Optrex Infected Eye Drops
Chloramphenicol inhibits bacterial protein synthesis by binding to 50s subunit of the bacterial ribosome, thus preventing peptide bond formation by peptidyl transferase. It has both bacteriostatic and bactericidal action against H. influenzae, N. meningitidis and S. pneumoniae.
ব্যবহার
- কর্ণিয়া, কনজাংটিভা ও ইউভিয়া এন্টেরিয়ারের মত চোখের অন্তর্বর্তী অংশের, চোখের পাতার এবং অশ্রুনালীর সংক্রমণে।
- অস্ত্রোপচারের পূর্বে ও পরে এবং রাসায়নিক ও অন্যান্য কারণে সৃষ্ট চোখের সংক্রমণে প্রতিরােধক হিসাবে।
- ট্রাকোমা এবং হার্পেস জোস্টার অপথালমিকাস হলে প্রতিষেধক ও নিরাময়কারী হিসাবে চক্ষুনালীর সিক্তকরণে।
- যদি অন্যান্য এন্টিবায়ােটিকের প্রতি সংক্রামক জীবানুর প্রতিরােধ ক্ষমতা থেকে থাকে সেক্ষেত্রে Optrex Infected Eye Dropsের ব্যবহার নির্দেশিত।
Optrex Infected Eye Drops এর দাম কত? Optrex Infected Eye Drops এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Optrex Infected Eye Drops |
জেনেরিক | ক্লোরামফেনিকল |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Ear Anti-Infectives & Antiseptics, Eye Anti-Infectives & Antiseptics |
উৎপাদনকারী | Reckitt Benckiser Healthcare (UK) Ltd |
উপলভ্য দেশ | United Kingdom |
সর্বশেষ সম্পাদনা | September 19, 2023 at 7:00 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Optrex Infected Eye Drops খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
- এরিস্টোফেন ড্রপসৃঃ কনজাংটিভাল স্যাকে দৈনিক ২ থেকে ৪ বার ১ ড্রপ করে তবে রােগের তীব্রতা বেশী হলে প্রতি ঘন্টায় ১ ড্রপ করে দিতে হবে।
- সিস্টেমিক রিজপসান যথাসম্ভব কমানাের লক্ষ্যে ওষুধ প্রয়ােগের পর ১ থেকে ২ মিনিট পর্যন্ত নাকের পাশে ও চোখের প্রান্তে আঙ্গুল দিয়ে চেপে রাখুন।
- অয়েন্টমেন্টঃ কনজাংটিভার থলিতে পাতলা এবং সুষমভাবে প্রতি রাতে (যদি দিনের বেলায় ড্রপস ব্যবহার হয়ে থাকে) অথবা দৈনিক ৩-৪ বার ব্যবহার করা হয় (যদি শুধুমাত্র অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়ে থাকে)।
পার্শ্বপ্রতিক্রিয়া
ব্যবহারের পর পরই মৃদু জ্বালাভাব ও মুখে তিক্ত স্বাদ অনুভূত হতে পারে। খুব কম ক্ষেত্রে পালপিব্রাল একজিমার মত এলার্জিক ক্রিয়ার দৃষ্টান্ত রয়েছে। Optrex Infected Eye Drops ব্যবহারের পর প্যানসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বােসাইটোপিনিয়া ও এগ্রানিউলােসাই টোসিস এর মত রক্তসংক্রান্ত সমস্যা বিছিন্নভাবে ঘটতে দেখা যায়। কিন্তু এরূপ আংশিক অপরিবর্তনীয় ও জীবাণুনাশক ক্রিয়ার তীব্রতা ও লক্ষণকাল এসব পরীক্ষায় ব্যবহৃত স্বাভাবিকভাবে বর্ধিত মাত্রার সাথে সম্পর্কযুক্ত নয়। Optrex Infected Eye Drops ব্যবহারের বিছিন্নভাবে যে নিউরাইটিস নার্ভি দেখা যায়, চিকিত্সা বন্ধ করলে তা থেকে আরােগ্য লাভ করা সম্ভব হয়।
সতর্কতা
সাধারণত কর্ণিয়ার ঘা সারাতে Optrex Infected Eye Drops অয়েন্টমেন্টে দেরি হতে পারে। সুতরাং কর্নিয়াল ঘা সংক্রান্ত রােগীদের ক্ষেত্রে ইহা সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। টিউব অথবা বােতল খােলার পর ৪ সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত হবে না।
মিথস্ক্রিয়া
Decreased effects of iron and vitamin B12 in anaemic patients. Phenobarbitone and rifampin reduce efficacy of chloramphenicol. Impairs the action of oral contraceptives.
গর্ভাবস্থাকালীন ব্যবহার
যদিও মানবদেহের উপর পরিচালিত কোন নিয়ন্ত্রিত গবেষণালব্ধ ফলাফল পাওয়া যায়নি তবে প্রাণীদেহে পরিচালিত গবেষণায় দেখা গেছে যে ভুনের উপর Optrex Infected Eye Dropsের বিরূপ ক্রিয়া রয়েছে। এরিস্টোফেন গর্ভাবস্থায় বা সদ্য ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় (গর্ভাবস্থার ক্যাটেগরীঃ সি)।
শিশুদের ক্ষেত্রেঃ যেহেতু কোন বিশেষ উপাত্ত পাওয়া যায়নি তাই শিশুদের ক্ষেত্রে বিশেষ কোন প্রয়ােগবিধি উল্লেখ করা হয়নি।
বৈপরীত্য
- কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতায়
- তীব্র ইন্টারমিটেন্ট পারফাইরিয়া হলে
- অস্থি মজ্জার ডিপ্রেশনের কারণে মারাত্মক রক্তের গােলযােগ এবং যকৃতে গােলযােগে
- সদ্য ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে বংশগতভাবে অস্থি মজ্জার ডিপ্রেশনের তথ্য থাকলে।
কন্টাক্ট লেন্স ব্যবহারকারী রােগীদের ক্ষেত্রেঃ সংক্রামক দ্রব্যের বহন রােধ করার জন্য চক্ষু সংক্রমণ অবস্থায় কন্টাক্ট লেন্স ব্যবহার উচিত নয়।
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
- যেহেতু জীবাণু প্রতিরােধী এন্টিবায়ােটিক সমূহ জীবাণুধ্বংসকারী এন্টিবায়ােটিকের কার্যকারিতায় বাধা সৃষ্টি করে, তাই Optrex Infected Eye Dropsের সাথে পেনিসিলিন, সেফালােস্পরিন, জেন্টামাইসিন, টেট্রাসাইক্লিন, পলিমিক্সিন বি, ভ্যাংকোমাইসিন বা সালফাডায়াজিনের মত জীবাণুধ্বংসকারী এন্টিবায়ােটিক সমূহ আনুষাঙ্গিকভাবে ব্যবহার করা উচিত নয়।
- অধিকন্তু, যেসব ওষুধ রক্তে বিশােষণের মাধ্যমে ক্রিয়া করে এবং যাদের হেমাটোপয়েসিস প্রক্রিয়ার উপর বিরূপ প্রতিক্রিয়া রয়েছে সেসব ওষুধের সাথে বা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সালফোনিলইউরিয়া, কুমারিন জাতীয় ওষুধ, হাইডানটয়েন এবং মিথোেট্রাক্সেট এর সাথে Optrex Infected Eye Dropsের আনুসাঙ্গিক ব্যবহার সংগত নয়।
ওষুধের পারস্পরিক ক্রিয়া: Optrex Infected Eye Drops দ্রবণের সাথে কার্বোনিসিলিন, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি এর অসংগতি রয়েছে।
সংরক্ষণ
Cap/susp: Store at temp not exceeding 30°C.
Ophth/otic preparation: Store between 2-8°C. Do not freeze. Protect from light.
https://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=CHEBI:17698
http://www.genome.jp/dbget-bin/www_bget?cpd:C00918
http://www.hmdb.ca/metabolites/HMDB0014589
http://www.genome.jp/dbget-bin/www_bget?drug:D00104
http://www.genome.jp/dbget-bin/www_bget?cpd:C00918
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=5959
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?sid=46505318
https://www.chemspider.com/Chemical-Structure.5744.html
http://www.bindingdb.org/bind/chemsearch/marvin/MolStructure.jsp?monomerid=23447
https://mor.nlm.nih.gov/RxNav/search?searchBy=RXCUI&searchTerm=2348
https://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=17698
https://www.ebi.ac.uk/chembldb/index.php/compound/inspect/CHEMBL130
https://zinc.docking.org/substances/ZINC000000113382
http://bidd.nus.edu.sg/group/cjttd/ZFTTDDRUG.asp?ID=DAP001356
http://www.pharmgkb.org/drug/PA448927
https://www.ebi.ac.uk/pdbe-srv/pdbechem/chemicalCompound/show/CLM
http://www.rxlist.com/cgi/generic3/chloramphenicol.htm
https://www.drugs.com/mtm/chloramphenicol-ophthalmic.html
https://en.wikipedia.org/wiki/Chloramphenicol