orchazid এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

orchazid

কিটোটিফেন এর এন্টি-এলার্জিক গুণাবলী রয়েছে। হাঁপানী রােগের প্রতিরােধ চিকিৎসায় সােডিয়াম ক্রোমােগ্লাইকেট এর মত কিটোটিফেন ব্যবহৃত হয়। কিটোটিফেন এন্টিহিস্টামিন কার্যকারিতাও প্রদর্শন করে। কিটোটিফেন এর উল্লেখযােগ্য এন্টি-এ্যানাফাইল্যাকটিক গুণাবলী রয়েছে। কিটোটিফেন হাঁপানীর আক্রমণ প্রতিরােধে কার্যকর। কিটোটিফেন হিস্টামিনের কার্যকারিতা দীর্ঘসময় ধরে প্রতিহত করে, যা কিটোটিফেন এর এন্টি-এ্যানাফাইল্যাকটিক গুণাগুণ থেকে আলাদা। পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে যে কিটোটিফেন মুখে সেবনের পর মাস্ট কোষ স্থিতকারী ইনহেলারের মতই কার্যকর। এসব পরীক্ষায় অন্যান্য এন্টিহিস্টামিন ওষুধগুলাে অকার্যকর বলে প্রমাণিত। হাঁপানী রোগীদের উপর পরীক্ষা-নিরীক্ষায় এর প্রমান পাওয়া গেছে। কিটোটিফেন ব্যবহারে হাঁপানীর আক্রমণের সংখ্যা, তীব্রতা এবং স্থায়িত্ব কমে যায়। কোন কোন ক্ষেত্রে রোগী সম্পূর্ণ হাঁপানীর আক্রমণ থেকে দূরে থাকে। কিটোটিফেন ব্যবহারের ফলে কর্টিকোষ্টেরয়েড এবং / অথবা ব্রঙ্কোডাইলেটর এর ব্যবহারের মাত্র কমিয়ে দেয়া যেতে পারে। কিটোটিফেন এর প্রতিরােধী কার্যকারিতা প্রকাশ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে। হাঁপানীর সুনির্দিষ্ট আক্রমণ কিটোটিফেন প্রতিহত করে না।

ব্যবহার

ব্রংকিয়াল এ্যাজমাতে প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট এবং এলার্জিক রাইনাইটিস ও কনজাংটিভাইটিস এ সিম্পটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে নির্দেশিত।

orchazid এর দাম কত? orchazid এর দাম

orchazid in Bangla
orchazid in bangla
বাণিজ্যিক নাম orchazid
জেনেরিক কিটোটিফেন ফিউমারেট (Oral)
ধরণ
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Cromoglycate & related drugs
উৎপাদনকারী
উপলভ্য দেশ
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

orchazid খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

প্রাপ্ত বয়স্কঃ ১ মিগ্রা. করে দিনে ২ বার খাবারের সাথে। জটিল পরিস্থিতিতে মাত্রা প্রয়োজনে প্রতিদিন ২ মিগ্রা. পর্যন্ত বাড়তে পারে।

২ বছরের অধিক শিশুঃ ১ মিগ্রা. করে প্রতিদিন দুইবার খাবারের সাথে। খুব বেশি ঘুম পেলে চিকিতসা শুরুর প্রথম কদিন রাতের বেলা ০.৫ থেকে ১ মিগ্রা. করে কিটোটিফেন চিকিতসকের পরামর্শ অনুযায়ী দেয়া যেতে পারে।

বার্ধক্যঃ প্রাপ্ত বয়স্কদের মত অথবা চিকিতসকের পরামর্শ অনুযায়ী।

পার্শ্বপ্রতিক্রিয়া

তন্দ্রাচ্ছন্নতা, মুখ গহ্বরের শুষ্কতা, সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে।

সতর্কতা

হাঁপানীর জটিলতা নিরসনে কিটোটিফেন এর চিকিৎসা শুরুর কমপক্ষে দু'সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ জরুরী। সম্ভাব্য এড্রেনােকর্টিক্যাল স্বল্পতার কারণে ষ্টেরয়েড নির্ভরশীল রােগীদের বেলায় পূর্ববর্তী চিকিৎসার অনুসরণ আরাে বেশী গুরুত্বপুর্ণ। চিকিৎসা চলাকালীন সংক্রমণের জন্য সুমির্দিষ্ট জীবাণুবিরােধী চিকিৎসা গ্রহণ অপরিহার্য। চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন স্বাভাবিক প্রতিক্রিয়া বিঘ্নিত হতে পারে। ব্যক্তি বিশেষের উপর কিটোটিফেন এর ক্রিয়া সম্পর্কে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত যানবাহন ও যন্ত্রপাতি চালনা সম্পর্কে রােগীদের সতর্ক করে দেয়া উচিত। এলকোহল জাতীয় পানীয় পরিহারে রােগীদের পরামর্শ দেয়া উচিত। কিটোটিফেন ঘুমের ওষুধ, এন্টি-এলার্জিক ওষুধ এবং এলকোহল এর প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে।

মিথস্ক্রিয়া

ঘুমের ওষুধ, এলার্জিবিরােধী ওষুধ এবং এলকোহল এর প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিক বিরােধী ওষুধগুলাের সাথে কিটোটিফেন-এর ব্যবহারে রক্তে প্ল্যাটিলেট স্বল্পতা দেখা দিতে পারে। অতএব ওষুধ দুটো একসাথে ব্যবহার পরিহার করা উচিত।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গ্রহণ অনুমোদিত নয়।

বৈপরীত্য

তন্দ্রাচ্ছন্নতা, মুখে সেব্য এন্টিডায়াবেটিক এজেন্ট এর সাথে এবং কিটোটিফেন ও এর উপাদানের প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

লক্ষণগুলি: স্বাচ্ছন্দ্য, বিভ্রান্তি, ডিসপোনিয়া, ব্র্যাডিকার্ডিয়া বা টাকাইকার্ডিয়া, বিশৃঙ্খলা, খিঁচুনি, গুরুতর হাইপোটেনশন, বিপরীত কোমা।

পরিচালনা: সহায়ক এবং লক্ষণমূলক।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

কার্যকরী ক্ষতিকর প্রতিক্রিয়াঃ যে সকল রোগী কিটোটিফেন মুখে সেব্য এন্টিবায়োটিক এজেন্ট এর সহিত গ্রহণ করে তাদের প্লাটিলেট কমে যাওয়ার বিবরণ পাওয়া যায়। এই রিএকশনের মেকানিজম অজানা তাই কিটোটিফেন মুখে সেব্য এন্টিডায়াবেটিক ওষুধের সাথে গ্রহণ করা উচিত নয়।

কার্যকরী উপকারী প্রতিক্রিয়াঃ উপকারী প্রতিক্রিয়া বিবরণ পাওয়া যায় নাই।

সংরক্ষণ

25 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টোর করুন।

http://classyfire.wishartlab.com/tax_nodes/C0000000
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0000002
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0002338
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0002338
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0003671
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0000195
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0002448
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0000097
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0004144
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0002239
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0004139
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0004557
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0003940
http://classyfire.wishartlab.com/tax_nodes/C0004150
http://www.hmdb.ca/metabolites/HMDB0015056
http://www.genome.jp/dbget-bin/www_bget?drug:D01332
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=3827
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?sid=46508921
https://www.chemspider.com/Chemical-Structure.3695.html
http://www.bindingdb.org/bind/chemsearch/marvin/MolStructure.jsp?monomerid=94597
https://mor.nlm.nih.gov/RxNav/search?searchBy=RXCUI&searchTerm=6146
https://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=92511
https://www.ebi.ac.uk/chembldb/index.php/compound/inspect/CHEMBL534
https://zinc.docking.org/substances/ZINC000000004351
http://bidd.nus.edu.sg/group/cjttd/ZFTTDDRUG.asp?ID=DAP000329
http://www.pharmgkb.org/drug/PA450152
http://www.rxlist.com/cgi/generic/ketotifen.htm
https://www.drugs.com/cdi/ketotifen-drops.html
http://www.pdrhealth.com/drug_info/rxdrugprofiles/drugs/zad1598.shtml
https://en.wikipedia.org/wiki/Ketotifen
*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share