, একজিমা, সেবোরিক ডারমাটাইটিস, এক্সকোরিয়েশন, ফলিকুলাইটিস, ফিউরুনকুলোসিস, ল্যাসারেশন, প্যারোনিকিয়া, পাইওডারমা গ্যাংগ্রীনোসাম, ত্বকে সিস্ট এবং অ্যাবসেস, ত্বকে সংক্রমিত ক্ষত, ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাসজনিত ত্বকে বাহ্যিক সংক্রমণ, সাইকোসিস বারবী, লঘু সার্জিক্যাল ক্ষত, সংবেদনশীল জীবাণু সংক্রমিত কনটাক্ট ডারমাটাইটিস।

Monamycin Cream 0.3% এর দাম কত? Monamycin Cream 0.3% এর দাম 15 mg tube: ৳ 16.75

Monamycin Cream 0.3% in Bangla
Monamycin Cream 0.3% in bangla
বাণিজ্যিক নাম Monamycin Cream 0.3%
জেনেরিক জেন্টামাইসিন সালফেট (টপিক্যাল)
ধরণ Cream
পরিমাপ 0.3%
দাম 15 mg tube: ৳ 16.75
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Amico Laboratories Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা October 19, 2023 at 6:27 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Monamycin Cream 0.3% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

জেন্টামাইসিন অয়েন্টমেন্ট প্রতিদিন ৩ বার লাগাতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যাবহার্য। অয়েন্টমেন্ট লাগানোর পূর্বে আক্রান্ত স্থান ভালোমত সাবান ও পানি দিয়ে পরিস্কার করে সম্পূর্ণভাবে উক্ত স্থান শুকানো উচিৎ। যদি আক্রান্ত স্থানে শক্ত আবরণ থাকে তা হলে অয়েন্টমেন্ট উক্তস্থানে লাগানোর পূর্বে উক্ত আবরণ পরিস্কার করা উচিৎ যাতে জীবাণুর সাথে অয়েন্টমেন্ট অধিক সংস্পর্শে আসতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া

চুলকানি, লালভাব, ফোলাভাব বা জ্বালা হওয়া।

সতর্কতা

জেন্টামাইসিন এর প্রতি অতিসংবেদশীল রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা উচিৎ নয়।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগনেন্সি ক্যাটাগরি ডি। মাতৃদুগ্ধে জেন্টামাইসিন সামান্য পরিমাণ নিঃসৃত হয়। তাই চিকিৎসার সময় দুগ্ধদান বিরত রাখা উচিত।

বৈপরীত্য

জেন্টামাইসিন এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা অনুপযোগী। ইহা গর্ভাবস্থায় এবং মায়াসথেনিয়া গ্র্যাভিস (Myasthenia gravis) এর ক্ষেত্রে অনুপযোগী।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলো থেকে দূরে, ৩০°সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share