ব্যবহার
ভ্যাজাইনাল চুলকানি, পূনঃসংক্রমণ মূলক ভ্যাজাইনাল সংক্রমণ (মূলত ভ্যাজাইনাল ক্যানডিডা), ছত্রাক দ্বারা ভ্যাজাইনাইটিস, ক্লোট্রিমাজল এর প্রতি সংবেদনশীল এমন যেকোন ছত্রাক দ্বারা তৈরী ভ্যাজাইনাল প্রদাহে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট কার্যকর।Neosten VT Vaginal Tablet 200 mg এর দাম কত? Neosten VT Vaginal Tablet 200 mg এর দাম Unit Price: ৳ 20.00 (1 x 3: ৳ 60.00) Strip Price: ৳ 60.00
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Neosten VT Vaginal Tablet 200 mg |
জেনেরিক | ক্লোট্রিমাজোল (ভ্যাজাইনাল ট্যাবলেট) |
ধরণ | Vaginal Tablet |
পরিমাপ | 200 mg |
দাম | Unit Price: ৳ 20.00 (1 x 3: ৳ 60.00) Strip Price: ৳ 60.00 |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | Beximco Pharmaceuticals Ltd. |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | October 19, 2023 at 6:27 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Neosten VT Vaginal Tablet 200 mg খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
ক্লোট্রিমাজল ১০০ ও ২০০ মি.গ্রা. ভ্যাজাইনাল ট্যাবলেট: প্রথম সংক্রমণ: ক্যানডিডা ভ্যাজাইনিটিস-এর জন্য সাধারণত তিন দিনের চিকিৎসা যথেষ্ট। পরপর তিন রাতে ২টি করে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ১০০ মি.গ্রা. অথবা ১টি করে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ২০০ মি.গ্রা. যোনির যতটা ভিতরে সম্ভব প্রয়োগ করতে হবে (এ্যাপ্লিকেটর ব্যবহারের জন্য নির্দেশাবলী দেখুন)। চিৎ হয়ে শুয়ে হাঁটু সামান্য ভাঁজ করা অবস্থায় সবচেয়ে ভালভাবে প্রয়োগ করা যায়। পুন: সংক্রমণ: সাধারণত ৬ দিনের চিকিৎসা যথেষ্ট। উপরে উল্লেখিত জীবাণুগুলো দ্বারা সংঘটিত সংক্রমণের ক্ষেত্রেও ৬ দিনের চিকিৎসা যথেষ্ট। পরপর ৬ রাতে একটি করে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ১০০ মি.গ্রা. যোনির যতটা ভেতরে সম্ভব প্রয়োগ করতে হবে। প্রয়োজন হলে ২টি করে ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ১০০ মি.গ্রা. (১টি সকালে এবং অপরটি বিকালে) অথবা ১টি ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট ২০০ মি.গ্রা. ৬ থেকে ১২ দিনের জন্য ব্যবহার করা যেতে পারে। ক্লোট্রিমাজল ৫০০ মি.গ্রা. ভ্যাজাইনাল ট্যাবলেট: একক মাত্রা, সম্পূর্ণ চিকিৎসায় একটি ভ্যাজাইনাল ট্যাবলেট। ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট যোনির যতটা ভিতরে সম্ভব প্রয়োগ করতে হবে। চিৎ হয়ে শুয়ে হাঁটু সামান্য ভাঁজ করা অবস্থায় সবচেয়ে ভালভাবে প্রয়োগ করা যায়। চিকিৎসার সময় সীমা এমনভাবে করতে হবে যেন ঋতুচক্র এড়িয়ে যাওয়া যায় এবং ঋতুচক্র শুরুর পূর্বে চিকিৎসা শেষ করা যায়। পুনঃসংক্রমণ পরিহার করার জন্য, সঙ্গীকেও ক্লোট্রিমাজল ব্যবহার করা উচিৎ। ক্লোট্রিমাজল ভ্যাজাইনাল ট্যাবলেট বর্ণহীন যা অন্তর্বাসকে রঞ্জিত করে না। না বেধে যাওয়া পর্যন্ত চাপদন্ড টি টানুন। অ্যাপ্লিকেটর এর মধ্যে ভ্যাজাইনাল ট্যাবলেটটি স্থাপন করুন। ট্যাবলেট সহ অ্যাপ্লিকেটরটি সাবধানে ভ্যাজাইনার যত ভিতরে সম্ভব প্রবেশ করান। না থেমে যাওয়া পর্যন্ত চাপদন্ড তে চাপ দিন যাতে ট্যাবলেটটি ভ্যাজাইনার মধ্যে স্থাপিত হয়। ব্যবহার শেষে অ্যাপ্লিকেটর থেকে চাপদন্ড কে পুরোপুরি টেনে বের করুন। তারপর ইহা হালকা গরম এবং সাবানযুক্ত পানিতে ভালভাবে ধূয়ে শুকিয়ে রাখুন।