নেনল
Bacitracin inhibits bacterial cell wall synthesis and is active against many gram-positive bacteria (e.g. staphylococci, streptococci, corynebacteria and Clostridia) and some gram-negative species (e.g. Neisseria and Haemophilus influenzae). They are often found in combinations in topical preparations as broad spectrum antibacterial agents.
Neomycin, an aminoglyoside with antimicrobial spectrum similar to gentamicin, binds to the 30S subunits of the bacterial ribosome, inhibiting protein synthesis and thereby disrupting DNA synthesis. It is active against many gram negative aerobes and against some strains of staphylococci.
ব্যবহার
ফারাঙ্কুলােসিস, ইমপেটিগাে, সাইকোসিস বারবি, একজিমা, ত্বকের আলসার, সংক্রমিত ক্ষত, সংক্রমিত পােড়া ঘা এবং বিভিন্ন প্রজাতির স্টেফাইলােকক্কাই (অন্যান্য এন্টিবায়ােটিকের প্রতি রেজিস্ট্যান্ট) জীবানুর দ্বারা সৃষ্ট ক্ষত।
নেনল এর দাম কত? নেনল এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | নেনল |
জেনেরিক | নিওমাইসিন সালফেট + ব্যাট্রিসিন জিঙ্ক |
ধরণ | পাউডার |
পরিমাপ | (5mg+4.56mg) / gm |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Ophthalmic and Topical antibacterial products |
উৎপাদনকারী | Alco Pharma Ltd |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
নেনল খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
- স্কিন অয়েন্টমেন্ট : দিনে ২ থেকে ৩ বার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে।
- ডাস্টিং পাউডার : ত্বকের ক্ষত স্থানে প্রতিদিন ৪ বার পর্যন্ত লাগাতে হবে।
পার্শ্বপ্রতিক্রিয়া
ত্বকে এলার্জি জনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
সতর্কতা
- বড় আকারের উন্মুক্ত ক্ষতে অথবা ত্বকের তীব্র আঘাতজনিত ক্ষতে অথবা প্রচুর পরিমানে তরল নিঃসৃত হয় এমন ক্ষতে কঠিন আবরণ হতে পারে বিধায় এমন স্থানসমুহে নিওট্রাসিন এন্টিবায়ােটিক পাউডার ব্যবহার করা উচিৎ নয়।
- নিওট্রাসিন স্কিন অয়েন্টমেন্টে নিওমাইসিন থাকায় ইহা বহিঃকর্ণের প্রদাহে যেখানে কানের পর্দা ছিদ্র হয়েছে সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
মিথস্ক্রিয়া
Bacitracin Zinc: Increased risk of nephrotoxicity when used with other nephrotoxic drugs. May enhance the action of neuromuscular-blocking agents.
Neomycin Sulphate: Additive nephrotoxic and neurotoxic effect with other aminoglycosides, bacitracin, cisplatin, vancomycin, amphotericin B, polymyxin B, colistin and viomycin. Enhanced toxicity with potent diuretics. May impair the absorption of other drugs. May enhance the effect of acarbose. May enhance the effect of non-depolarising muscle relaxants. May antagonise the parasympathomimetic effect of neostigmine and pyridostigmine. May increase the risk of hypocalcaemia in patients receiving bisphosphonates. May alter INR when givenwithanticoagulants. May inactivate oral typhoid vaccine.
গর্ভাবস্থাকালীন ব্যবহার
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ব্যবহার না করাই শ্রেয়।
বৈপরীত্য
এই ওষুধের যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
অতিরিক্ত সতর্কতা
Children and Infants: This ointment is suitable for use in children at the same dose as adults, but the dose should be reduced in infants. This ointment is not recommended for use in neonates.
তীব্র ওভারডোজ
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
Keep all medicines out of reach of children. Store in a cool and dry place, protected from light.