Orlipastat
Orlipastat একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী লাইপেজ প্রশমক। ইহা পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের লুমেনে গ্যাস্ট্রিক ও প্যানক্রিয়াটিক লাইপেজের কার্যকর সেরিনের সাথে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে। ফলে অকার্যকর এনজাইম খাদ্যস্থিত চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মনোগ্লিসারাইড ও ফ্যাটি এসিডে পরিণত করতে পারে না, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
ব্যবহার
Orlipastat ওজন নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত যেখানে ওজন কমানাে এবং ওজন নিয়ন্ত্রণ কম ক্যালরির খাদ্য গ্রহণের সাথে সম্পর্কযুক্ত। যারা ইতিমধ্যে ওজন কমিয়েছে, Orlipastat তাদের ওজন পুনরায় বৃদ্ধিতে বাধা প্রদান করে। Orlipastat স্কুল রােগীদের ক্ষেত্রে নির্দেশিত যাদের প্রাথমিক বডি মাস ইনডেক্স (BMI) > ৩০ কেজি/মিং ওজন > ২৭ কেজি/মি এবং যাদের অন্যান্য রােগের ঝুঁকি রয়েছে (যথা- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া)।
Orlipastat এর দাম কত? Orlipastat এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Orlipastat |
জেনেরিক | অরলিস্ট্যাট |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Appetite suppressant drugs/Anti-obesity drugs |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Orlipastat খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
- Orlipastatের সুপারিশকৃত ডােজ হচ্ছে দৈনিক ৩ বার ১টি করে ১২০ মি.গ্রা. ক্যাপসুল যা প্রতিটি চর্বিযুক্ত প্রধান খাদ্যের সাথে গ্রহণ করতে হবে (খাদ্য গ্রহণ অথবা খাদ্য গ্রহণের ১ ঘন্টা পর)।
- রােগীদের পুষ্টির সমতাযুক্ত এবং কম ক্যালরিযুক্ত খাদ্য যা আনুমানিক ৩০% ক্যালরি চর্বি থেকে গ্রহণ করে এমন খাদ্য খাওয়া উচিত।
- প্রতিদিনের চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রােটিনের বিতরণ তিনটি প্রধান খাদ্যের সাথে হওয়া উচিত।
- যদি খাদ্য গ্রহণ মাঝে মাঝে ব্যাহত হয় অথবা গৃহিত খাদ্য চর্বিযুক্ত না হয়, তবে Orlipastatের ডােজ বন্ধ রাখা যেতে পারে । কারণ, দেখা গিয়েছে Orlipastat কিছু ফ্যাট সলুবল ভিটামিন এবং বিটা ক্যারােটিনের শােষণ কমিয়ে দেয়, এমতাবস্থায় রােগীদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে মাল্টিভিটামিন যেখানে ফ্যাট সলুবল ভিটামিন আছে তা গ্রহণ করা উচিত।
- ভিটামিন সাপ্লিমেন্ট Orlipastat সেবনের ২ ঘন্টা আগে অথবা পরে গ্রহণ করতে হবে, যেমন- ঘুমাতে যাওয়ার আগে।
পার্শ্বপ্রতিক্রিয়া
Orlipastat ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলাে হল তৈলযুক্ত দাগ, মলের সাথে পেটের বায়ুগমন, ঘন ঘন মল ত্যাগ, চর্বিযুক্ত/তৈলযুক্ত মল, অয়েলি ইকুয়েশন, মলের পরিমাণ বেড়ে যাওয়া, অনিয়মিত মল ত্যাগ।
সতর্কতা
Orlipastat নির্দেশনার পূর্বে স্থুলতার জৈব কারণগুলি (যেমন- হাইপোথাইরয়েডিজম) বাদ দেওয়া উচিত। Orlipastat এবং সাইক্লোসপোরিন একইসাথে গ্রহণ করা উচিত নয়। Orlipastat গ্রহণের কমপক্ষে ২ ঘন্টা আগে বা পরে সাইক্লোপোরিন গ্রহণ করা উচিত। সাইক্লোসপোরিন পরিমান পরিমাপ করা এবং ঘন ঘন পর্যবেক্ষণ করা উচিত। Orlipastat দিয়ে চিকিৎসাকালীন সময় এন্টিডায়াবেটিক ঔষধ এর সাথে পর্যবেক্ষণ করা উচিত। রোগীকে অবশ্যই নির্দেশিত খাবার তালিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। চর্বিযুক্ত খাবারের সাথে Orlipastat গ্রহণ করলে আন্ত্রিক গোলযোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। প্রতিদিন চর্বির পরিমাণ ৩ বারে প্রধান খাবারের সাথে গ্রহণ করা উচিত ।
মিথস্ক্রিয়া
সাধারণভাবে ব্যবহৃত বিভিন্ন ঔষধ যেমন এলকোহল, ডিগক্সিন, নিফেডিপিন, জন্মনিয়ন্ত্রনকারী ওষুধ, ফিনাইটয়েন, প্রাভাস্ট্যাটিন, ওয়ারফারিন, মেটফরমিন, গ্লিবেনক্লামাইড, ফাইব্রেটস, ফুরোসেমাইড, ক্যাপটোপ্রিল অথবা এটেনোলল এর সাথে Orlipastat এর কোন বিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স । Orlipastat গর্ভাবস্থায় প্রতিনির্দেশিত কারনহ্রাসকৃত ওজন গর্ভধারী মহিলাদের কোন জোরালাে সুবিধা দেয় না এবং এতে ভ্রুণের ক্ষতি সাধন হতে পারে।
মাতৃদুগ্ধে Orlipastatের উপস্থিতি এখনও অজানা। স্তন্যদানকারী মায়েদের সাবধানতার সাথে Orlipastat সেবন করা উচিত।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: নিরাপত্তা ও কার্যকারিতা ১২ বছরের কম বয়সী রােগীদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত নয়।
বৈপরীত্য
গর্ভাবস্থা, ক্রনিক ম্যালঅ্যাবসরবসনের রােগী, কোলেস্টেসিস রােগী, যেসব রােগী Orlipastat অথবা এই ওষুধের যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল।
অতিরিক্ত সতর্কতা
Pediatric use: Safety and effectiveness in pediatric patients below the age of 12 have not been established.
তীব্র ওভারডোজ
Single doses of 800 mg and multiple doses of up to 400 mg three times a day for 15 days have been studied in normal weight and obese subjects without significant adverse findings. If a significant overdose of orlistat occur, it is recommended that the patient be observed for 24 hours. Based on human and animal studies, any systemic effects attributable to the lipase inhibiting properties of orlistat should be rapidly reversible
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সাইক্লোস্পােরিন: ডাটা থেকে দেখা গেছে Orlipastat ও সাইক্লোস্পােরিন পরস্পরের সাথে ক্রিয়া সাইক্রোস্পােরিনের প্লাজমা লেভেল কমিয়ে দেয়। Orlipastat ও সাইক্লোস্পােরিন একসাথে গ্রহণ করা উচিত নয়। Orlipastat সেবনের ৩ ঘন্টা পর সাইক্লোস্পােরিন গ্রহন করা উচিত। চর্বিতে দ্রবণীয় ভিটামিন সাপ্লিমেন্ট এবং এর এনালগ: ফার্মাকোকাইনেটিক প্রতিক্রিয়ার স্ট্যাডি ডাটা থেকে দেখা গেছে বিটা-ক্যারােটিন সাপ্লিমেন্টের শােষণ কমে যায় যখন Orlipastat এর সাথে গ্রহণ করা হয়। Orlipastat ভিটামিন ই এসিটেট সাপ্লিমেন্টের শােষণ ব্যাহত করে। ভিটামিন ডি, ভিটামিন এবং পুষ্টি থেকে গৃহিত ভিটামিন কে এর উপর Orlipastat এর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
লিভােথাইরক্সিন: পােষ্টমার্কেটিং রিপাের্ট থেকে দেখা গেছে যেসব রােগী একই সাথে Orlipastat এবং লিভােথাইরক্সিন গ্রহণ করে তাদের হাইপােথাইরয়ডিজম হয়। যেসব রােগী Orlipastat এবং লিভােথাইরক্সিন এক সাথে গ্রহণ করে তাদের থাইরয়েড ফাংশনের পরিবর্তন পর্যবেক্ষণে রাখতে হবে। লিভভাথাইরক্সিন এবং Orlipastat অন্তত ৪ ঘন্টার ব্যবধানে গ্রহণ করা। উচিত। ওয়ারফেরিন: ভিটামিন কে এর শােষণ Orlipastat গ্রহণের সাথে কমে যেতে পারে। যেসব রােগী দীর্ঘদিন ধরে স্থায়ী ওয়ারফেরিনের ডােজে আছে তাদের Orlipastat প্রেসক্রাইব করা হলে সতর্কতার সাথে কোয়াগুলেশন প্যারামিটারের পরিবর্তন পর্যবেক্ষণ করতে হবে।
সংরক্ষণ
২৫° সে. তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
http://www.hmdb.ca/metabolites/HMDB0015215
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=3034010
https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?sid=46508309
https://www.chemspider.com/Chemical-Structure.2298564.html
http://www.bindingdb.org/bind/chemsearch/marvin/MolStructure.jsp?monomerid=24567
https://mor.nlm.nih.gov/RxNav/search?searchBy=RXCUI&searchTerm=37925
https://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=94686
https://www.ebi.ac.uk/chembldb/index.php/compound/inspect/CHEMBL175247
https://zinc.docking.org/substances/ZINC000008214635
http://bidd.nus.edu.sg/group/cjttd/ZFTTDDRUG.asp?ID=DAP000053
http://www.pharmgkb.org/drug/PA164776864
http://www.rxlist.com/cgi/generic/orlistat.htm
https://www.drugs.com/orlistat.html
http://www.pdrhealth.com/drug_info/rxdrugprofiles/drugs/xen1529.shtml
https://en.wikipedia.org/wiki/Orlistat