Nevigel এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Nevigel

ইহা ম্যাগালড্রেট ও সিমেথিকনের একটি মিশ্রন। ম্যাগালড্রেট (ম্যাগনেসিয়াম এ্যালুমিনিয়াম অর্থাৎ হাইড্রোক্সিম্যাগনেসিয়াম এ্যালুমিনেট) সমৃদ্ধ যৌগ যাহা পাকস্থলীর pH -কে ৫-৬ এর বেশী না বাড়িয়ে অতিদ্রুত গ্যাস্ট্রিক এসিডকে প্রশমিত করে। ইহা পেপসিনের কার্যকারিতাকেও কমিয়ে দেয়। এর আরেকটি উপাদান সিমেথিকন যা পেটের মধ্যে জমে থাকা গ্যাসকণাগুলোকে একত্রিত করে শরীর থেকে বের করে দিয়ে পেট ফাঁপা থেকে মুক্তি দেয়।

ব্যবহার

পেপটিক আলসার, রিফ্লাক্সজনিত খাদ্যনালীর প্রদাহ, বুক জ্বালা, বদহজম এবং পেটফাঁপা। অক্সিকোন-এমএস মিউকাস-আবদ্ধ ও অপারেশন পরবর্তী গ্যাস জনিত লক্ষণ দূর করতে নির্দেশিত।

Nevigel এর দাম কত? Nevigel এর দাম

Nevigel in Bangla
Nevigel in bangla
বাণিজ্যিক নাম Nevigel
জেনেরিক ম্যাগালড্রেট + সিমেথিকোন
ধরণ Suspension
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Antacids, Anti-dyspeptic/Carminatives
উৎপাদনকারী Brinton Pharmaceuticals Limited
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Nevigel খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ট্যাবলেট ও ১-৪ টি চুষে খাবার ট্যাবলেট আহারের ১-২ ঘন্টা পরে এবং রাতে শােবার সময় খেতে হবে।
  • ট্যাবলেট চুষে খেতে হবে।
  • ইহা পানি দিয়ে গিলে খাওয়া যাবে না।
  • সাপেনশন ও ১-৪ চা চামচ আহারের ১-২ ঘন্টা পর এবং রাতে শােবার সময় বা যখন প্রয়ােজন। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া

ম্যাগালড্রেট এবং সিমেথিকোন সুসহনীয়, মাঝে মাঝে অল্প সংখ্যক রােগীর মৃদু কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

সতর্কতা

বৃক্কের অসমকার্যকারিতা, হাইপোফসফেটেমিয়া ও দূর্বল রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

মিথস্ক্রিয়া

ম্যাগালড্রেট টেট্রাসাইক্লিন এর সাথে ব্যবহার করা উচিৎ নয়। ইহা প্রোপ্রানোলল, আইসোনিয়াজাইড, প্রেডনিসোলন ও ন্যাপ্রোক্সেন-এর বায়ো-এভেইলেবিলিটি ও বিশোষন কমিয়ে দেয়।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগন্যান্সি ক্যাটাগরি-সি, তাই গর্ভাবস্থায় প্রয়ােজন অনুসারে ব্যবহার করতে হবে। দীর্ঘদিন উচ্চ মাত্রায় সেবন পরিহার করা উচিত। শিশুদের ক্ষেত্রে যথাযথ রােগ নিরুপণ না হওয়া পর্যন্ত ৬ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয়।

বৈপরীত্য

রুদ্ধ আন্ত্রিকনালী, বৃক্কীয় অকার্যকারিতা, এপেন্ডিসাইটিস, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, এ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও সিমেথিকন এর প্রতি অতিসংবেদনশীলতা।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

এই ফর্মুলেশনের সাথে অতিরিক্ত ডোজ একটি বিরল ঘটনা।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ


*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share