Orachild Oral Rehydration Salt
This contains essential electrolytes & carbohydrate (in the form of processed rice) which are vital for a dehydrating patient in conditions such as cholera, acute diarrhoea, vomiting & excessive sweating.
In the normal healthy intestine, there is a continuous exchange of water through the intestinal wall - up to 20 liters of water is secreted and very nearly as much is reabsorbed every 24 hours - this mechanism allows the absorption of soluble metabolites from digested food into the bloodstream.
In a state of diarrheal disease the balance is upset and much more water is secreted than is reabsorbed causing a net loss to the body which can be as high as several liters a day. In addition to water, Chloride ion (CI-), extracellular sodium ion (Na+) & intracellular potassium ion (K+) are also lost. This is effectively replenishes the lost electrolytes in the body.
ব্যবহার
- ডায়রিয়া, কলেরা, বমি, পাতলা পায়খানায় পানি শূন্যতা পূরণের জন্য।
- স্যালাইন প্রস্তুত প্রনালী ২৫০ মি.লি. স্যালাইন তৈরীর জন্য একটি পরিষ্কার পাত্রে ২৫০ মি.লি. (প্রায় এক গ্লাস) ফুটন্ত পানি ঢালুন।
- একটি প্যাকেটের সবটুকু স্যালাইন পানিতে ঢালতে ঢালতে নাড়তে থাকুন ।
- চামচ দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। প্রস্তুতকৃত স্যালাইন রােগীকে মাত্রা অনুযায়ী প্রয়ােজন মত খেতে দিন।' ৫০০ মি.লি. স্যালাইন তৈরীর জন্য: ৫০০ মি.লি. (প্রায় ২ গ্লাস) ফুটন্ত পানি দিয়ে, উপরের পদ্ধতি অনুসরন করে ৫০০ মি.লি, স্যালাইন তৈরী করুন। প্রস্তুতকৃত স্যালাইন কিছুটা ঠান্ডা হওয়ার পরে রােগীকে খেতে দিন।
রাইস ওআরএস ২৫০ মি.লি. স্যালাইন : প্রতিটি প্যাকেটে আছেসােডিয়াম ক্লোরাইড বিপি ০.৬৫০ গ্রাম, পটাসিয়াম ক্লোরাইড বিপি ০.৩৭৫ গ্রাম ট্রাইসােডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট বিপি ০.৭২৫ গ্রাম প্রক্রিয়াজাত চালের গুঁড়া ফামগ্রেড ১২.৫০০ গ্রাম। রাইস ওআরএস ৫০০ মি.লি, স্যালাইন :- প্রতিটি প্যাকেটে আছেসােডিয়াম ক্লোরাইড বিপি ১.৩০ গ্রাম পটাসিয়াম ক্লোরাইড বিপি ০.৭৫ গ্রাম ট্রাইসােডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট বিপি ১.৪৫ গ্রাম প্রক্রিয়াজাত চালের গুড়া ফার্মগ্রেড ২৫.০০ গ্রাম।
Orachild Oral Rehydration Salt এর দাম কত? Orachild Oral Rehydration Salt এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Orachild Oral Rehydration Salt |
জেনেরিক | Oral Rehydration Salt (Rice Based) |
ধরণ | Powder For Solution |
পরিমাপ | 13.5g, 2.6g, 1.5g, 2.9g |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Oral electrolytes preparations |
উৎপাদনকারী | Medrugs Limited |
উপলভ্য দেশ | Nigeria |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Orachild Oral Rehydration Salt খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
- প্রতিবার পাতলা পায়খানার পর নিম্ন মাত্রায় রােগীকে রাইস ওআরএস® খাওয়াতে ৬ মাস হতে ২ বছর পর্যন্ত : ৫০-১০০ মি.লি. (১০ থেকে ২০ চা চামচ)
- ২ বছর হতে ১০ বছর পর্যন্ত : ১০০-২০০ মি.লি. (অর্ধেক গ্লাস থেকে এক গ্লাস)।
- ১০ বছরের ঊর্ধ্বে: এক গ্লাস থেকে দুই গ্লাস পর্যন্ত খাওয়াতে হবে।
Discard any unused reconstituted saline after 5 hours of preparation After preparing the saline further heating or boiling is not necessary Feeding-bottle should not be used
Mix the solution with a clean spoon each time before administration
Syringe without needle may be used to put small amount of saline into babies mouth
Reconstitutions
Preparation for 250 ml Saline: Wash both hands with soap before preparing the saline. Add 250 ml (one glassful) hot boiled water into a jar.Then add full sachet of Rice ORS® (for 250 ml water) powder into the jar. Mix the powder well in the water until a milky white solution appears. Give the solution to the patient to drink as per the dose.Preparation for 500 ml Saline: Wash both hands with soap before preparing the saline. Add 500 ml hot boiled water (two glassfuls) into a jar. Then add full sachet of Rice ORS* (for 500 ml water) powder into the jar. Mix the powder well in the water until a milky white solution appears. Give the solution to the patient to drink as per the dose.
পার্শ্বপ্রতিক্রিয়া
সতর্কতা
নিম্নলিখিত ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবেশিশুদের বয়স এক বছরের কম হলে যে সকল রােগীর রক্তে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা আছে। যে সকল রােগীর কিডনি ও লিভারের কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
মিথস্ক্রিয়া
গর্ভাবস্থাকালীন ব্যবহার
নির্দেশিত পরামর্শ পাঁচ ঘন্টা পর প্রস্তুতকৃত স্যালাইন ফেলে দিন স্যালাইন প্রস্তুতির পর এটিকে আর গরম করবেন না খাওয়ানাের সময় ফিডার ব্যবহার করবেন না প্রতিবার প্রস্তুতকৃত স্যালাইন ব্যবহারের সময় পরিষ্কার চামচ দিয়ে নাড়িয়ে নিন শিশুদের ক্ষেত্রে অল্প পরিমানে প্রয়ােগের সময় সুঁই ছাড়া সিরিঞ্জ ব্যবহার করা যেতে পারে।
বৈপরীত্য
- Kidney failure resulting in diminished production of urine (oliguria) Kidney failure, preventing production of urine (anuria)
- Obstruction of the stomach or intestines Reduced blood flow to vital internal organs (shock)
- Severe and continuous vomiting (intractable vomiting)
- Severe dehydration Severe diarrhoea in infants
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার কোন তথ্য পাওয়া যায় নাই। প্রতি নির্দেশনা:কিডনির অকার্যকারিতা- যে ক্ষেত্রে মূত্র উৎপাদন কম হয় বা ব্যহত হয় পাকস্থলী বা অন্ত্রে। প্রতিবন্ধকতাশ (Shok) তীব্র এবং একটানা বমি (Intractable vomiting) তীব্র পানি শুন্যতা এক বছরের নিচের শিশুদের তীব্র ডায়রিয়া।
সংরক্ষণ
Store in a cool & dry place, protected from light & moisture.